ফেব্রুয়ারি
<< | ফেব্রুয়ারি | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ||
২০২৪ |
জানুয়ারি · | ফেব্রুয়ারি · | মার্চ · | এপ্রিল · | মে · | জুন · | জুলাই · | আগস্ট · | সেপ্টেম্বর · | অক্টোবর · | নভেম্বর · | ডিসেম্বর |
ফেব্রুয়ারি হচ্ছে গ্রেগরীয় ও জুলিয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরের দ্বিতীয় মাস। এটাই ইংরেজি বছরের সবচেয়ে ছোট মাস এবং একমাত্র মাস যার দিনসংখ্যা ত্রিশের কম। অধিবর্ষে এমাসে মোট ২৯ দিন আর অন্যান্য সময়ে ২৮ দিন।
উত্তর গোলার্ধে ফেব্রুয়ারি হচ্ছে শীতের তৃতীয় মাস আর দক্ষিণ গোলার্ধে এটি অনেকটা উত্তর গোলার্ধে আগস্ট মাসের সমতুল্য (অর্থাৎ গ্রীষ্মের তৃতীয় মাস) সাধারণ বছরে ফেব্রুয়ারি, মার্চ আর নভেম্বর মাসের প্রথম তারিখ একই বার থাকে। সেসময় এই মাস আর জানুয়ারির শেষ দিন এক বার পড়ে। অধিবর্ষের সময় ফেব্রুয়ারি আর আগস্ট মাস একই বার দিয়ে শুরু হয়। এই মাসের একটি মজার দিক হচ্ছে অধিবর্ষ হোক আর নাই হোক, ফেব্রুয়ারি মাসের শেষ দিন যে বার থাকে, অক্টোবর মাসের শেষ দিন সেই একই বার থাকে।
ইতিহাস
সম্পাদনারোমান ক্যালেন্ডারে ফেব্রুয়ারি ঠাঁই পেয়েছিল ফেব্রুয়ারিয়াস নামে। এই ফেব্রুয়ারিয়াস শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ ফেব্রুয়াম থেকে, যার অর্থ বিশুদ্ধতা। জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস দুটি রোমান বর্ষপঞ্জিতে সবার শেষে যুক্ত হয়েছিলো। জানা যায় ৭১৩ খ্রিস্টপূর্বাব্দে নিউমা পম্পিলিয়াস এই মাস দুটি যুক্ত করেন। সেসময় ফেব্রুয়ারি ছিল বছরের শেষ মাস। পরবর্তীতে ডেসিমভার্সের সময়কালে (প্রায় ৪৫০ খ্রি.পূ.) এটিকে বছরের দ্বিতীয় মাস করা হয় এবং আজ পর্যন্ত এই মাসটি সেই স্থানেই রয়ে গেছে। শুরুর দিকে ফেব্রুয়ারির দিনসংখ্যায় নানা পরিবর্তন হয়েছে। কখনো এর দিনসংখ্যা ধরা হয়েছে ২৩ দিন, কখনো ২৪ দিন আবার কখনোবা ২৭ দিন। বেশ পরে যখন জুলিয়ান ক্যালেন্ডারে সংশোধনী আনা হয় এবং নিয়মিতভাবে অধিবর্ষ গণনা শুরু হয় তখন ফেব্রুয়ারি তার পরিচিত ২৮ দিনের রূপটি লাভ করে।
ঐতিহাসিক নামাবলী
সম্পাদনা- প্রাচীন ইংরেজিতে ফেব্রুয়ারিকে ডাকা হত সোলমোনাথ (কাদার মাস) বা কেলমোনাথ (বাঁধাকপির মাস)।
- ফিনিশ ভাষায় এমাসকে বলা হত হেলমিক্যু বা মুক্তার মাস। শীতের দেশে এমাসে দিনে বরফ গলে পাতার ডগায় বিন্দু বিন্দু শিশির জমে। রাতের বেলা এই শিশির যখন ঠাণ্ডায় শক্ত হয়ে যায়, তখন তা দেখতে মুক্তার মতো লাগে, এজন্যই এমন নাম।
- পোলিশ ভাষায় এই মাসের নাম ছিল ল্যুটি বা বরফের মাস।
- ম্যাকডোনিয়ানরা ফেব্রুয়ারিকে বলতো সেচকো বা কাঠ কাটার মাস।
- ক্রোয়েশিয়ায় এই মাসকে বলা হত ভেলজ্যাকা। এই শব্দটির মানে জানা যায় না। সম্ভবত এটি বৃদ্ধি থেকে উদ্ভূত। সেক্ষেত্রে ব্যাখ্যা হতে পারে প্রতি ৪ বছর পর পর ফেব্রুয়ারির দিন সংখ্যা এক বেড়ে যায় বলে হয়ত একে ভেলজ্যাকা বলা হত।
বিশেষ দিবসসমূহ
সম্পাদনা- অন্ধকার ইতিহাসের মাস (যুক্তরাষ্ট্র ও কানাডা)
- জাতীয় পাখি-খাদ্যদান মাস : (যুক্তরাষ্ট্র)
- স্বাধীনতা দিবস (শ্রীলঙ্কা) : ৪ ফেব্রুয়ারি
- আব্রাহাম লিংকনের জন্মদিন : ১২ ফেব্রুয়ারি
- ভালোবাসা দিবস : ১৪ ফেব্রুয়ারি
- সুন্দরবন দিবস(বাংলাদেশ) : ১৪ ফেব্রুয়ারি
- পতাকা দিবস: (কানাডা) : ১৫ ফেব্রুয়ারি
- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস : ২১ ফেব্রুয়ারি
- স্বাধীনতা দিবস (সেন্ট লুসিয়া) : ২২ ফেব্রুয়ারি
- জর্জ ওয়াশিংটনের জন্মদিন : ২২ ফেব্রুয়ারি
- স্বাধীনতা দিবস (এস্তোনিয়া) : ২৪ ফেব্রুয়ারি
- পতাকা দিবস (মেক্সিকো) : ২৪ ফেব্রুয়ারি
- বিজয় দিবস (কুয়েত) : ২৬ ফেব্রুয়ারি
- পরিবার দিবস (কানাডা) : তৃতীয় সোমবার
- বিশ্ব পরিণয় দিবস : দ্বিতীয় রবিবার
ফেব্রুয়ারির প্রতীকসমূহ
সম্পাদনা- এ মাসের জন্মফুল হচ্ছে ভায়োলা বা ভায়োলেট।[১]
- এ মাসের জন্মপাথর হচ্ছে অ্যামেথিস্ট। এই পাথরটিকে দয়া, মনুষ্যত্ব, জ্ঞান ও কর্তব্যবোধের প্রতীক বলে বিবেচনা করা হয়।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৫ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৩।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩০ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- The Straight Dope: How come February has only 28 days? ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ এপ্রিল ২০০৮ তারিখে
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |