ময়মনসিংহ-১১
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
ময়মনসিংহ-১১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ময়মনসিংহ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৫৬নং আসন।
ময়মনসিংহ-১১ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | ময়মনসিংহ জেলা |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
সীমানা
সম্পাদনাময়মনসিংহ-১১ আসনটি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০১৪: ময়মনসিংহ-১১[৭] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | মোহাম্মদ আমানউল্লাহ | ৯১,৩৬২ | ৮৯.৩ | +২১.৩ | |
স্বতন্ত্র | মো: শাহাদাত ইসলাম চৌধুরী | ১০,৪০৬ | ১০.২ | প্র/না | |
জাতীয় পার্টি | মো: হাফিজ উদ্দিন | ৪৮৬ | ০.৫ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৮০,৯৫৬ | ৭৯.২ | +৪২.৬ | ||
ভোটার উপস্থিতি | ১,০২,২৫৪ | ৩৮.৯ | -৪৭.৫ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০০৮: ময়মনসিংহ-১১[৮][৯] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | মোহাম্মদ আমানউল্লাহ | ১,৩৭,৩৭৫ | ৬৮.০ | +১৪.৯ | |
বিএনপি | ফখরুদ্দিন আহমেদ বাচ্চু | ৬৩,৩৭৬ | ৩১.৪ | -৪.৯ | |
বাংলাদেশ কল্যাণ পার্টি | মোহাম্মদ কামরুল হাসান | ৫৬১ | ০.৩ | প্র/না | |
কেএসজেএল | মো: আব্দুল্লাহ | ৪৬৪ | ০.২ | প্র/না | |
কমিউনিস্ট পার্টি | মোজাম্মেল হক | ২৫৭ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৭৩,৯৯৯ | ৩৬.৬ | +১৯.৮ | ||
ভোটার উপস্থিতি | ২,০২,০৩৩ | ৮৬.৪ | +১১.১ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
সাধারণ নির্বাচন ২০০১: ময়মনসিংহ-১১[১০] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | মোহাম্মদ আমানউল্লাহ | ৭৮,৬৫১ | ৫৩.১ | +১.১ | |
বিএনপি | শাহ মোহাম্মদ ফারুক | ৫৩,৭৭১ | ৩৬.৩ | +১২.৫ | |
স্বতন্ত্র | মো: মহিউদ্দিন | ১৩,৩১৫ | ৯.০ | প্র/না | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মো: সাইফ উল্লাহ চৌধুরী | ২,৩৯৭ | ১.৬ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ২৪,৮৮০ | ১৬.৮ | -১১.৩ | ||
ভোটার উপস্থিতি | ১,৪৮,১৩৪ | ৭৫.৩ | +২.০ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন জুন ১৯৯৬: ময়মনসিংহ-১১[১০] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | মোহাম্মদ আমানউল্লাহ | ৫৭,১৩১ | ৫২.০ | +১১.৭ | ||
বিএনপি | আমান উল্লাহ চৌধুরী | ২৬,২০৯ | ২৩.৮ | -১৭.২ | ||
জাতীয় পার্টি | রওশন এরশাদ | ২৩,৭১৫ | ২১.৬ | +১৯.২ | ||
জামায়াতে ইসলামী | শেখ আব্দুর রহমান | ২,১০৭ | ১.৯ | -২.২ | ||
কমিউনিস্ট পার্টি | মো: মোজাম্মেল হক | ৪০৭ | ০.৪ | প্র/না | ||
জাকের পার্টি | মো: রফিকুল ইসলাম শামিম | ৩৯১ | ০.৪ | +০.১ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩০,৯২২ | ২৮.১ | +২৭.৪ | |||
ভোটার উপস্থিতি | ১,০৯,৯৬০ | ৭৩.৩ | +১৭.৬ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
সাধারণ নির্বাচন ১৯৯১: ময়মনসিংহ-১১[১০] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | আমান উল্লাহ চৌধুরী | ৩৫,৯৫৯ | ৪১.০ | |||
আওয়ামী লীগ | মোস্তফা এম এ মতিন | ৩৫,৩৪৭ | ৪০.৩ | |||
স্বতন্ত্র | জোলহাস উদ্দিন তালুকদার | ৭,৫৩৯ | ৮.৬ | |||
জামায়াতে ইসলামী | খোরশেদ উদ্দিন পাঠান | ৩,৫৬৮ | ৪.১ | |||
জাতীয় পার্টি | এম. এ. হামিদ | ২,১৪৬ | ২.৪ | |||
স্বতন্ত্র | শাহাদাত ইসলাম চৌধুরী | ১,৯৯২ | ২.৩ | |||
বাকশাল | এম এ কাশেম | ৩৮৮ | ০.৪ | |||
জাসদ | এস এম সাদিক হোসেন | ২৮৬ | ০.৩ | |||
জাকের পার্টি | আজিজুর রহমান | ২২৩ | ০.৩ | |||
জাসদ (রব) | মো: মজিবুর রহমান | ১৯৫ | ০.২ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৬১২ | ০.৭ | ||||
ভোটার উপস্থিতি | ৮৭,৬৪৩ | ৫৫.৭ | ||||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে |
২০২৪-এর দ্বাদশ সংসদ নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০২৪: ময়মনসিংহ-১১[১১] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | কাজিম উদ্দিন আহম্মেদ | ৫৬,৪২০ | ৩৩.০৮ | প্র/না | |
স্বতন্ত্র | এম.এ. ওয়াহেদ | ৯৫,২৮০ | ৬২.৪৩ | প্র/না | |
জাতীয় পার্টি | মো: হাফিজ উদ্দিন | ৩২৮ | ০.৫ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৯৫,২৮০ | ৬২.৪৩ | প্র/না | ||
ভোটার উপস্থিতি | ১,৫৪,২৭৩ | ৪৫.৯৪ | প্র/না | ||
স্বতন্ত্র নির্বাচনী এলাকা ধরে রাখে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ময়মনসিংহ-১১ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Mymensingh-11"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ৩০ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;২০২৪ফলাফল
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে ময়মনসিংহ-১১