হবিগঞ্জ-২
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
হবিগঞ্জ-২ আসন হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি হবিগঞ্জ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৪০নং আসন। এ আসন থেকে নির্বাচিত বর্তমান সংসদ সদস্য হলেন বাংলাদেশ আওয়ামী লীগের ময়েজ উদ্দিন শরীফ।
হবিগঞ্জ-২ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | হবিগঞ্জ জেলা |
বিভাগ | সিলেট বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
সীমানা
সম্পাদনাহবিগঞ্জ-২ আসনটি হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলা ও বানিয়াচং উপজেলা নিয়ে গঠিত।[২]
ইতিহাস
সম্পাদনা১৯৮৪ সালে হবিগঞ্জ-২ নির্বাচনী এলাকা গঠিত হয়, যখন বৃহত্তর সিলেট জেলাকে বিভক্ত করে চারটি নতুন জেলা (সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ) গঠিত হয়েছিল। এটি পূর্বে সিলেট-১৬ আসন হিসেবে পরিচিত ছিল।
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০১৪: হবিগঞ্জ-২[৫] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | আব্দুল মজিদ খান | ৬৫,৩৬২ | ৭২.৬ | +১২.৬ | |
জাতীয় পার্টি | শংকর পাল | ২১,৫৫৬ | ২৩.৯ | +২১.৬ | |
স্বতন্ত্র | আফসার আহমেদ | ৩,১১২ | ৩.৫ | +১.২ | |
সংখ্যাগরিষ্ঠতা | ৪৩,৮০৩ | ৪৮.৭ | +২১.৭ | ||
ভোটার উপস্থিতি | ৯০,০৩৩ | ||||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০০৮: হবিগঞ্জ-২[৬][৭] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | আব্দুল মজিদ খান | ১,২২,০২৫ | ৬০.০ | +২৮.৮ | |
বিএনপি | এ এ এম শাখাওয়াত হাসান জীবন | ৬৭,০৫৯ | ৩৩.০ | +২.০ | |
স্বতন্ত্র | আফসার আহমদ | ৪,৭২২ | ২.৩ | প্র/না | |
জাতীয় পার্টি | আবিদ আলী চৌধুরী | ৪,৬৬৫ | ২.৩ | প্র/না | |
খেলাফত মজলিস | আব্দুর রউফ ইউসুফ | ৩,১৬৭ | ১.৬ | প্র/না | |
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ | আব্দুল আওয়াল চৌধুরী ওয়াস | ৮৩৭ | ০.৪ | প্র/না | |
বাসদ | কামাল ইসলাম চৌধুরী | ৫৬৩ | ০.৩ | প্র/না | |
কেএসজেএল | মনমোহন দেবনাথ | ৩৩৭ | ০.২ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৫৪,৯৬৬ | ২৭.০ | +২৬.৮ | ||
ভোটার উপস্থিতি | ২,০৩,৩৭৫ | ৮৫.০ | +১৩.২ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
সাধারণ নির্বাচন ২০০১: হবিগঞ্জ-২[৮] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | নাজমুল হাসান জাহেদ | ৫০,৩৬১ | ৩১.২ | -৩৩.৪ | |
বিএনপি | নুরুল আমিন চৌধুরী | ৫০,০১৪ | ৩১.০ | প্র/না | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | শংকর পাল | ৩১,৪৩১ | ১৯.৫ | প্র/না | |
স্বতন্ত্র | জাকারিয়া চৌধুরী | ২৮,৩২০ | ১৭.৫ | প্র/না | |
স্বতন্ত্র | শওকত হাসান জীবন | ৪৫৩ | ০.৩ | প্র/না | |
স্বতন্ত্র | কৃষ্ণ কান্ত সরকার | ৪৩২ | ০.৩ | প্র/না | |
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান) | সৈয়দ দেলোয়ার হোসেন | ২৭৩ | ০.২ | প্র/না | |
জাতীয় পার্টি | অকুল চৌধুরী | ১৯৭ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৩৪৭ | ০.২ | -২৯.৮ | ||
ভোটার উপস্থিতি | ১,৬১,৪৮১ | ৭১.৮ | +৭.৮ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাশরীফ উদ্দিন আহমেদ মারা যান। ১ অক্টোবর ১৯৯৬ সালের উপ-নির্বাচনে সুরঞ্জিত সেনগুপ্ত নির্বাচিত হন।
Habiganj-2 by-election, 1996[৯] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | সুরঞ্জিত সেনগুপ্ত | ৭২,৯২৫ | ৬৪.৬ | +২৪.৬ | |
জাতীয় পার্টি | সিরাজুল হোসেন খান | ৩৯,০৩২ | ৩৪.৬ | +৯.৪ | |
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাহবুব) | তোফাজ্জল হোসেন চৌধুরী | ৭৭৬ | ০.৭ | প্র/না | |
বিকেএসএমএ | কৃষক মো: সাদেক | ২৩৭ | ০.২ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৩৩,৮৯৩ | ৩০.০ | +১৬.৯ | ||
ভোটার উপস্থিতি | ১,১২,৯৭০ | ৬৪.০ | -৮.৯ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: হবিগঞ্জ-২[৮] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | শরিফ উদ্দিন আহমেদ | ৫১,৩৬৯ | ৪০.০ | -৭.৪ | |
বিএনপি | জাকারিয়া খান চৌধুরী | ৩৪,৫৩০ | ২৬.৯ | -১০.৭ | |
জাতীয় পার্টি | সিরাজুল হোসেন খান | ৩২,৩৬১ | ২৫.২ | প্র/না | |
জামায়াতে ইসলামী | আশরাফ উদ্দিন | ৪,৯১৯ | ৩.৮ | -৫.৪ | |
ইসলামী ঐক্য জোট | মো: তাজুল ইসলাম | ৩,২৮৯ | ২.৬ | প্র/না | |
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাহবুব) | তফাজ্জল হোসেন চৌধুরী | ২,০৮৭ | ১.৬ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১৬,৮৩৯ | ১৩.১ | +৩.৪ | ||
ভোটার উপস্থিতি | ১,২৮,৫৫৫ | ৭২.৯ | +১৮.১ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
সাধারণ নির্বাচন ১৯৯১: হবিগঞ্জ-২[৮] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | শরিফ উদ্দিন আহমেদ | ৫০,৩৯৭ | ৪৭.৪ | |||
বিএনপি | জাকারিয়া খান চৌধুরী | ৪০,০২৫ | ৩৭.৬ | |||
জামায়াতে ইসলামী | ফজলুল করিম | ৯,৭৬৯ | ৯.২ | |||
বিকেএ | শেখ আব্দুর রহমান | ৫,৫৮৭ | ৫.৩ | |||
জাসদ | মো: আব্দুল্লাহ | ৬২৪ | ০.৬ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১০,৩৭২ | ৯.৭ | ||||
ভোটার উপস্থিতি | ১,০৬,৪০২ | ৫৪.৮ | ||||
থেকে আওয়ামী লীগ অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "হবিগঞ্জ-২ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Habiganj-2"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ২৪ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Statistical Report: 7th Jatiya Shangshad Election" [পরিসংখ্যানগত প্রতিবেদন: ৭ম জাতীয় সংসদ নির্বাচন] (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন (ইংরেজি ভাষায়)। পৃষ্ঠা ৩২২। ২৩ মার্চ ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে হবিগঞ্জ-২