পৃথিমপাশা ইউনিয়ন
পৃথিমপাশা ইউনিয়ন বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১]
পৃথিমপাশা | |
---|---|
ইউনিয়ন | |
১২নং পৃথিমপাশা ইউনিয়ন | |
বাংলাদেশে পৃথিমপাশা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°২৫′৩৯.০০০″ উত্তর ৯১°৫৯′৪২.০০০″ পূর্ব / ২৪.৪২৭৫০০০০° উত্তর ৯১.৯৯৫০০০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | মৌলভীবাজার জেলা |
উপজেলা | কুলাউড়া উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | জিমিউর রহমান চৌধুরী (ফুল মিয়া) |
আয়তন | |
• মোট | ২,৪৭৫ হেক্টর (৬,১১৬ একর) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩১,৩৪১ |
• জনঘনত্ব | ১,৩০০/বর্গকিমি (৩,৩০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৯.৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৫৮ ৬৫ ৭১ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
সম্পাদনামৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন পৃথিমপাশা। পশ্চিমে টিলাগাঁও ও হাজীপুর ইউনিয়ন পূূূর্বে কর্মধা ইউনিয়ন, উত্তরে রাউৎগাঁও ইউনিয়ন দক্ষিণে ভারতের আসাম।
ইতিহাস ও ঐতিহ্য
সম্পাদনাএই অনুচ্ছেদটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। |
পৃথিমপাশা নবাব পরিবারের পৃথিমপাশা গ্রামের নামানুসারে ইউনিয়নটির নামকরণ করা হয়। ১৪৯৯ সালে, বৃহত্তর খোরাসানের একজন পশতুন সম্ভ্রান্ত ব্যক্তি প্রিন্স সখি সালামত নামে পরিচিত কুলাউড়ার পৃথিমপাশায় বসতি স্থাপন করেন। একজন ধনী সম্ভ্রান্ত ব্যক্তি হওয়া; দিল্লির লোদি সুলতানদের দ্বারা তিনি মৌজা পৃথিম্পাসায় একটি জায়গির প্রদান করেন যেখান থেকে তিনি পৃথিমপাশা পরিবার প্রতিষ্ঠা করেন। তার পুত্র, ইসমাইল খান লোধি, মুঘলদের দ্বারা একটি জায়গির প্রদান করে এবং অন্যান্য মর্যাদাপূর্ণ উপাধি ছাড়াও নবাবের মর্যাদা প্রদান করে।
১৭৫৬ সালে, লংলার নবাব মৌলভী মুহাম্মদ রবি খান দানিশমান্দ বিখ্যাত রাবির বাজার (রবির হাট) প্রতিষ্ঠা করেন। ছোট সাহেব বাড়ীর (পৃথিমপাশা গ্রাম) বেগম তালিব-উন-নিসা খাতুন রবির বাজার জামে মসজিদ প্রতিষ্ঠা করেন।
১৮৫৭ সালের ব্রিটিশ বিরোধী সিপাহী বিদ্রোহে, ৩০০ জন সিপাহী যারা ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, তারা চট্টগ্রামের কোষাগার লুট করে এবং পৃথিমপাশার নবাব গৌস আলী খানের কাছে আশ্রয় নেয়। কোষাগার বেশ কয়েকদিন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল। কানিহাটির আলী হায়দার ইবনে আলী গওহরের দাদা আব্দুল গফুর বিদ্রোহের সময় উপস্থিত ছিলেন।
১৯৫০ সালে, ইরানের শাহ, মোহাম্মদ রেজা পাহলভি, পৃথিমপাশা পরিদর্শন করেন এবং প্রাসাদে চার দিন অবস্থান করেন এবং খাজা নাজিমুদ্দিন এবং আইয়ুব খানের সাথে এস্টেট বনে বন্যপ্রাণী শিকারে যান।
আয়তন ও জনসংখ্যা
সম্পাদনাশিক্ষা প্রতিষ্টান
সম্পাদনা১.মনু মডেল কলেজ
২. আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ
৩. রবিরবাজার ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা
৪.হায়দরগন্জ উচ্চ বিদ্যালয়
৫.গণকিয়া আলিম মাদ্রাসা
৬.সুলতান পুর বালিকা উচ্চ বিদ্যালয়
৭.রাজনগর উচ্চ বিদ্যালয়
৮.পুরসাই জুনিয়র বিদ্যালয়
৯.দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
১০.সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়
