রাজনগর উপজেলা
রাজনগর উপজেলা বাংলাদেশের মৌলভীবাজার জেলার একটি প্রশাসনিক এলাকা। রাজনগর সদর ইউনিয়ন হলো রাজনগর উপজেলার প্রাণকেন্দ্র। রাজনগরকে রাজার ভূমিও বলা হয়ে থাকে। একটি কথা এলাকায় বহুল প্রচলিত রাজার ভূমি রাজনগর, রাণী মোদের কমলা।[তথ্যসূত্র প্রয়োজন]
রাজনগর | |
---|---|
উপজেলা | |
বাংলাদেশে রাজনগর উপজেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৩১′ উত্তর ৯১°৫২′ পূর্ব / ২৪.৫১৭° উত্তর ৯১.৮৬৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | মৌলভীবাজার জেলা |
আয়তন | |
• মোট | ৩৪৯.৬৩ বর্গকিমি (১৩৪.৯৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ২,৩২,৬৬৬ |
• জনঘনত্ব | ৬৭০/বর্গকিমি (১,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৮.৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩২৪০ |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৫৮ ৮০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও আয়তনসম্পাদনা
রাজনগর উপজেলার আয়তন: ৩৪৯.৬৩ বর্গকিলোমিটার। এ উপজেলার উত্তরে সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা, দক্ষিণে মৌলভীবাজার সদর উপজেলা ও কমলগঞ্জ উপজেলা, পূর্বে কুলাউড়া উপজেলা, পশ্চিমে মৌলভীবাজার সদর উপজেলা।[২]
প্রশাসনিক এলাকাসম্পাদনা
রাজনগর উপজেলায় বর্তমানে ৮টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম রাজনগর থানার আওতাধীন।[৩]
ইতিহাসসম্পাদনা
প্রাচীন যুগে রাজনগর এলাকাটি কামরূপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিলো এবং মধ্যযুগে মোঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিলো।
ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসম্পাদনা
- দেওয়ান বাড়ী
- কমলা রানির দিঘী (সাগর দিঘি),
- সরখরনগর দিঘী,
- পর্বতপুর চা বাগান,
- করিমপুর চা বাগান,
- লোহাইউনী চা বাগান,
- ইটা চা বাগান ইত্যদি।
- পাচঁগাও বধ্যভূমি
উপজেলার ঐতিহ্যসম্পাদনা
জনসংখ্যার উপাত্তসম্পাদনা
রাজনগর উপজেলার মোট জনসংখ্যা ২,৩২,৬৬৬জন। এর মধ্যে পুরুষ ১,১৩,১৪৮জন ও মহিলা ১,১৯,৫১৭ জন।
শিক্ষাসম্পাদনা
রাজনগরে শিক্ষার হার ৬৭.২%। নারী শিক্ষার হার ৫২.৬%। এখানে ২টি কলেজ, ১৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১৪২টি প্রাথমিক বিদ্যালয়, ১৫টি স্যাটেলাইট স্কুল এবং ১৮টি মাদ্রাসা রয়েছে।
অর্থনীতিসম্পাদনা
উপজেলার জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি।
- প্রধান কৃষি ফসল: ধান, চা, আলু, সরিষা, আদা, হলুদ, পান, শাকসবজি।
- বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি: তিল, মিষ্টি আলু, অড়হর।
- প্রধান ফল-ফলাদি: আম, কাঁঠাল, আনারস, জাম, কলা, পেঁপে।
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে রাজনগর উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৭ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৬।
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "উপজেলার ভৌগোলিক পরিচিতি"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ইউনিয়নসমূহ - রাজনগর উপজেলা"। rajnagar.moulvibazar.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ৬ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২০।
বহিঃসংযোগসম্পাদনা
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |