আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা
আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (ইংরেজি: American International School Dhaka) বাংলাদেশের রাজধানী ঢাকার ১২ ইউনাইটেড নেশনস রোড, বারিধারা, গুলশান এলাকায় অবস্থিত একটি আন্তর্জাতিক বিদ্যালয়।[১]
আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা | |
---|---|
ঠিকানা | |
১২ ইউনাইটেড নেশনস রোড, বারিধারা , ১২১২ বাংলাদেশ | |
তথ্য | |
বিদ্যালয়ের ধরন | ইংরেজি মাধ্যম স্কুল |
প্রতিষ্ঠিত | ১৯৭২ |
অবস্থা | সক্রিয় |
বিদ্যালয় জেলা | ঢাকা বিভাগ |
অর্পিত শ্রেণিসমূহ | প্রাক-কিন্ডারগার্টেন - ১২ |
ভাষা | ইংরেজি |
ওয়েবসাইট | https://www.aisdhaka.org/ |
ইতিহাস
সম্পাদনাবাংলাদেশে অবস্থানরত আমেরিকান নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের শিক্ষানীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। ১৯৭২ সালে এই স্কুলটি বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়। তবে পূর্ব পাকিস্তান আমলে ১৯৫৬ সালে এতি প্রতিষ্ঠিত হয়েছিল তখন এটি ঢাক্কা আমেরিকান সোসাইটি স্কুল নামে পরিচিত ছিল। এই প্রতিষ্ঠানে প্রাক্-কিন্ডারগার্টেন থেকে গ্রেড ১২ পর্যন্ত শিক্ষাদান করা হয়।[২] এই স্কুলে সীমিত সংখ্যক বাংলাদেশী ছাত্রছাত্রী ভর্তি করা হয়ে থাকে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Dhaka, Bangladesh: American International School Dhaka: 2023-2024 Fact Sheet"। United States Department of State। ৯ জুলাই ২০২৪। Archived from the original on ৯ জুলাই ২০২৪। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৪।
- ↑ "AISD History - American International School Dhaka"। www.aisdhaka.org (ইংরেজি ভাষায়)। ২০২১-০৫-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১০।