মৌলভীবাজার জেলা
মৌলভীবাজার জেলা বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা।[২]
মৌলভীবাজার | |
---|---|
জেলা | |
বাংলাদেশে মৌলভীবাজার জেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৩০′ উত্তর ৯১°৫০′ পূর্ব / ২৪.৫০০° উত্তর ৯১.৮৩৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
আয়তন | |
• মোট | ২,৭৯৯.৩৮ বর্গকিমি (১,০৮০.৮৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১[১]) | |
• মোট | ১৯,৯৪,২৫২ |
• জনঘনত্ব | ৭১০/বর্গকিমি (১,৮০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৭০.১১% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৫৮ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও আয়তন
সম্পাদনাউত্তরে সিলেট জেলা, দক্ষিণে ভারতের ত্রিপুরা, পূর্বে ভারতের আসাম ও ত্রিপুরা, পশ্চিমে হবিগঞ্জ জেলা। জেলার প্রধান নদ-নদী ৬ (ছয়)টি- মনু, বরাক, ধলাই, সোনাই, জুড়ী ও কুশিয়ারা।
প্রশাসনিক এলাকাসমূহ
সম্পাদনামৌলভীবাজার জেলা ৭টি উপজেলা, ৭টি থানা, ৫টি পৌরসভা, ৬৭টি ইউনিয়ন, ৮৯৯টি মৌজা, ২০১৫টি গ্রাম ও ৪টি সংসদীয় আসন নিয়ে গঠিত।
মৌলভীবাজার জেলায় মোট ৭টি উপজেলা রয়েছে। উপজেলাগুলো হল:
সংসদীয় আসন
সম্পাদনাসংসদীয় আসন | জাতীয় নির্বাচনী এলাকা[৪] | সংসদ সদস্য[৫][৬][৭][৮][৯] | রাজনৈতিক দল |
---|---|---|---|
২৩৫ মৌলভীবাজার-১ | বড়লেখা উপজেলা এবং জুড়ী উপজেলা | শূণ্য | |
২৩৬ মৌলভীবাজার-২ | কুলাউড়া উপজেলা | শূণ্য | |
২৩৭ মৌলভীবাজার-৩ | রাজনগর উপজেলা এবং মৌলভীবাজার সদর উপজেলা | শূণ্য | |
২৩৮ মৌলভীবাজার-৪ | কমলগঞ্জ উপজেলা এবং শ্রীমঙ্গল উপজেলা | শূণ্য |
ইতিহাস
সম্পাদনাশাহ মোস্তফা-এর বংশধর মৌলভী সৈয়দ কুদরতউল্লাহ অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি মনু নদীর উত্তর তীরে কয়েকটি দোকানঘর স্থাপন করে ভোজ্যসামগ্রী ক্রয় বিক্রয়ের সুযোগ সৃষ্টি করেন। মৌলভী সৈয়দ কুদরতউল্লাহ প্রতিষ্ঠিত এ বাজারে নৌ ও স্থলপথে প্রতিদিন লোকসমাগম বৃদ্ধি পেতে থাকে। ক্রেতা-বিক্রেতার সমাগমের মাধ্যমে মুখে মুখে ছড়িয়ে পড়ে মৌলভীবাজারের খ্যাতি।
কীর্তিমান ব্যক্তিত্ব : হয়রত শাহ মোস্তফা (র:), মৌলভী সৈয়দ কুদরতউল্লাহ, মুক্তিযুদ্ধের বীর সেনানী হামিদুর রহমান,কবি মুজাফফর খান, সৈয়দ মুজতবা আলী, প্রাক্তন প্রাদেশিক ও জাতীয় পরিষদ সদস্য, খ্যাতিমান রাজনীতিবিদ ও দানশীল ব্যক্তিত্ব মো. কেরামত আলী,পাকিস্তান জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্যমোহাম্মদ মুহিবুর রহমান [১], জাতীয় পরিষদ সিলেটের প্রথম মহিলা সদস্য বেগম সিরাজুন্নেসা চৌধুরী, সাবেক স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী, অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, গবেষক ড. রঙ্গলাল সেন প্রমুখ।
মুক্তিযুদ্ধ : মুক্তিযুদ্ধে মৌলভীবাজার ছিল ৪ নং সেক্টরের অধীন। সেক্টর কমান্ডার ছিলেন সি.আর.দত্ত। মৌলভীবাজার সদরের ঘরোয়া গ্রামের হত্যাকাণ্ড, নড়িয়া গ্রামের গণহত্যা, রাজনগর পাঁচগাঁও এর গণহত্যা, বড়লেখা ও কুলাউড়ার বধ্যভূমিতে নারকীয় হত্যাযজ্ঞ আজও মানুষকে কাঁদায়। ৮ ডিসেম্বর মৌলভীবাজার শত্রুমুক্ত হয়।
