পতনঊষার ইউনিয়ন

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

পতনঊষার ইউনিয়ন বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।[][]

পতনঊষার
ইউনিয়ন
২নং পতনঊষার ইউনিয়ন
পতনঊষার সিলেট বিভাগ-এ অবস্থিত
পতনঊষার
পতনঊষার
পতনঊষার বাংলাদেশ-এ অবস্থিত
পতনঊষার
পতনঊষার
বাংলাদেশে পতনঊষার ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°২৫′৫০.০০২″ উত্তর ৯১°৫২′৫৭.০০০″ পূর্ব / ২৪.৪৩০৫৫৬১১° উত্তর ৯১.৮৮২৫০০০০° পূর্ব / 24.43055611; 91.88250000 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলামৌলভীবাজার জেলা
উপজেলাকমলগঞ্জ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানঅলি আহমদ খান
আয়তন
 • মোট৬০.৯১ বর্গকিমি (২৩.৫২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী)
 • মোট২৩,০১৫
 • জনঘনত্ব৩৮০/বর্গকিমি (৯৮০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৫৮ ৫৬ ৬৬
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান ও সীমানা

সম্পাদনা

উত্তর পশ্চিমে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়ন এবং উত্তর পূর্বে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের সীমান্ত এলাকায় অবস্থিত। কমলগঞ্জ উপজেলা পরিষদ থেকে পতনঊষার ইউনিয়নের দূরত্ব ১২ কিলোমিটার।

ইতিহাস

সম্পাদনা

১৯৫৮ সালে আইয়ুব খান এর মৌলিক গণতন্ত্র নীতির আলোকে পাকিস্তান জাতীয় ও প্রাদেশিক পরিষদের প্রাক্তন সদস্য, দানশীল ব্যক্তিত্ব মো. কেরামত আলীর পরামর্শক্রমে ও পাকিস্তান জাতীয় পরিষদের প্রাক্তন সদস্য মোহাম্মদ মুহিবুর রহমান এর পরিকল্পনামতে পতনঊষার ইউনিয়ন এর সীমানা নির্ধারিত হয়।

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

গ্রাম সমূহ:

সম্পাদনা
পতনঊষার গুঞ্জরকান্দি রসুলপুর
শ্রীসূর্য্য টিলাগড় রামেশ্বরপুর
পূর্ব শ্রীসূর্য্য নোওয়াগাও চন্দ্রপুর
ধুপাটিলা মনসুরপুর জগন্নাথপুর
পশ্চিম শ্রীসূর্য্য ব্রাম্মনউষার সোনারগাও বলরাম পুর
হালাবাদি শ্রীমতপুর দুর্গাপুর
উসমানগড় অনন্তপুর লক্ষীপুর
বৈদ্যনাথপুর দক্ষিণ পল্কী বৃন্দাবনপুর
দরগাহপুর শ্রীরামপুর পালিতকোনা
গোবিন্দপুর আফছলগতি গোপীনগর
বৃন্দাবনপুর রাধাগোবিন্দপুর মিনারাই
কান্দিগাও নিজ বৃন্দাবনপুর বৈরাগীরচক
মহেশপুর নওয়াগাও নন্দগ্রাম
পেকুপাড়া মীর্জাপুর রশিদপুর
টিকরপাড়া কবিরাজী রামচন্দ্রপুর

আয়তন ও জনসংখ্যা

সম্পাদনা

আয়তন: ২৩.৫২ বর্গ মাইল। জনসংখ্যা: ৩৬৪৯৪ জন।

শিক্ষা

সম্পাদনা

শিক্ষার হার : ৭৫%।

শিক্ষা প্রতিষ্ঠান

প্রাথমিক বিদ্যালয় : সরকারী- ১২টি, রেজি- ০২টি।
মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক বিদ্যালয় : ০২টি।
মাদ্রাসা (এবতেদায়ী, দাখিল, আলিম, ফাযিল) : ০৯টি।
মহাবিদ্যালয় : ০২টি।

দর্শনীয় স্থান

সম্পাদনা

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

সম্পাদনা

জনপ্রতিনিধি

সম্পাদনা

বর্তমান চেয়ারম্যান- অলি আহমদ খান

চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নির্বাচিত চেয়ারম্যানগণের নাম মেয়াদ
০১ আব্দুস সত্তার ১০ মার্চ ১৯৬০-১৩ সেপ্টেম্বর ১৯৬৫
০২ মোঃ ইন্তাজ আলী ১৩ সেপ্টেম্বর ১৯৬৫-২২ ফেব্রুয়ারি ১৯৭২
০৩ ইলিয়াছুর রহমান চৌধুরী ১৪ ফেব্রুয়ারি ১৯৭৪-২৩ ফেব্রুয়ারি ১৯৭৭
৪০ জহির উদ্দিন চৌধুরী ২৩ ফেব্রুয়ারি ১৯৭৭-২০ ফেব্রুয়ারি ১৯৮৯
৫০ ইলিয়াছুর রহমান চৌধুরী ২০ ফেব্রুয়ারি ১৯৮৯-২৮ মে ১৯৯২
৬০ জহির উদ্দিন চৌধুরী ২৪ নভেম্বর ১৯৯২-৫ ফেব্রুয়ারি ১৯৯৮
৭০ আব্দুল আহাদ চৌধুরী ৫ ফেব্রুয়ারি ১৯৯৮-৫ সেপ্টেম্বর ২০০২
৮০ এখলাছুর রহমান ২৩ মার্চ ২০০৩-৯ আগস্ট ২০১১
৯০ সেলিম আহমদ চৌধুরী ৯ আগস্ট ২০১১-৯ আগস্ট ২০১৬
১০ তওফিক আহমদ বাবু ৯ আগস্ট ২০১৬-১০ ফেব্রুয়ারি ২০২২
১১ অলি আহমদ খান ১১ ফেব্রুয়ারি ২০২২ থেকে বর্তমান

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "পতনঊষার ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২০ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "কমলগঞ্জ উপজেলা"বাংলাপিডিয়া। ৩ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০