নূর মোহাম্মদ (আইজিপি)

বাংলাদেশী রাজনীতিবিদ ও কূটনীতিবিদ

নূর মোহাম্মদ হলেন একজন বাংলাদেশী কূটনীতিক ও রাজনীতিবিদ।[১] তিনি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)। [২][৩] তিনি ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

নূর মোহাম্মদ
কিশোরগঞ্জ-২ আসন আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
৩০ ডিসেম্বর ২০১৮ – ৭ জানুয়ারি ২০২৪
পূর্বসূরীমোঃ সোহরাব উদ্দিন
উত্তরসূরীমোঃ সোহরাব উদ্দিন
ব্যক্তিগত বিবরণ
জন্মমানিকখালী, কটিয়াদী, কিশোরগঞ্জ
নাগরিকত্ব পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
 বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশি
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
পিতানুন্দর আলী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাপুলিশ কর্মকর্তা, কূটনীতিক, রাজনীতিবিদ

প্রারম্ভিক জীবন সম্পাদনা

নূর মোহাম্মদ কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মানিকখালীতে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং শিক্ষার্থী অবস্থায় বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি ১৯৭৯-৮০ মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের ছাত্র সংসদের নির্বাচিত উপ-সভাপতি ছিলেন।[৪][৫]

কর্মজীবন সম্পাদনা

মোহাম্মদ ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় পুলিশ বিভাগে যোগদান করেন। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের ২৯শে জানুয়ারি তিনি পুলিশের মহাপরিদর্শকের দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১০ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। ২০১১ সালের ৮ই এপ্রিল তিনি মরক্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান এবং ৬ই মে মরক্কোর উদ্দেশ্যে দেশ ছাড়েন।[৪] এছাড়া তিনি যুব ও ক্রীড়া সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।[৫] ২০১৮ সালের নভেম্বরে তিনি কিশোরগঞ্জ-২ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন গ্রহণ করেন।[৬] ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০,৭৭৬ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।[৭]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "অন্য এক নূর মোহাম্মদ"বাংলাদেশ প্রতিদিন। ১৮ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৯ 
  2. "অতিমাত্রায় রাজনীতিকরণের কারণেই পুলিশের নিজস্ব স্বাধীনতা নেই: সাবেক আইজিপি নূর মোহাম্মদ"Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-৩০ 
  3. "সাবেক আইজিপি নূর মোহাম্মদকে বরণ করে নিলেন কটিয়াদী-পাকুন্দিয়ার জনতা"বাংলাদেশ প্রতিদিন। ২৭ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৯ 
  4. "নূর মোহাম্মদ অবশেষে রাষ্ট্রদূত হয়েই ৬ মে মরক্কো যাচ্ছেন"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৪ মে ২০১১। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৯ 
  5. ইকবাল, শেখ মাসুদ; রাজু, রুহুল আমিন (২৬ নভেম্বর ২০১৮)। "নৌকার মাঝি সাবেক আইজিপি নূর মোহাম্মদ"দৈনিক আমাদের সময়। ১৬ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৯ 
  6. "কিশোরগঞ্জ-২: মেজর (অব.) আখতার ও নূরের হাড্ডাহাড্ডি লড়াই"দৈনিক যুগান্তর। ৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৯ 
  7. "সারা দেশে ভোটের ফলাফল"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম (ইংরেজি ভাষায়)। ৩১ ডিসেম্বর ২০১৮। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৯