দৈনিক যুগান্তর
দৈনিক যুগান্তর হলো বাংলা ভাষায় প্রকাশিত বাংলাদেশী দৈনিক সংবাদপত্র। ২০০০ সালের ১ ফেব্রুয়ারি এটি প্রথম প্রকাশিত হয়। [১][২][৩] একটি বাংলা দৈনিক সংবাদপত্র, যা বাংলাদেশে প্রকাশিত হয়। এই সংবাদপত্রটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত জামুনা প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং লিমিটেড দ্বারা মুদ্রিত ও প্রকাশিত হয়। এবং এর প্রশাসনিক কার্যক্রম যমুনা গ্রুপের একটি অংশ এবং যমুনা মিডিয়া লিমিটেড দ্বারা পরিচালিত হয়।[৪][৫][৬] এই পত্রিকার সম্পাদক আবদুল হাই শিকদার এবং প্রকাশক সালমা ইসলাম।[৭]
ধরন | দৈনিক পত্রিকা |
---|---|
ফরম্যাট | ব্রডশিট ও অনলাইন সংস্করণ |
মালিক | যমুনা গ্রুপ |
প্রকাশক | সালমা ইসলাম |
সম্পাদক | আবদুল হাই শিকদার |
প্রতিষ্ঠাকাল | ১ ফেব্রুয়ারি ২০০০ |
রাজনৈতিক মতাদর্শ | মধ্য-দক্ষিণপন্থী |
ভাষা | বাংলা |
সদর দপ্তর | ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ |
প্রচলন | ২ লক্ষ ৩০ হাজার কপি |
ওয়েবসাইট | যুগান্তর |
পত্রিকার বিবরণ
সম্পাদনাযুগান্তর 'ব্রডশিট' আকারে মুদ্রিত হয়। কলাম সংখ্যা ৮। পত্রিকাটি চার রঙে মুদ্রিত। নিয়মিত সংখ্যা ২০ পৃষ্ঠা। সপ্তাহে এক দিন মূল ব্রডশিট পত্রিকার সঙ্গে ম্যাগাজিন প্রকাশিত হয়। ২০০০ সালের ১ ফেব্রুয়ারি দেশের খ্যাতনামা সাংবাদিক প্রয়াত গোলাম সারওয়ারের সম্পাদনায় এ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। সত্যের সন্ধানে নির্ভীক শ্লোগান নিয়ে যুগান্তর এ পর্যন্ত জাতীয় বিষয়ে সাহসী রিপোর্ট করেছে। যার ফলে অনেক সময় বিভিন্ন প্রতিকূলতার মোকাবেলাও করতে হয়েছে এ গণমাধ্যমটিকে[৮]। বিভিন্ন সময় হামলা ও মামলার শিকার হয়েছেন পত্রিকাটির সাংবাদিক ও কর্তৃপক্ষ[৯]।
প্রতিদিনের আয়োজন
সম্পাদনাযুগান্তরে নিয়মিত আয়োজনে থাকে- খবর, সম্পাদকীয়, বাংলার মুখ, দশদিগন্ত, খেলাধুলা, আনন্দনগর, টিউটোরিয়াল, চিঠিপত্র, বাতায়ন ইত্যাদি। এছাড়াও এ পত্রিকাটি নিয়মিত ভাবে বিভিন্ন ধরনের ফিচার পাতা প্রকাশ করে থাকে।
বিশেষ ফিচার
সম্পাদনা- একদিন প্রতিদিন
- তারা ঝিলমিল
- সুরঞ্জনা
- প্রতিমঞ্চ
সামাজিক কর্মসূচি
সম্পাদনাসংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও যুগান্তর[১০] সক্রিয়ভাবে জড়িত রয়েছে। পাঠক সংগঠন স্বজন সমাবেশের মাধ্যমে জলবায়ু পরিবর্তন ও মাদকবিরোধী আন্দোলনসহ নানা কর্মসূচি পালন করে থাকে। এছাড়াও মুক্তিযোদ্ধা সংবর্ধনা[১১], বই উৎসব[১২], শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতাসহ সমসাময়িক নানা কর্মসূচি পালন করে থাকে।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Daily Jugantor"। ১৫ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "The Daily Jugantor -Jamuna Group"। ২ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২১।
- ↑ "Jugantor - Most Popular Bangla News - Entertainment - Breaking News"। Jugantor।
- ↑ "যুগান্তর - জাগোবিডি.কম"।
- ↑ "দ্য ডেইলি যুগান্তর - জামুনা গ্রুপ"। ২০১৪-১২-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-১১-৩০।
- ↑ "যুগান্তর"।
- ↑ "যুগান্তরের সম্পাদক হিসেবে যোগ দিচ্ছেন কবি আবদুল হাই শিকদার"। banglanews24.com। ২০২৫-০১-১২। সংগ্রহের তারিখ ২০২৫-০১-১৫।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে দেশে সাংবাদিক নির্যাতন বেড়েছে"। দৈনিক প্রথম আলো।
- ↑ প্রতিবেদক, নিজস্ব; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "যমুনার বাবুলের বিরুদ্ধে এনবিআরের জিডি"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
- ↑ "যুগান্তরকে জাগো নিউজের শুভেচ্ছা"। জাগো নিউজ।
- ↑ "স্বজন সমাবেশ | Jugantor | Most Popular Bangla News | Entertainment | Breaking News"। Jugantor।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ সিলেটে বইপড়া উৎসব[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
সম্পাদনা- যুগান্তরের ওয়েবসাইট
- যুগান্তরের মুদ্রণ কপি ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ নভেম্বর ২০১৭ তারিখে