২৫ ফেব্রুয়ারি
তারিখ
<< | ফেব্রুয়ারি | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ||
২০২৪ |
২৫ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৫৬তম দিন। বছর শেষ হতে আরো ৩০৯ (অধিবর্ষে ৩১০) দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
সম্পাদনা- ১৩৮ - রোমান সম্রাট হাড্রিয়ান আন্তোনিউস পাইউসকে দত্তক নেন।
- ৬২৮ - দ্বিতীয় খসরু তার পুত্র দ্বিতীয় কাভাদ কর্তৃক ক্ষমতাচ্যুত হন।
- ১৫৮৬ - সম্রাট আকবরের সভাকবি বীরবল নিহত হন।
- ১৭৫৩ - বৃটিশ চিকিৎসক রিচার্ড হকিস্টি এস্কোরবেট রোগ নিরাময়ের উপায় আবিষ্কার করেন।
- ১৭৭৪ - ক্রিকেট খেলার আইন-কানুন সূত্রবদ্ধ হয়।
- ১৮৩৬ - স্যামুয়েল কোল্ট কোল্ট রিভলবারের প্যাটেন্ট পান।
- ১৮৪৭ - স্টেট ইউনিভার্সিটি অব আইওয়া প্রতিষ্ঠিত হয়।
- ১৮৬২ - মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম কাগজের মুদ্রা চালু হয়।
- ১৯০৮ - হাডসন নদীর নিচ দিয়ে প্রথম টানেল খুলে দেওয়া হয়।
- ১৯১৬ - প্রথম বিশ্বযুদ্ধ: জার্মানরা ফ্রান্সের ফর দুয়ামোঁ নামক দুর্গ দখল করে নেয়।
- ১৯২৬ - ফ্রান্সিসকো ফ্রাঙ্কো ফ্রান্সের জেনারেল মনোনীত হন।
- ১৯৩২ - অ্যাডলফ হিটলার জার্মান নাগরিকত্ব লাভ করেন।
- ১৯৩৩ - জাপান লীগ অফ নেশনস্ পরিত্যাগ করে।
- ১৯৩৮ - লর্ড হ্যালিফ্যাঙ্ ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী হন।
- ১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: তুরস্ক জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
- ১৯৪৫ - মার্কিন বিমান টোকিও আক্রমণ করে।
- ১৯৫৪ - সিরিয়ায় প্রেসিডেন্ট আদিব আল শিশাকলির স্বৈরাচারি সরকারের বিরুদ্ধে গণ-বিদ্রোহ শুরু হয়।
- ১৯৫৪ - জামাল আবদেল নাসের মিশরের প্রধানমন্ত্রী হন।
- ১৯৭২ - প্রথম অনারব মুসলিম দেশ দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।
- ১৯৭৭ - কুমিল্লার ময়নামতিতে ১৩শ’ বছর আগের স্বর্ণমুদ্রার সন্ধান পাওয়া যায়।
- ১৯৮৬ - ফিলিপাইনের স্বৈরাচারি শাসক ও ‘আজীবন প্রেসিডেন্ট’ ফার্ডিনান্ড মার্কোস সপরিবারে দেশ থেকে পালিয়ে যান।
- ১৯৮৬ - কোরাজন অ্যাকুইনো ফিলিপাইনের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
- ১৯৯১ - মার্কিন নেতৃত্বাধীন মিত্র বাহিনীর হাতে ২০ হাজার ইরাকি সেনা বন্দী হয়।
- ১৯৯১ - ন্যাটো জোটের প্রতিদ্বন্দ্বি ওয়ারশো জোটের দেশগুলো এই সামরিক জোটকে বিলুপ্ত ঘোষণা করেন।
- ১৯৯১ - উপসাগরীয় যুদ্ধ: ইরাকি স্কাড ক্ষেপণাস্ত্র সৌদি আরবের দাহরানে মার্কিন সামরিক ঘাটিতে আঘাত করে ফলে ২৮জন মার্কিন সেনা নিহত হয়।