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনা- শাহ মোস্তফা- সিলেট বিজয়ের যোদ্ধা
- লুৎফুর রহমান বর্ণভী-বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত।
- সৈয়দ মুজতবা আলী- সাহিত্যিক।
- খান বাহাদুর সৈয়দ আবদুল মজিদ - রাজনীতিবিদ
- শফিকুর রহমান বর্তমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর
- সৈয়দ মুর্তাজা আলী - ইতিহাসবিদ।
- মো. কেরামত আলী - ব্যবসায়ী, রাজনীতিবিদ ও দানশীল ব্যক্তিত্ব
- আজিজুর রহমান (রাজনীতিবিদ)- স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত।
- আব্দুল মুত্তাকিম চৌধুরী-পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য
- বিপ্লবী লীলা দত্ত নাগ - ঢাবির প্রথম ছাত্রী।
- নবাব আলী আমজাদ - বিখ্যাত জমিদার ও সমাজসেবক।
- মহাকবি শেখ চান্দ- মধ্যযুগের বিখ্যাত কবি।
- এম. সাইফুর রহমান - রাজনীতিবিদ।
- ডক্টর রঙ্গলাল সেন- জাতীয় অধ্যাপক ও সমাজবিজ্ঞানী।
- গৌরীশঙ্কর ভট্টাচার্য -সাংবাদিক
- দ্বিজেন শর্মা - সাহিত্যিক ও নিসর্গবিদ।
- আতাউল করিম - বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী।
- বিচারপতি নাজমুন আরা সুলতানা- বাংলাদেশের প্রথম নারী বিচারপতি।
- চৌধুরী গোলাম আকবর সাহিত্যভূষণ- সাহিত্যিক ও লোকগীতি সংগ্রাহক।
- ডক্টর আবেদ চৌধুরী- জিনবিজ্ঞানী।
- মোহাম্মদ মুহিবুর রহমান- পাকিস্তান ৩য় জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য
- সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ - রাজনীতিবিদ এবং ডাকসুর সাবেক ভিপি।
- সৈয়দ মহসিন আলী - রাজনীতিবিদ।
- এ. এন. এম. ইউসুফ - রাজনীতিবিদ ও সমাজসেবক।
- রামরঞ্জন ভট্টাচার্য -শহীদ বুদ্ধিজীবী
- মুন্সি আশরাফ হোসেন সাহিত্যরত্ন- লোকসাহিত্য গবেষক।
- উপাধ্যক্ষ আব্দুস শহীদ- কৃষিমন্ত্রী,সাবেক চীফ হুইপ
- সুরেন্দ্র কুমার সিনহা - সাবেক প্রধান বিচারপতি।
- নুরুন্নাহার ফাতেমা বেগম - চিকিৎসাবিদ।
- শাহাব উদ্দিন- পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী
- মোফাজ্জল করিম- কবি ও জনপ্রশাসন কর্মকর্তা
- মঈনুস সুলতান- সাহিত্যিক
- গোপীনাথ দত্ত -বাংলা মহাভারত রচয়িতাদের অন্যতম।
- তাজুল মোহম্মদ- মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক ও গবেষক
- মতিউর রহমান চৌধুরী - প্রখ্যাত সাংবাদিক।
- নবাব আলী হায়দার খান- আসামের কৃষিমন্ত্রী
- মেজর জেনারেল ইসমাইল ফারুক চৌধুরী - বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাবেক সামরিক প্রকৌশলী প্রধান
- এবাদুর রহমান চৌধুরী- সাবেক প্রতিমন্ত্রী
- বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান
- এবাদত হোসেন- বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার
- রোশনারা মনি- ব্রিটিশ অভিনেত্রী ও গায়িকা
- সৈয়দ মোহাম্মদ আলী-বাংলাদেশে ইংরেজি সাংবাদিকতার পথিকৃৎ।
অর্থনীতি
সম্পাদনামৌলভীবাজার এর অর্থনীতির প্রধান ভীত হলো চা শিল্প ও রাবার শিল্প। এ জেলায় প্রচুর পরিমানে চা ও রাবার উৎপাদিত হয়। এ ছাড়াও জেলার অর্থনীতিতে পর্যটন শিল্পও বিশেষ ভাবে উল্ল্যেখযোগ্য, তা ছাড়াও এখানে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের ছোট বড় শিল্প- যা মৌলভীবাজার জেলার অর্থনীতিকে করছে সমৃদ্ধশালী।
