বারিধারা বাংলাদেশের ঢাকার একটি অভিজাত আবাসিক এলাকা। এটা গুলশান-বারিধারা লেক দিয়ে পূর্ব ও উত্তর-পূর্ব গুলশান-এ অবস্থিত। এই এলাকাটি কূটনীতিবিদদের জন্য বিশেষভাবে তৈরি এবং অনেক দেশের দূতাবাস এখানে অবস্থিত।[২] এখানে মুলত তিনটি এলাকা আছে :- দক্ষিণ-পূর্ব পাশে কূটনীতিবিদ এলাকা, পূর্ব পাশে সাধারণ আবাসিক এলাকা, এবং কাছাকাছি উত্তর-পূর্ব পাশে একটি ডিওএইচএস এলাকা।

বারিধারা
থানা
গুলশান বারিধারা লেক
গুলশান বারিধারা লেক
দেশবাংলাদেশ বাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাঢাকা জেলা
শহরঢাকা
বারিধারা লেক

অর্থনীতি সম্পাদনা

ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর সদরদফতর বারিধারার কূটনৈতিক অঞ্চলে অবস্থিত।[৩]

শিক্ষা সম্পাদনা

ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকাঢাকা জাপানিজ স্কুল বারিধারায় অবস্থিত। এছাড়া আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল বারিধারায় অবস্থিত।

উল্লেখযোগ্য বাসিন্দা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Road#6, baridhara, Dhaka" 
  2. সিদ্দিকি, কামাল; জামশেদ আহমেদ; কানিজ সিদ্দিক; সাইয়দুল হক; আবুল হোসেন (২০১০)। Social Formation in Dhaka, 1985-2005: A Longitudinal Study of Society in a Third World Megacityঅ্যাসগেট পাবলিশিং। পৃষ্ঠা ৩০৮–৩১০। আইএসবিএন 978-1-4094-1103-1 
  3. "Contact Us ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ মার্চ ২০১৮ তারিখে." ইউএস-বাংলা এয়ারলাইন্স। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর, ২০১৭। "কর্পোরেট অফিস ৭৭, সোহরাওয়ার্দী অ্যাভিনিউ, বারিধারা কূটনৈতিক অঞ্চল ঢাকা-১২১২, বাংলাদেশ।"

বহিঃসংযোগ সম্পাদনা