আহমেদ ফিরোজ কবির

বাংলাদেশী রাজনীতিবিদ ও সংসদ সদস্য

আহমেদ ফিরোজ কবির একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও একাদশ জাতীয় সংসদ সদস্য। আহমেদ ফিরোজ কবির পাবনা-২ (সুজানগর উপজেলা ও আমিনপুর থানা - বেড়া উপজেলা আংশিক) আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।[১][২]

আহমেদ ফিরোজ কবির
পাবনা-২ আসন আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
৩০ ডিসেম্বর ২০১৮ – বর্তমান
পূর্বসূরীখন্দকার আজিজুল হক আরজু
ব্যক্তিগত বিবরণ
জন্ম২৬ জুলাই, ১৯৬৩
জাতীয়তা বাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
পিতামাতাআহমেদ তফিজ উদ্দিন
বাসস্থানতারাবাড়িয়া, সুজানগর, পাবনা।
পেশারাজনীতিবিদ

পারিবারিক পরিচিতি সম্পাদনা

আহমেদ ফিরোজ কবির পাবনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক উপজেলা পরিষদের চেয়াম্যান এবং সাবেক এমপি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম আহমেদ তফিজ উদ্দিনের জ্যেষ্ঠ পুত্র। তিন ভাইয়ের মধ্যে তিনি বড়।

রাজনৈতিক জীবন সম্পাদনা

রাজনৈতিক পরিবারে জন্ম হওয়ার কারণে ছোট বেলা থেকে রাজনীতির সাথে জড়িত ছিলেন ফিরোজ কবির। রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্স বিভাগে অধ্যয়ন কালে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন এবং পিতার সঙ্গে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত হন। ১৯৯৮ সালে পিতার মৃত্যুর পর সুজানগর উপজেলা আওয়ামী লীগের সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

২০০৯ সালে তিনি সুজানগর উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে অংশগ্রহণ করে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন।[৩]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "আহমেদ ফিরোজ কবির"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "পাবনা-২: বেসরকারিভাবে আহমেদ ফিরোজ কবির নির্বাচিত"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ 
  3. পাবনা-২ আসনে ফিরোজ কবির যায়যায়দিন

বহিঃসংযোগ সম্পাদনা