রঙ্গলাল সেন (২৪ সেপ্টেম্বর, ১৯৩৩ - ১০ ফেব্রুয়ারি, ২০১৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক এবং জাতীয় অধ্যাপক ছিলেন।[১] ছাত্রজীবন থেকেই প্রগতিশীল রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি ছাত্র ইউনিয়নের সদস্য ছিলেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। ১৯৯১ সালে পার্টির ৫ম কংগ্রেসে কন্ট্রোল কমিশনের সদস্য এবং রমনা থানা কমিটির সভাপতি নির্বাচিত হন।[২] সমাজতান্ত্রিক ব্যবস্থার বিপর্যয়ের পর পার্টিতে যে বিপর্যয় আসে তা রোধ করা এবং পার্টির ঐক্য বজায় রাখার জন্য তিনি সেসময় নিরলস প্রচেষ্টা গ্রহণ করেন। ১৯৯৩ সালের জুন মাসে বিলোপবাদীরা পার্টি পরিত্যাগ করলে পার্টিতে বিভক্তি আসে। কমরেড সেন বিভক্তির পর নিজেকে কোন অংশে যুক্ত করেননি। তবে আদর্শের প্রতি তিনি ছিলেন অবিচল।

রঙ্গলাল সেন
জন্ম২৪ সেপ্টেম্বর, ১৯৩৩
ঢাকা, বাংলাদেশ
মৃত্যু১০ ফেব্রুয়ারি, ২০১৪
জাতীয়তা বাংলাদেশ
পেশাঅধ্যাপক
পিতা-মাতারমন চন্দ্র সেন (পিতা), গিরিবালা সেন (মাতা)

কর্মজীবন সম্পাদনা

১৯৩৩ সালের ২৪ সেপ্টেম্বর মৌলভীবাজার সদর উপজেলার ত্রৈলোক্যবিজয় নামক গ্রামে জন্মগ্রহণ করেন।[২] ১৯৬৪ সালে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। পরের বছর ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগ দেন। ১৯৭৭ সালে ইংল্যান্ডের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[১] অধ্যাপক সেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রভোস্ট, বিশ্ববিদ্যালয় সিনেট ও একাডেমিক পরিষদের সদস্য ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে ১৯৯৩ সালে নিয়মিত অবসর গ্রহণ করেন। এরপর পাঁচ বছর তিনি চুক্তিভিত্তিক শিক্ষকতা করেছেন।[৩]

মৃত্যু সম্পাদনা

তিনি ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি চট্টগ্রামের সার্জিস্কোপ হাসপাতালে মারা যান।

গ্রন্থতালিকা সম্পাদনা

  • বাংলাদেশের সামাজিক স্তরবিন্যাস (১৯৮৫)
  • Political Elites in Bangladesh (বাংলাদেশের রাজনৈতিক গণ্যমান্য) (১৯৮৬)
  • সমাজ কাঠামো পুঁজিবাদ ও সমাজতন্ত্র (১৯৯৭)
  • বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় (২০০৩)
  • প্রারম্ভিক সমাজবিজ্ঞান (২০০৩)
  • সিভিল সোসাইটি, রাষ্ট্র ও অন্যান্য (২০০৬)

অনুবাদ সম্পাদনা

  • মানুষের সমাজ (১৯৭২)
  • সমাজবিজ্ঞান (১৯৭৩)[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "জাতীয় অধ্যাপক রঙ্গলাল সেন আর নেই"। ১২ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৪ 
  2. সমাজবিজ্ঞানী রঙ্গলাল সেন আর নেই সিপিবির শোক[অকার্যকর সংযোগ]
  3. জাতীয় অধ্যাপক রঙ্গলাল সেনের মৃত্যু
  4. (সৈয়দ মোহাম্মদ শাহেদ সম্পাদিত বাংলা একাডেমী লেখক অভিধান, বাংলা একাডেমী ঢাকা, সেপ্টেম্বর, ২০০৮; পৃষ্ঠা-৩৩৪।)