- ১৯৯৪ - হেবরন মসজিদ হত্যাকাণ্ড: পশ্চিম তীরের হেবরন শহরে ইব্রাহিমী মসজিদে গোলাগুলির ঘটনায় ২৯জন ফিলিস্তিনি নিহত ও ১২৫জন আহত হয়।
- ১৯৯৪ - অধিকৃত ফিলিস্তিনের আলখলিল শহরে হযরত ইব্রাহীম (আঃ)’র মাজারে একজন উগ্র ইহুদিবাদী নামাজরত রোজাদারদের ওপর গুলি চালালে ২৯ জন শহীদ এবং আরো অনেক ফিলিস্তিনী আহত হয়।
- ২০০৯ - ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহ সংঘটিত হয়।
জন্ম
সম্পাদনা- ২০০৪ আবু সাঈদ
- ১৬৪৩ - উসমানীয় সুলতান দ্বিতীয় আহমেদ (মৃত্যু ১৬৯৫)
- ১৬৪৪ - টমাস নিউকমেন, ইংরেজ আবিষ্কারক (মৃত্যু ১৭২৯)
- ১৭৭৮ - হোজে দে সান মার্টিন, আর্জেন্টাইন জেনারেল এবং পেরুর প্রথম রাষ্ট্রপতি। (মৃত্যু ১৮৫০)
- ১৮৪১ - ফরাসি চিত্রশিল্পী ও ভাস্কর পিয়ের-অগ্যুস্ত রেনোয়া জন্মগ্রহণ করেন।
- ১৮৪২ - জার্মান লেখক কবি ও নাট্যকার কার্ল মে জন্মগ্রহণ করেন।
- ১৮৫৫ - অস্ট্রেলীয় ক্রিকেটার জর্জ জন বোনর জন্মগ্রহণ করেন।
- ১৮৬৬ - ইতালীয় দার্শনিক ও রাজনীতিবিদ বেনেডেটো ক্রকে জন্মগ্রহণ করেন।
- ১৮৭৩ - ইতালিয়ান আমেরিকান অভিনেতা এনরিকো কারুসো জন্মগ্রহণ করেন।
- ১৯০৭ - তুর্কি সাংবাদিক, লেখক ও কবি সাবাহাতিন আলী জন্মগ্রহণ করেন।
- ১৯১৬ - খ্যাতিমান বাঙালি ভাস্কর শঙ্খ চৌধুরী।(মৃ.২০০৬)
- ১৯১৭ - ইংরেজ লেখক, কবি, নাট্যকার ও সমালোচক অ্যান্থনি বার্জেস জন্মগ্রহণ করেন।
- ১৯২৪ - হিউ হাক্সলি, ইংরেজ-মার্কিন জীববিজ্ঞানী (মৃত্যু ২০১৩)
- ১৯৪৩ - জর্জ হ্যারিসন, বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান একজন জনপ্রিয় গায়ক এবং গিটারবাদক।
- ১৯৪৮ - ইতালিয়ান লেখক আলডো বুসি জন্মগ্রহণ করেন।
- ১৯৫৩ - স্পেনীয় শিক্ষাবিদ, রাজনীতিবিদ হোসে মারিয়া আযনার জন্মগ্রহণ করেন।
- ১৯৫৫ - লিয়ান হানলেই, হলিউড অভিনেত্রী।
- ১৯৭১ - আমেরিকান অভিনেতা, পরিচালক ও প্রযোজক সেয়ান আস্টিন জন্মগ্রহণ করেন।
- ১৯৭৪ - লরি ফর্টিয়েই, মার্কিন অভিনেত্রী।
- ১৯৭৪ - দিব্যা ভারতী, একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
- ১৯৮১ - পার্ক জি-সুং, একজন দক্ষিণ কোরীয় ফুটবল খেলোয়াড়।
- ১৯৮১ - শহীদ কাপুর, বলিউড অভিনেতা।
- ১৯৮৬ - অলিভার ফেলপস, হ্যারি পটার চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত অভিনেতা।
- ১৯৮৭ - নাটালি ড্রাইফাস, হলিউড অভিনেত্রী।
- ১৯৯০ - ব্রাজিলিয়ান ফুটবল খেলোয়াড় জেফারসন আল্ভেস অলিভেইরা জন্মগ্রহণ করেন।
- ১৯৯৩ - সৌম্য সরকার , একজন বাংলাদেশি , ক্রিকেটার ।
- ১৯৯৭ - আমেরিকান অভিনেত্রী ইসাবেল ফুহরমান জন্মগ্রহণ করেন।
মৃত্যু
সম্পাদনা- ১৪৯৫ - সুলতান জেম, উসমানীয় রাজনীতিবিদ (জন্ম ১৪৫৯)
- ১৬৩৪ - অস্ট্রীয় সাধারণ ও রাজনীতিবিদ আলব্রেশট ভন ওয়ালেন্সটেইন মৃত্যুবরণ করেন।
