সিরাজগঞ্জ-৫
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
সিরাজগঞ্জ-৫ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি সিরাজগঞ্জ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৬৬নং আসন।
সিরাজগঞ্জ-৫ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | সিরাজগঞ্জ জেলা |
বিভাগ | রাজশাহী বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
সীমানা
সম্পাদনাসিরাজগঞ্জ-৫ আসনটি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা ও চৌহালি উপজেলা নিয়ে গঠিত।[২]
ইতিহাস
সম্পাদনা১৯৯১ সাল থেকে ২০০১ সালের নির্বাচন পর্যন্ত চৌহালী ও বেলকুচি উপজেলা পৃথক আসন ছিলো। তখন সিরাজগঞ্জ-৬ ছিলো চৌহালি উপজেলা নিয়ে গঠিত। ২০০৮ সালের নির্বাচনে বেলকুচি ও চৌহালী উপজেলাকে একত্রিত করে সিরাজগঞ্জ-৫ আসন হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন এবং সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর উপজেলা নিয়ে গঠিত হয়।[৩]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০১৪: সিরাজগঞ্জ-৫[৬][৭] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | আব্দুল মজিদ মন্ডল | ৯২,৭৩৭ | ৯৩.৪ | +৪৪.০ | |
স্বতন্ত্র | মোঃ আতাউর রহমান | ৪,২৪৮ | ৪.৩ | প্র/না | |
জাতীয় পার্টি | মোঃ আবু বকর সিদ্দিক | ২,০৪৩ | ২.১ | প্র/না | |
জাতীয় পার্টি | আবুল হাসনাত গোফরান | ২২৭ | ০.২ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৮৮,৪৮৯ | ৮৯.২ | +৮৯.১ | ||
ভোটার উপস্থিতি | ৯৯,২৫৫ | ৩২.৭ | -৫৬.৩ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০০৮: সিরাজগঞ্জ-৫[৭][৮][৯] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | আব্দুল লতিফ বিশ্বাস | ১,১৯,৫৮২ | ৪৯.৪ | +১৯.১ | ||
বিএনপি | মঞ্জুর কাদের | ১,১৯,৩৩০ | ৪৯.৩ | -১৬.২ | ||
ইসলামী আন্দোলন | আব্দুল মান্নান | ২,৭২৫ | ১.১ | প্র/না | ||
কেএসজেএল | হাসান আলী তালুকদার | ৪৩২ | ০.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২৫২ | ০.১ | -৩৫.০ | |||
ভোটার উপস্থিতি | ২,৪২,০৬৯ | ৮৯.০ | +২২.৫ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
সাধারণ নির্বাচন ২০০১: সিরাজগঞ্জ-৫[৭][১০] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | এম মোজাম্মেল হক | ১,১৮,৩৪২ | ৬৫.৫ | +৩১.১ | ||
আওয়ামী লীগ | আব্দুল লতিফ বিশ্বাস | ৫৪,৮৩০ | ৩০.৩ | -৬.৪ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মঞ্জুর-ই-মতিন | ৫,৭১৭ | ৩.২ | প্র/না | ||
কমিউনিস্ট পার্টি | মোঃ মঞ্জুর-ই-খোদা | ১,৩২৩ | ০.৭ | প্র/না | ||
জাসদ | গাজী আতিকুর রহমান বাকি | ২৮০ | ০.২ | প্র/না | ||
স্বতন্ত্র | মোঃ এমদাদুল হক | ২০২ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | এনামুল হক | ১১৫ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৬৩,৫১২ | ৩৫.১ | +৩২.৭ | |||
ভোটার উপস্থিতি | ১,৮০,৮০৯ | ৬৬.৫ | -৮.৮ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন জুন ১৯৯৬: সিরাজগঞ্জ-৫[১০] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | আব্দুল লতিফ বিশ্বাস | ৫১,৬৮১ | ৩৬.৭ | প্র/না | ||
বিএনপি | সহিদুল্লাহ খান | ৪৮,৩৬০ | ৩৪.৪ | +০.৫ | ||
জামায়াতে ইসলামী | আলী আলম | ২৩,৮১৫ | ১৬.৯ | -১০.৬ | ||
জাতীয় পার্টি | ওমর ফারুক | ১৬,৩০১ | ১১.৬ | +৮.৩ | ||
ইসলামী সমাজতান্ত্রিক আন্দোলন | মোঃ নুর হোসাইন | ২৩৩ | ০.২ | প্র/না | ||
জাকের পার্টি | মোঃ গোলাম মোস্তফা | ২১০ | ০.২ | -০.৩ | ||
স্বতন্ত্র | আবুল হাসনাত গোফরান | ৯৫ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩,৩২১ | ২.৪ | -৪.০ | |||
ভোটার উপস্থিতি | ১,৪০,৬৯৫ | ৭৫.৩ | -২২.৮ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
সাধারণ নির্বাচন ১৯৯১: সিরাজগঞ্জ-৫[১০] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিএনপি | সহিদুল্লাহ খান | ৩৯,০৯১ | ৩৩.৯ | ||
জামায়াতে ইসলামী | আলী আলম | ৩১,৭২৯ | ২৭.৫ | ||
বাকশাল | আব্দুল মমিন তালুকদার | ২৯,৩৪২ | ২৫.৫ | ||
বাংলাদেশ মুসলিম লীগ (মতিন) | এম. এ. মতিন | ৯,৬৭৮ | ৮.৪ | ||
জাতীয় পার্টি | শহিদুল ইসলাম খান | ৩,৭৫৫ | ৩.৩ | ||
জাকের পার্টি | ইদ্রিস আলী | ৫৫৯ | ০.৫ | ||
স্বতন্ত্র | মফিজ উদ্দিন | ৩৮৪ | ০.৩ | ||
বিকেএ | আব্দুল মান্নান | ৩৭৭ | ০.৩ | ||
জাসদ (রব) | সানোয়ার | ২০০ | ০.২ | ||
স্বতন্ত্র | আনোয়ার হোসাইন রটু | ১০৩ | ০.১ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৭,৩৬২ | ৬.৪ | |||
ভোটার উপস্থিতি | ১,১৫,২১৮ | ৫২.৫ | |||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সিরাজগঞ্জ-৫ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপির তিন তরুন প্রার্থী মাঠে"। newsnextbd.com। ৩০ সেপ্টেম্বর ২০১৭। ৫ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৯।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Sirajganj-5"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১০ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "দেখে নিন পূর্ববর্তী ফলাফল"। বিবিসি বাংলা। ১৮ ডিসে ২০১৮। সংগ্রহের তারিখ ২৬ ডিসে ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে সিরাজগঞ্জ-৫