শিবালয় উপজেলা

মানিকগঞ্জ জেলার একটি উপজেলা

শিবালয় বাংলাদেশের মানিকগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা

শিবালয়
উপজেলা
শিবালয় থানা কমপ্লেক্স ভবন, মানিকগঞ্জ
শিবালয় থানা কমপ্লেক্স ভবন, মানিকগঞ্জ
মানচিত্রে শিবালয় উপজেলা
মানচিত্রে শিবালয় উপজেলা
স্থানাঙ্ক: ২৩°৫০′৫″ উত্তর ৮৯°৪৭′২৩″ পূর্ব / ২৩.৮৩৪৭২° উত্তর ৮৯.৭৮৯৭২° পূর্ব / 23.83472; 89.78972 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলামানিকগঞ্জ জেলা
আয়তন
 • মোট১৯৯.১৮ বর্গকিমি (৭৬.৯০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[]
 • মোট১,৭১,৮৭৩
 • জনঘনত্ব৮৬০/বর্গকিমি (২,২০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৩.৩০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৩০ ৫৬ ৭৮
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তন

সম্পাদনা

উত্তরে দৌলতপুর উপজেলাঘিওর উপজেলা, দক্ষিণে হরিরামপুর উপজেলারাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা পূর্বে ঘিওর উপজেলাহরিরামপুর উপজেলা, পশ্চিমে পাবনা জেলার বেড়া উপজেলা

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

এই উপজেলার ইউনিয়নসমূহ হচ্ছ -

ইতিহাস

সম্পাদনা

১৯৯.১৮ বর্গ কি.মি আয়তন বিশিষ্ট শিবালয় উপজেলা মানিকগঞ্জ জেলার আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম উপজেলা। এটি ১৮৭৫ সালে থানা হিসেবে জন্ম লাভ করে। তখন উহা জা্ফরগঞ্জ নামক স্থানে অবস্থিত ছিল। জা্ফরগঞ্জ যমুনার পাড়ে অবস্থিত হোয়ায় যমুনার ভাঙ্গনে জা্ফরগঞ্জ বিলুপ্ত হয় এবং ১৯০০ সালে থানা হেডকোয়ার্টার শিবালয়ে স্থানান্তর হয়। ১৯৮৪ সালে উহা উপজেলা হিসেবে উন্নিত হয়। শিবালয় উপজেলার নামকরনের ইতিহাস পর্যালোচনা করে জানা যায় যে, অত্র এলাকায় মহাদেব শিবের আলয় (মন্দির) অবস্থিত ছিল। শিব+আলয়= শিবালয়, এই নামে অত্র এলাকায় একটি মৌজা ছিল। উক্ত শিব মন্দিরের (আলয়) নাম অনুসারে উক্ত মৌজার নাম শিবালয় করা হয়। জাফরগঞ্জ থানার বিলুপ্তির পর থানা হেড-কোয়ার্টার শিবালয় মৌজায় স্থানান্তর করা হয়। এক পর্যায়ে উপজেলা/থানা হেড-কোয়ার্টারের নাম হয় শিবালয়।

শিক্ষা

সম্পাদনা
  • শিবালয় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ
  • ইকরা বাংলাদেশ আইডিয়াল স্কুল
  • মহাদেবপুর ইউনিয়ন বিশ্ববিদ্যালয়
  • শিবালয় সদর উদ্দিন কলেজ
  • শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়
  • তেওতা একাডেমি
  • আরিচা বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়
  • অক্সফোর্ড একাডেমী
  • বরাংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়
  • উথলী আব্দুল গণি সরকার উচ্চ বিদ্যালয়
  • ঢাকাইজোড়া হাজী কোরবান আলী মেমোরিয়াল ইন্সটিটিউট
  • রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়
  • নালী বড়রিয়া কৃষ্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয়
  • শাকরাইল উচ্চ বিদ্যালয়
  • বেজপাড়া উচ্চ বিদ্যালয়
  • মালচী উচ্চ বিদ্যালয়
  • যমুনাবাদ উচ্চ বিদ্যালয়
  • জাফরগঞ্জ উচ্চ বিদ্যালয়

উল্লেখযোগ্য স্থান

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "শিবালয় উপজেলার পটভূমি"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫ 

বহিঃসংযোগ

সম্পাদনা