- ১৭১৩ - প্রুশিয়ার রাজা প্রথম ফ্রেডরিক মৃত্যুবরণ করেন।
- ১৭২৩ - ইংরেজ স্থপতি ক্রিস্টোফার রেন মৃত্যুবরণ করেন।
- ১৮৬৪ - মাকির্ন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উইলিয়াম হেনরী হ্যারিসনের সহধর্মনী ও মার্কিন রাষ্ট্রপতি বেনজামিন হ্যারিসনের নানী অ্যানা হ্যারিসন মৃত্যুবরণ করেন।
- ১৮৬৬ - ইতালীয় দার্শনিক বেনোদেত্তো ক্রোচে মৃত্যুবরণ করেন।
- ১৮৭৪ - ভারতীয় বাঙালি বিচারপতি দ্বারকানাথ মিত্র প্রয়াত হন।(জ.১৮৩৩)
- ১৮৯৯ - রয়টার সংবাদ সংস্থার জনক পল রয়টার মৃত্যুবরণ করেন। (জ.১৮১৬)
- ১৯৫০ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ডাক্তার জর্জ রিচার্ডস মিনট মৃত্যুবরণ করেন।
- ১৯৫৩ - সের্গেই উইনোগ্রাডস্কি, ইউক্রেনীয়-রুশ অণুজীববিজ্ঞানী ও বাস্তুতন্ত্রবিদ (জন্ম ১৮৫৬)
- ১৯৫৬ - ইরানের বিখ্যাত শিক্ষাবিদ ও কবি আলী আকবর দেহখোদা মৃত্যুবরণ করেন।
- ১৯৫৭ - সুনির্মল বসু বাঙালি শিশুসাহিত্যিক ও কবি।(জ.২০/০৭/১৯০২)
- ১৯৬৫ - ফিলিপ বেবিংটন, ব্রিটিশ বিমান বাহিনীর অফিসার (জন্ম ১৮৯৪)
- ১৯৬৬ - জেমস ডি. নরিস, মার্কিন ব্যবসায়ী (জন্ম ১৯০৬)
- ১৯৭১ - নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ রসায়নবিদ থিওডোর সভেডবার্গ মৃত্যুবরণ করেন।
- ১৯৭৫ - এলাইজা মুহাম্মদ, মার্কিন ধর্মীয় নেতা (জন্ম ১৮৯৭)
- ১৯৮৩ - নাট্যকার টেনেসি উইলিয়াম মৃত্যুবরণ করেন।
- ১৯৯৩ - ইরানের প্রখ্যাত আলেম ও ধর্মতত্ত্ববিদ আয়াতুল্লাহ মির্যা হাশেম আমোলী মৃত্যুবরণ করেন।
- ১৯৯৭ - ক্যাল আব্রামস, মার্কিন বেসবল খেলোয়াড় (জন্ম ১৯২৪)
- ১৯৯৯ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ গ্লেন থিওডোর সিবোর্গ মৃত্যুবরণ করেন।
- ২০০৩ - ইতালিয়ান অভিনেতা আলবার্তো সরডি মৃত্যুবরণ করেন।
- ২০০৯ - আমেরিকান লেখক ফিলিপ হোসে ফার্মের মৃত্যুবরণ করেন।
- ২০১২ - মার্থা স্টুয়ার্ট, মার্কিন অভিনেত্রী (জন্ম ১৯২২)
- ২০১২ - সুইডিশ অভিনেতা ও পরিচালক এরলান্দ জোসেফসন মৃত্যুবরণ করেন।
- ২০১৪ - স্প্যানিশ গিটার, গীতিকার ও প্রযোজক পাকো ডে লুসিয়া মৃত্যুবরণ করেন।
- ২০১৫ - ইউজেন ক্লার্ক, মার্কিন জীববিজ্ঞানী (জন্ম ১৯২২)
- ২০১৫ - টেরি গিল, ইংরেজ-অস্ট্রেলীয় অভিনেতা (জন্ম ১৯৩৯)
- ২০১৯ - নিখিল সেন, বাংলাদেশের একজন প্রতিথযশা নাট্যকার ও সংস্কৃতিকর্মী (জন্ম ১৯৩১)
ছুটি ও অন্যান্য
সম্পাদনা- জাতীয় দিবস (কুয়েত),
- সোভিয়েত দখল দিবস (জর্জিয়া),
- বিপ্লব দিবস (সুরিনাম)
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে ২৫ ফেব্রুয়ারি সংক্রান্ত মিডিয়া রয়েছে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |