বাংলাদেশ প্রতিদিন
বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ থেকে প্রকাশিত বাংলা ভাষার দৈনিক সংবাদপত্র। এটির প্রকাশনা ২০১০ সালের চালু হয়। এটির সম্পাদক হচ্ছেন নঈম নিজাম। সংবাদপত্রের প্রকাশক হলেন ময়নাল হোসেন চৌধুরী। এটি বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক সংবাদপত্র।[২]
![]() | |
ধরন | দৈনিক সংবাদপত্র |
---|---|
ফরম্যাট | ব্রডশিট |
মালিক | ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড |
প্রকাশক | ময়নাল হোসেন চৌধুরী |
সম্পাদক | নঈম নিজাম[১] |
প্রতিষ্ঠাকাল | ২০১০ |
ভাষা | বাংলা |
সদর দপ্তর | প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, খিলক্ষেত, ঢাকা, বাংলাদেশ |
ওয়েবসাইট | বাংলাদেশ প্রতিদিন |
পত্রিকার বিবরণ সম্পাদনা
বাংলাদেশ প্রতিদিন 'ব্রডশিট' আকারে মুদ্রিত হয়। এতে কলাম সংখ্যা ৮ এবং চার রঙে মুদ্রিত। এর নিয়মিত সংখ্যা ১২ পৃষ্ঠা।
নিয়মিত আয়োজন সম্পাদনা
বাংলাদেশ প্রতিদিনের নিয়মিত আয়োজনে রয়েছে-
- খবর
- নগর জীবন
- সম্পাদকীয়
- খোলা কলাম
- রকমারি
- শোবিজ
- স্বাস্থ্য
- দেশগ্রাম
- মাঠে ময়দানে
প্রচার এবং পাঠকসংখ্যা সম্পাদনা
বাংলাদেশ প্রতিদিন বর্তমানে বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক সংবাদপত্রে পরিণত হয়েছে । বর্তমানে এর প্রচার সংখ্যা সাড়ে পাঁচ লাখের বেশি[৩]। বিশ্ব জুড়ে বাংলা প্রত্রিকা গুলির মধ্যে আনন্দবাজার প্রত্রিকার পর দ্বিতীয় বৃহত্তম সংবাদ পত্র প্রচার সংখ্যার বিচারে।
ইউরোপ সংস্করণ সম্পাদনা
৪ অক্টোবর ২০১৮ সালে ইউরোপে সাপ্তাহিক দৈনিক হিসেবে বাংলাদেশ প্রতিদিন যাত্রা শুরু করে। এটি লন্ডন থেকে প্রকাশিত হয়।[৪]
আরও দেখুন সম্পাদনা
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ বাংলাদেশ প্রতিদিন
- ↑ "ঢাকা মহানগরীর মিডিয়া তালিকাভুক্ত বাংলা দৈনিক পত্রিকার প্রচার সংখ্যা ও বিজ্ঞাপন হারের তালিকা"। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্ত। ১৬ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "Bangladesh Pratidin tops circulation list"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৪-০৩-১১। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২৮।
- ↑ "বাংলাদেশ প্রতিদিন ইউরোপ সংস্করণের যাত্রা শুরু"। ব্রিটবাংলা২৪। ১৬ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৮।