ইব্রাহিমী মসজিদ
ফিলিস্তিনের মসজিদ
ইব্রাহিমী মসজিদ (Hebrew: מערת המכפלה, , ইংরেজি: Cave of the Patriarchs / Cave of Machpelah, trans. "দুই সমাধির গুহা"); কুলপিতাদের গুহা বা আল-হারাম আল-ইবরাহিমি (আরবি: الحرم الإبراهيمي, ) বলেও পরিচিত। এটি ফিলিস্তিনের পুরাতন হেবরন (আল-খলিল) শহরের মধ্যস্থলে হেবরন পাহাড়ে অবস্থিত ভূঅভ্যন্তরস্থ কামরার সারি।Gen. 23:17-19Gen. 50:13 তাওরাত ও কুরআনের সাথে সম্পর্কিত লোককথা অনুযায়ী নবী ইবরাহিম এই গুহা ও পার্শ্ববর্তী ক্ষেত্র দাফনের জন্য ক্রয় করেছিলেন।
বিকল্প নাম | কেভ অফ ম্যাকফিলার ইব্রাহীমের সমাধিস্থল |
---|---|
অবস্থান | হেবরন |
অঞ্চল | পশ্চিম তীর |
ধরন | সমাধি, মসজিদ |
ইতিহাস | |
সংস্কৃতি | আইয়ুবী, হিব্রু, বাইজেন্টাইন, ক্রুসেড |
সম্মানিত স্থাপনা
সম্পাদনাইহুদি এবং মুসলিম উভয় ধর্মের অনুসারীদের নিকট ইব্রাহিমী মসজিদ একটি সম্মানিত স্হাপনা । বিশ্বাস করা হয়, এ মসজিদের পাশে হযরত ইব্রাহিম, হযরত ইসহাক, হযরত ইয়াকুব ও হযরত ইউসুফের কবর রয়েছে। ২০১৭ সালে মসজিদটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে ইউনেস্কো।[১][২]