ময়মনসিংহ-১০
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
ময়মনসিংহ -১০ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ময়মনসিংহ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৫৫নং আসন, যা গফরগাঁও উপজেলা নিয়ে গঠিত।
ময়মনসিংহ-১০ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | ময়মনসিংহ জেলা |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
সীমানা
সম্পাদনাময়মনসিংহ-১০ আসনটি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | ফাহমী গোলন্দাজ বাবেল | ১,৮৫,০৭৮ | ৯৭.৮ | +৩২.১ | |
খেলাফত মজলিস | নুরুল ইসলাম খান | ৪,১৮৪ | ২.২ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১,৮০,৮৯৪ | ৯৫.৬ | +৬৩.০ | ||
ভোটার উপস্থিতি | ১,৮৯,২৬২ | ৬৫.১ | −১৯.৪ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | গিয়াস উদ্দিন আহমেদ | ১,৪২,১২৬ | ৬৫.৭ | +১০.৩ | |
বিএনপি | ফজলুর রহমান সুলতান | ৭১,৫১১ | ৩৩.১ | -১০.৭ | |
স্বতন্ত্র | আহমেদ বদরুদ্দিন খান | ১,৬১২ | ০.৭ | প্র/না | |
জাসদ (রব) | মো: আব্দুল মোন্তাকিম | ৪৫৬ | ০.২ | প্র/না | |
বাংলাদেশ কল্যাণ পার্টি | মোহাম্মদ কামরুল হাসান | ৩৮০ | ০.২ | প্র/না | |
কেএসজেএল | মিসবাহ উদ্দিন শাহ জুয়েল | ১৯৮ | ০.১ | ০.০ | |
সংখ্যাগরিষ্ঠতা | ৭০,৬১৫ | ৩২.৬ | +২১.০ | ||
ভোটার উপস্থিতি | ২,১৬,২৮৩ | ৮৪.৫ | +৮.৪ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আলতাফ হোসেন গোলন্দাজ | ১,০৯,৮৩২ | ৫৫.৪ | +৬.৬ | |
বিএনপি | এ বি সিদ্দিকুর রহমান | ৮৬,৮৬২ | ৪৩.৮ | +১২.৪ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | এস এম মোর্শেদ | ১,৩১৮ | ০.৭ | প্র/না | |
স্বতন্ত্র | রাজু আহদে খোকা | ১৫২ | ০.১ | প্র/না | |
কেএসজেএল | মিসবাহ উদ্দিন শাহ জুয়েল | ১১০ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ২২,৯৭০ | ১১.৬ | −৫.৮ | ||
ভোটার উপস্থিতি | ১,৯৮,২৭৪ | ৭৬.১ | +৬.১ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আলতাফ হোসেন গোলন্দাজ | ৭০,৬৬৫ | ৪৮.৮ | +৪.৮ | |
বিএনপি | ফজলুর রহমান সুলতান | ৪৫,৪৬৪ | ৩১.৪ | -১.৯ | |
জাতীয় পার্টি | হাবিবুল্লাহ বেলালী | ২৫,০৮১ | ১৭.৩ | +১৬.৫ | |
জামায়াতে ইসলামী | নুরুল ইসলাম | ১,৮৩৯ | ১.৩ | প্র/না | |
ইসলামী সমাজতান্ত্রিক আন্দোলন | একেএম হাফিজুর রহমান | ৫১৯ | ০.৪ | প্র/না | |
গণফোরাম | মো: হাসমত নেতা | ৪৩২ | ০.৩ | প্র/না | |
স্বতন্ত্র | মো: আ: গনি | ২৯৩ | ০.২ | প্র/না | |
স্বতন্ত্র | মো: শাহজাহান | ২৬৭ | ০.২ | প্র/না | |
জাকের পার্টি | মো: আ: খালেক | ১৮৯ | ০.১ | -০.১ | |
সংখ্যাগরিষ্ঠতা | ২৫,২০১ | ১৭.৪ | +৬.৭ | ||
ভোটার উপস্থিতি | ১,৪৪,৭৪৯ | ৭০.০ | +১৩.১ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আলতাফ হোসেন গোলন্দাজ | ৫৫,২২৪ | ৪৪.০ | |||
বিএনপি | ফজলুর রহমান সুলতান | ৪১,৮১২ | ৩৩.৩ | |||
স্বতন্ত্র | এস এম মোর্শেদ | ২৩,৪৭১ | ১৮.৭ | |||
বাংলাদেশ জনতা পার্টি | এস এম তোফাজ্জল হোসেন | ২,৪৩৭ | ১.৯ | |||
ঐক্য প্রক্রিয়া | আ: গনি খান | ১,১৮৪ | ০.৯ | |||
জাতীয় পার্টি | এনামুল হক | ৯৫১ | ০.৮ | |||
জাসদ (রব) | একেএমএ জসিমুদ্দিন | ৩৫১ | ০.৩ | |||
জাকের পার্টি | এইচ এম আফজাল আলী | ১৯৩ | ০.২ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১৩,৪১২ | ১০.৭ | ||||
ভোটার উপস্থিতি | ১,২৫,৬১৩ | ৫৬.৯ | ||||
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ময়মনসিংহ-১০ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ ক খ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ ক খ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Mymensingh-10"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ২৮ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে ময়মনসিংহ-১০