ইব্রাহিমী মসজিদ

ফিলিস্তিনের মসজিদ

ইব্রাহিমী মসজিদ (Hebrew: מערת המכפלה, Me'arat ha-Machpela, ইংরেজি: Cave of the Patriarchs / Cave of Machpelah, trans. "দুই সমাধির গুহা"); কুলপিতাদের গুহা‌ বা আল-হারাম আল-ইবরাহিমি (আরবি: الحرم الإبراهيمي, Al-Haram Al-Ibrahimi) বলেও পরিচিত। এটি ফিলিস্তিনের পুরাতন হেবরন (আল-খলিল) শহরের মধ্যস্থলে হেবরন পাহাড়ে অবস্থিত ভূঅভ্যন্তরস্থ কামরার সারি।Gen. 23:17-19Gen. 50:13 তাওরাতকুরআনের সাথে সম্পর্কিত লোককথা অনুযায়ী নবী ইবরাহিম এই গুহা ও পার্শ্ববর্তী ক্ষেত্র দাফনের জন্য ক্রয় করেছিলেন।

ইব্রাহিমী মসজিদ
হিব্রু ভাষায়: מערת המכפלה‎, আরবি: الحرم الإبراهيمي
দক্ষিণ দিক
ইব্রাহিমী মসজিদ পশ্চিম তীর-এ অবস্থিত
ইব্রাহিমী মসজিদ
পশ্চিম তীরে অবস্থান
বিকল্প নামকেভ অফ ম্যাকফিলার
ইব্রাহীমের সমাধিস্থল
অবস্থানহেবরন
অঞ্চলপশ্চিম তীর
ধরনসমাধি, মসজিদ
ইতিহাস
সংস্কৃতিআইয়ুবী, হিব্রু, বাইজেন্টাইন, ক্রুসেড

সম্মানিত স্থাপনা

সম্পাদনা

ইহুদি এবং মুসলিম উভয় ধর্মের অনুসারীদের নিকট ইব্রাহিমী মসজিদ একটি সম্মানিত স্হাপনা । বিশ্বাস করা হয়, এ মসজিদের পাশে হযরত ইব্রাহিম, হযরত ইসহাক, হযরত ইয়াকুব ও হযরত ইউসুফের কবর রয়েছে। ২০১৭ সালে মসজিদটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে ইউনেস্কো[][]

চিত্রশালা

সম্পাদনা
 
ইব্রাহিমী মসজিদের পাশে ইব্রাহিমের স্মৃতিস্তম্ভ

তথ্যসূত্র

সম্পাদনা