১১.সুলতান পুর আক্তার উদ্দীন মেহেরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়
১২.রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
১৩.নন্দির গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
১৪.আলী নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
১৫.কানাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়
১৬. আহমদ সোহান সোনালী উচ্চ বিদ্যালয়
১৭. গণকিয়া হাফিজিয়া মাদ্রাসা
১৮. গণকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
দর্শনীয় স্থান
সম্পাদনা- পৃথিমপাশা জমিদার বাড়ি
- রবিরবাজার মসজিদ
- বৃন্দারানীর দিঘি
- বিজিবি ক্যাম্প
- আলীনগর-ভারত সীমান্ত
- রাজাপুর সেতু (মনু ব্রীজ)
- মনু নদী
- রাজার দিঘি
- মুদিপুর কবরস্থান
- শুকনা ছড়া নদী
গ্রাম তালিকা সমূহ
সম্পাদনা৩৮টি গ্রাম নিয়ে ১২ নং পৃথিমপাশা ইউনিয়ন গঠিত।
- টেকিগাঁও
- দেওগাঁও
- পুরষাই
- বড়বাড়ী
- ভাটগাঁও
- গণিপুর
- মুদিপুর
- দৌলতপুর
- সুলতানপুর
- হাসামপুর
- ঘরগাঁও
- পৃথিমপাশা -১
- পৃথিমপাশা-২
- রবিরবাজার
- কানিকিয়ারী
- ইটাহরি
- সদপাশা
- ইউসুফ সদর
- সুজাপুর
- রাজনগর-১
- রাজনগর -২
- নন্দিরগ্রাম
- কলিরকোন-১
- ছৈদল বাজার
- কানাইটিকর
- আলীনগর
- আমুলী
- করইগ্রাম
- কলিরকোনা-২
- গজভাগ
- ধলিয়া
- বাখরনগর
- রাজাপুর
- সম্মান
- শালিকা
- ধামুলী
- লুটাবিল
- গনকিয়া
- শিকড়িয়া
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনাচেয়ারম্যানগণের তালিকা
সম্পাদনাক্রমিক নং | নাম | মেয়াদ কাল | মন্তব্য |
---|---|---|---|
০১ | আলী ইয়াওর খান | ||
০২ | আলী সফদর খান | ||
০৩ | মোহাম্মদ মাহবুবুর রহমান চৌধুরী নটু মিয়া | ||
০৪ | মোহাম্মদ আব্দুল ওয়াহিদ | ১৯৭৩-১৯৮৭ | আলাউদ্দিন আহমদ ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন |
০৫ | মোঃ আব্দুল গফুর | ২৮/২/১৯৮৮ - ২২/৮/১৯৮৯ | |
০৬ | মোহাম্মদ ইছহাক আলী | ২৩/৮/১৯৮৯ - ৩১/৩/১৯৯২ | |
০৭ | আলী নকী খান | ১/৪/১৯৯২ - ৪/২/১৯৯৮ | |
০৮ | মোহাম্মদ আব্দুল লতিফ | ৫/২/১৯৯৮ - ৩/৩/২০০৩ | |
০৯ | আলী নকী খান | ৪/৩/২০০৩ - ১/৮/২০১১ | |
১০ | মোহাম্মদ আব্দুল লতিফ | ২/৮/২০১১ - ১/৮/২০১৬ | |
১১ | আলী বাকর খান হাসনাইন | ২/৮/২০১৬ - ১৭/১/২০২১ | |
১২ | জিমিউর রহমান চৌধুরী | ১৮/১/২০২১ - বর্তমান |
ক্রমিক নং | শিরোনাম | পদবি | ওয়ার্ড নং |
১ | এম জিমিউর রহমান চৌধুরী | ইউপি চেয়ারম্যান | |
২ | সুষমা রানী বৈদ্য | মেম্বার | ১,২,৩ |
৩ | মোছাঃ আমেনা আক্তার | মেম্বার | ৪,৫,৬ |
৪ | নেহার বেগম | মেম্বার | ৭,৮,৯ |
৫ | মোঃ কিবরিয়া হোসেন | মেম্বার | ১ |
৬ | মোঃ আব্দুল মতিন | মেম্বার | ২ |
৭ | গোলাম হোসেন | মেম্বার | ৩ |
৮ | মোহাম্মদ সেলিম আহমদ চৌধুরী | মেম্বার | ৪ |
৯ | মোঃ উম্মর আলী | মেম্বার | ৫ |
১০ | মোঃ মনির মিয়া | মেম্বার | |
১১ | মোহাম্মদ কবির উদ্দিন | মেম্বার | ৭ |
১২ | মোঃ তাহির আলী | মেম্বার | ৮ |
১৩ | মোঃ সাহিন মিয়া | মেম্বার | ৯ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পৃথিমপাশা ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "পৃথিমপাশা ইউনিয়ন"। prithimpassaup.moulvibazar.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-২৯।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |