ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়) বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।[১] ২০০৩ সালে বিশ্ববিদ্যালয়টি ইউজিসি থেকে অনুমোদন লাভ করে। এটি পিএইচপি গ্রুপের পিএইচপি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত। এর বর্তমান উপাচার্য হলেন ড. মোঃ আবু হাসান ভূঁইয়া (ভারপ্রাপ্ত)। বিশ্ববিদ্যালয়টি ঢাকার বারিধারায় অবস্থিত।[২][৩]
তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয় | |
নীতিবাক্য | ভবিষ্যৎ হবে অতীতের চেয়েও ভালো |
---|---|
ধরন | প্রাইভেট বিশ্ববিদ্যালয় |
স্থাপিত | ২০০৩ |
আচার্য | রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন |
উপাচার্য | আবু হাসান ভূঁইয়া |
শিক্ষার্থী | ৪৯০০ |
ঠিকানা | , , ১২১২ , ২৩°৪৭′৪০″ উত্তর ৯০°২৫′২৯″ পূর্ব / ২৩.৭৯৪৫২৫° উত্তর ৯০.৪২৪৬৭১° পূর্ব |
অধিভুক্তি | বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
ওয়েবসাইট | uits |
প্রশাসন
সম্পাদনাবিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন প্রধান নির্বাহী। প্রতিটি একাডেমিক বিভাগের নিজস্ব প্রধান রয়েছে। প্রশাসনের উপরে, ট্রাস্টি বোর্ড রয়েছে, যার নেতৃত্বে একজন চেয়ারপার্সন রয়েছেন, যিনি নীতিগত বিষয়গুলির তত্ত্বাবধান করে।
উপাচার্যগণ
সম্পাদনানিম্নোক্ত ব্যক্তিবর্গ ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:
- ড. মোহাম্মদ সোলায়মান (২০১৭-২০২২)
- ড. মোঃ আবু হাসান ভূঁইয়া (২০২২-বর্তমান)
অনুষদ ও বিভাগ
সম্পাদনা- প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ
- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই)
- তথ্য প্রযুক্তি (আইটি)
- পুরকৌশল (সিই)
- ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স প্রকৌশল (ইইই)
- ইলেকট্রনিক্স ও যোগাযোগ প্রকৌশল (ইসিই)
- ফার্মেসি
- ব্যবসায় শিক্ষা অনুষদ
- ব্যবসা শিক্ষা
- ব্যবসা প্রশাসনে স্নাতক (বিবিএ)
- সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদ
- সমাজবিজ্ঞান
- ইংরেজি
- আইন
ক্যাম্পাস
সম্পাদনা১১ নভেম্বর, ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়টি স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হয়, ক্যাম্পাসটি ঢাকার ভাটারার নয়ানগরে অবস্থিত। ২০১৯ সালের শরৎকালীন সেমিস্টারে নতুনদের আগত অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ক্যাম্পাসটির যাত্রা শুরু হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন"। ২১ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৮।
- ↑ "ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস"। www.prothom-alo.com। ২০১২-০১-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৭।
- ↑ "ইউআইটিএস - প্রসঙ্গ"। বাংলা ট্রিবিউন। ২০১৯-০৭-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৭।