হেবরন মসজিদ হত্যাকাণ্ড

হেবরন মসজিদ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল ২৫ ফেব্রুয়ারি ১৯৯৪ সালে[১]।ইহুদিবাদি ইসরাইলের উগ্রপন্থি ইহুদিরা এই হত্যাকাণ্ড ঘটায়।তখন ইসরাইলের প্রধানমন্ত্রী ছিলেন আইজ্যাক রবিন।যখন ফিলিস্তিনের মুসলমানরা মসজিদ ই ইব্রাহিম এ নামাজ পড়তেছিল।২৯ জন উগ্রপন্থি মিলে ১২৫ জন মুসলমানকে হত্যা করে।ওটা ছিল রমযান মাস এবং পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ইসরাইলের সেনাবাহিনি আরও ১৯ জন মুসলমানকে হত্যা করে।

হেবরন মসজিদ হত্যাকাণ্ড
হেবরন মসজিদ ২০০৯ সালে
তারিখ২৫ ফেব্রুয়ারি ১৯৯৪ (1994-02-25)
লক্ষ্যমুসলমান আরাধক
হামলার ধরনইহুদি ধর্মীয় সন্ত্রাসবাদ,
গণ হত্যা
ব্যবহৃত অস্ত্রআইএমআই গালিল
নিহত৩০ (অপরাধী সহ)
আহত১২৫
হামলাকারীবারূক গোল্ডস্টেইন

তথ্যসূত্র সম্পাদনা

  1. Yoram Peri, The Assassination of Yitzhak Rabin, Stanford University Press, 2000, pp.100-103 : The Hebron massacre in perspective.