চিত্তাকর্ষক স্থান
সম্পাদনা- চা বাগানসমূহ
- চা কন্যা ভাষ্কর্য। সাতগাঁও, মৌলভীবাজার।
- লাউয়াছড়া জাতীয় উদ্যান।
- মাধবকুন্ড জলপ্রপাত - বড়লেখা
- মাটির পুল, বড়লেখা।
- হাম হাম জলপ্রপাত- কমলগঞ্জ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান- স্মৃতিস্তম্ভ - কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধলই চা বাগান;
- মাধবপুর লেক - মাধবপুর, কমলগঞ্জ
- কেরামত হাউস- কমলগঞ্জ
- মো. কেরামত আলী জামে মসজিদ, কমলগঞ্জ
- গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ ক্লাব, শ্রীমঙ্গল।
- শ্রীমঙ্গলে অবস্থিত শতাধিক রিসোর্ট।
- নবাব আলী আমজদের বাড়ি, কুলাউড়া
- হাকালুকি হাওর,
- খোজার মসজিদ;
- গাছপীর আব্রু মিয়ার মাজার - সিরাজনগর;
- ইউনুছ পাগলার মাজার - সাতগাঁও বাজার, শ্রীমঙ্গল।
- খাজার টিলা - হযরত শাহ মনজুর আলী রহঃ মাজার সিন্দুরখান, শ্রীমঙ্গল।
- হযরত খরমশাহ মাজার পাচাউন, মির্জাপুর। ৩০০ বছরের পুরোনো মাজার।
- শ্রীশ্রী ঠাকুরবাণীর শ্রীধাম • (হরিস্মরণ, মুন্সীবাজার, কমলগঞ্জ) •
- শাহ মোস্তফা -এর মাজার - মৌলভীবাজার শহরের কেন্দ্রস্থলের বেড়ীরপাড়ের দক্ষিণ তীর;
- রাজা সুবিদ নারায়ণ - রাজনগরের শেষ রাজা।
- ঐতিহাসিক কমলারানীর দিঘি, রাজনগর।
- খাজা ওসমান - সপ্তদশ শতকের বাংলার শেষ পাঠান সেনাপতি;
- হযরত খাজা শাহ হাছন আলী চিশতী রহঃ মাজার লাহারপুর, শ্রীমঙ্গল।
- হাইল হাওর - শ্রীমঙ্গল ;
- জান্নাতুল ফেরদাউস কম্পলেক্স, শ্রীমঙ্গল।
- জিলাদপুর তিন গম্ভুজ গায়েবি মসজিদ।
- বৈকন্ঠ সাধুর জোরা তমাল তলা মন্দির - সাতগাঁও রুস্তুমপুর।
- অজ্ঞান ঠাকুরের দেয়াল- অন্তেহরি, রাজনগর।
- ম্যানগ্রোভ ভিলেজ- অন্তেহরি, রাজনগর।
- বাইক্কা বিল - কালাপুর।
- বধ্যভূমি - শ্রীমঙ্গল।
- পুরান গাঁও পাল বাড়ি প্রাচীন মন্দির, সাতগাঁও স্থাপিত সন ১২৫২
- নির্মাই শিব বাড়ি আশিদ্রোন
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে জেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৬ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৪।
- ↑ "জেলাগুলোর শ্রেণি হালনাগাদ করেছে সরকার"। বাংলানিউজ২৪। ১৭ আগস্ট ২০২০। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২০।
- ↑ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২০।
- ↑ "Election Commission Bangladesh - Home page"। www.ecs.org.bd।
- ↑ "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- ↑ "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"। বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"। প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "জয় পেলেন যারা"। দৈনিক আমাদের সময়। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"। সমকাল। ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- বাংলাপিডিয়ায় মৌলভীবাজার জেলা
- মৌলভীবাজার জেলা - জাতীয় তথ্য বাতায়ন।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |