শরীফপুর ইউনিয়ন, কুলাউড়া
শরীফপুর ইউনিয়ন বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১]
শরীফপুর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে শরীফপুর ইউনিয়ন, কুলাউড়ার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°২১′৪৩.৯৯৯″ উত্তর ৯১°৫৭′৩৭.০০১″ পূর্ব / ২৪.৩৬২২২১৯৪° উত্তর ৯১.৯৬০২৭৮০৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | মৌলভীবাজার জেলা |
উপজেলা | কুলাউড়া উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ৩,২২৬ হেক্টর (৭,৯৭১ একর) |
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী) | |
• মোট | ২৩,৭৩৪ |
• জনঘনত্ব | ৭৪০/বর্গকিমি (১,৯০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৫৮ ৬৫ ৮৯ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
আয়তন
সম্পাদনাশরীফপুর ইউনিয়নের আয়তন প্রায় ৭৬৯২ একর।
অবস্থান
সম্পাদনাশরীফপুর ইউনিয়ন কুলাউড়া উপজেলার দক্ষিনে অবস্হিত এবং সীমান্ত এলাকা।শরীফপুর ইউনিয়নের উত্তরে হাজীপুর ও পৃথিমপাশ ইউনিয়ন অবস্হিত,পশ্চিমে প্বার্শবর্তী উপজেলা কমলগন্জ অবস্হিত এবং পূর্ব ও দক্ষিনে ভারতের ত্রিপুরা রাজ্য অবস্হিত।
প্রশাসনিক এলাকা
সম্পাদনা৩১টি গ্রাম নিয়ে শরীফপুর ইউনিয়ন পরিষদ গঠিত।[২]
- লালারচক
- সঞ্জবপুর
- সহ্জরপুর
- হরিপুর
- শরীফপুর
- খিদিরপুর
- তেলিবিল
- চাঁনপুর
- বাগজুর
- পূর্বভাগ
- তিলকপুর চা বাগান
- পালকীছাড় চা বাগান
- চাতলাপুর চা বাগান (পূর্ব টিলা)
- চাতলাপুর চা বাগান (বাসা টিলা)
- চাতলাপুর চা বাগান (বাইগুন টিলা)
- চাতলাপুর চা বাগান (বাজার টিলা)
- চাতলাপুর চা বাগান (টাংকি টিলা)
- চাতলাপুর চা বাগান (বাউরী টিলা)
- চাতলাপুর চা বাগান (মুরগী টিলা)
- চুয়াল্লিশ পাট্টা
- চেংগুয়া
- তিলকপুর
- মানগাঁও
- সোনাপুর
- ইটার ঘাট
- কালারায়ের চক
- চাড়িযার ঘাট
- মনোহরপুর
- দত্তগ্রাম
- নিশ্চিন্তপুর
- মাদানগর
ইতিহাস ঐতিহ্য
সম্পাদনাশরীফপুরের অনেক ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। এখানে শায়িত রয়েছেন ৩৬০ আউলিয়ার অন্যতম শাহ শামসু উদ্দিন, (রহ)।স্বাধীনতা যুদ্ধে এ ইউনিয়নের রয়েছে বীরত্বগাথা ইতিহাস।
কৃর্তীমান ব্যক্তিবর্গ
সম্পাদনাজনাব,মোহাম্মদ আব্দুস শহীদ। সাবেক যুগ্ন সচিব,বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনাশরীফপুর ইউনিয়নের জনসংখ্যা ২১৪৫৪ জন। পুরুষঃ১০৯২৬ জন এবং মহিলাঃ১০৫২৮ জন।
শিক্ষা
সম্পাদনাশরীফপুর ইউনিয়নের শিক্ষার হার আনুমানিক ৫২% হবে। ২ টি উচ্চ বিদ্যালয় রয়েছে। কয়েকটি টাইটেল মাদ্রাসা রয়েছে এর মধ্যে অন্যতম হলঃ তেলিবিল টাইটেল মাদ্রাস,আমতলাবাজার টাইটেল মাদ্রাসা,মনোহরপুর মাদ্রাসা,মাদানগর দারুর রাশাদ মাদ্রাসা এবং আরো ১০ টির মত মাদ্রাসা রয়েছে। অধিকাংশ গ্রামে প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
বাণিজ্য
সম্পাদনাকুলাউড়া উপজেলাার প্রতন্ত্য একটি ইউনিয়ন শরীফপুর, এই ইউনিয়নে মৌলভীবাজার জেলার একমাত্র চাতলা স্হল শুল্ক ষ্টেশন ও ইমিগ্রেশন চেকপোস্ট অবস্হিত।চাতলা চেকপোস্ট দিয়ে ভারতের সাথে আমদানি রপ্তানি করে বৎসরে শত শত কোটি টাকা রাজস্ব আয় হচ্ছে এবং হাজার হাজার লোক বছরে ভারত ও বাংলাদেশে ভিসা নিয়ে যাতায়াত করে থাকেে যা থেকেও বাংলাদেশ সরকার প্রচুর অর্থ রাজস্ব পেয়ে থাকে।
আয়ের উৎস
সম্পাদনাঅধিকাংশ মানুষের আয়ের উৎস প্রবাসী,কৃষি ও চাকুরীজীবি।
জনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান চেয়ারম্যান-
মোঃ খলিলুর রহমান খলিল
দত্তগ্রামে সংঘর্ষ
সম্পাদনাদত্তগ্রাম শরীফপুর ইউনিয়নের একটি অন্তর্গত একটি গ্রাম। ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তের একেবারে কাছে এর অবস্থান। মৌলভীবাজারের অন্যতম নদী মনু নদীরে পাশে এই গ্রামের অবস্থান। আগের দিন গ্রামে হানা দেয় পাকবাহিনী পরের দিন পরিকল্পনা মতো ভারত থেকে মুক্তিবাহিনীর ১৭ জনের দলে নদী পার হয়ে গ্রামে ঢুকে হতভম্ব হয়ে যান। পুরো গ্রাম জুড়ে আগুন আর আগুন। তার যখন গ্রাম অবস্থান করছিলেন এমন সময় ২ দিক থেকে আক্রমণ করে পাকিস্তান বাহিনী । ৪৫ মিনিট ধরে চলে প্রচণ্ড গুলাগুলি। এসময় আসলাম নামে একজন মুক্তিযোদ্ধা ভারতীয় সীমান্ত পেরিয়ে সংবাদ নিয়ে গেলে মুক্তিবাহিনীর বিরাট একটি দল সাহায্যের জন্য এগিয়ে আসলে পিছুহঠে পাকিস্তানী বাহিনী।
বিজিবি ক্যাম্প
সম্পাদনাবাংলাদেশের সীমান্ত রক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে শরীফপুর ইউনিয়নে ৫ টি বিজিবি ক্যাম্প রয়েছে।
হাট বাজার
সম্পাদনাবটতলা বাজার,আমতলাবাজার,চাতলাপুর বাজার,তিলকপুর বাজার, নছিরগন্জ বাজার,ঘাটের বাজার, উল্লেখযোগ্য
প্রধান নদী
সম্পাদনামনু নদী।
দর্শনীয় স্হান
সম্পাদনাচাতলাপুর চেকপোষ্ট, চা বাগান,রাবার বাগান,পূর্বভাগ শাহ শামসু উদ্দিন (রহ)মাজার।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "শরীফপুর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "কুলাউড়া উপজেলার গ্রামের তালিকা"। probangla.com। জুয়েল আহমেদ লিটন। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২৫।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |