১০ ফেব্রুয়ারি
তারিখ
<< | ফেব্রুয়ারি | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ||
২০২৪ |
১০ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৪১তম দিন। বছর শেষ হতে আরো ৩২৪ (অধিবর্ষে ৩২৫) দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
সম্পাদনা- ১৭৬৩ - ফ্রান্স গ্রেট বৃটেন এবং স্পেনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সাত বছরের একটি যুদ্ধের পরি সমাপ্তি ঘটে।
- ১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় জাপান।
- ১৯৭৪ - স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি হয়।
- ১৯৭৯ - ইমাম খোমেনী (রহ:) এর নেতৃত্বে ইরানে ইসলামী বিপ্লবের চূড়ান্ত বিজয় সম্পন্ন হয় এবং আড়াই হাজার বছরের রাজতন্ত্রের উচ্ছেদ করা হয়।
- ১৯৯৬ - আইবিএম সুপার কম্পিউটার ডীপ ব্লু ১ম বারের মতো দাবা খেলায় গ্যারী কাসপারভকে পরাজিত করে।
- ২০১২ - সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনী নিজ বাসায় খুন হন।
জন্ম
সম্পাদনা- ১৮৪৭ - নবীনচন্দ্র সেন, বাংলা সাহিত্যের একজন কবি।(মৃ.১৯০৯)
- ১৮৮৭ : শ্যামমোহিনী দেবী , নিখিল ভারত নারীশিক্ষা পরিষদের প্রতিষ্ঠাত্রী ।(মৃ.২৬/০২/১৯৮০)
- ১৮৯০ - বরিস পাস্তেরনাক, রাশিয়ার লেখক, সাহিত্যে নোবেল জয়ী। (মৃত্যু: ১৯৬০)
- ১৮৯৪ - হ্যারল্ড ম্যাকমিলান, ব্রিটিশ প্রধানমন্ত্রী, ১৯৫৭-১৯৬৩। (মৃত্যু: ১৯৮৬)
- ১৮৯৭ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ভাইরাসবিদ জন ফ্রাঙ্কলিন এন্ডারস, জন্মগ্রহণ করেন।(মৃ.১৯৮৫)
- ১৮৯৮ - জার্মান নাট্যকার বের্টল্ট ব্রেখট জন্মগ্রহণ করেন।(মং.১৯৫৬)
- ১৯০২ - নোবেল পুরস্কার বিজয়ী চীনা বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী ওয়াল্টার হাউজার ব্র্যাটেইন জন্মগ্রহণ করেন।
- ১৯০৩ - পি কে রোজি, ভারতের মালয়লম সিনেমার প্রথম অভিনেত্রী। (মৃ.১৯৮৮)
- ১৯১০ - নোবেল পুরস্কার বিজয়ী বেলজিয়ান খ্রীষ্টান ভিক্ষু ডমিনিকুয়ে পিড়ে জন্মগ্রহণ করেন।
- ১৯৩৮ - আব্দুল জব্বার, বাংলাদেশী সঙ্গীত শিল্পী। (মৃত্যু: ২০১৭)
- ১৯৪১ - ইংরেজ পরিচালক ও প্রযোজক মাইকেল আপ্টেড জন্ম গ্রহণ করেন।
- ১৯৪২ : ভারতের বাঙালি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় এর জন্মদিন
- ১৯৫০ - মার্ক স্পিটজ্, আমেরিকান সাঁতারু।
- ১৯৬২ - সাবেক বাংলাদেশী ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খান জন্মগ্রহণ করেন।
- ১৯৬৭ - আমেরিকান অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক লরা ডেরন জন্মগ্রহণ করেন।
- ১৯৭২ - সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার মাইকেল স্কট কাসপ্রোভিচ জন্মগ্রহণ করেন
- ১৯৮৬ - জাপানি অভিনেত্রী, গায়ক ও মডেল ইয়ুই ইচিকাওয়া জন্মগ্রহণ করেন।
- ১৯৮৬ - কলম্বিয়ান ফুটবলার রাদামেল ফ্যালকাও গারসিয়া জারাতে জন্মগ্রহণ করেন।
মৃত্যু
সম্পাদনা- ১৭৫৫ - ফরাসি আইনজীবী ও দার্শনিক মন্টেসকুইয়েউ মৃত্যুবরণ করেন।
- ১৮৩৫ - শারীরবৃত্তবিদ এবং সামুদ্রবিদ ভিক্টর হ্যানসেন পরলোকগমন করেন।
- ১৮৩৭ - রাশিয়ান কবি ও লেখক আলেকজান্ডার সের্গেইয়েভিচ পুশকিন মৃত্যুবরণ করেন ।
- ১৮৯১ - রাশিয়ান বংশোদ্ভূত সুইডিশ গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী সোফিয়া কভালেভস্কায়া মৃত্যুবরণ করেন।
- ১৯১২ - জোসেফ লিস্টার, ব্রিটিশ শল্যচিকিৎসক এবং আধুনিক শল্যচিকিৎসার জনক। (জ.১৮২৭)
- ১৯১৮ - ওসমানীয় সাম্রাজ্যের সুলতান আবদুল হামিদের (দ্বিতীয়) মৃত্যুবরণ করেন।
- ১৯১৮ - নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান সৈনিক ও সাংবাদিক আর্নেস্তো টেরডোরো মনেটা মৃত্যুবরণ করেন।
- ১৯২৩ - উইলিয়াম কনরাড রন্টজেন, একজন জার্মান পদার্থবিদ।(জ.১৮৪৫)
- ১৯৩০ - অক্ষয়কুমার মৈত্রেয়, বাঙালি ইতিহাসবিদ।(জ.১৮৬১)
- ১৯৪৪ - প্রসিদ্ধ হোমিওপ্যাথিক ঔষধ ব্যবসায়ী, সমাজসেবী ও দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য। (জ.০১/১২/১৮৫৮)
- ১৯৬৮ - ১৯৬৮ : বাঙালি চিত্রশিল্পী মনীন্দ্রভূষণ গুপ্ত র প্রয়াণ দিবস।(জ.১৮৯৮)
- ১৯৭৪ - পাহাড়ী সান্যাল একজন বাঙালি চলচ্চিত্র অভিনেতা । (জ.২২/০২/১৯০৬)
- ২০০৫ - আর্থার মিলার, মার্কিন নাট্যকার, প্রবন্ধকার এবং লেখক।
- ২০০৯ - আমেরিকান লেখক লেইলা হাদলেয় মৃত্যুবরণ করেন।
- ২০১৩ - ইংরেজ ফুটবল খেলোয়াড় বিল বিশ্রাম মৃত্যুবরণ করেন।
- ২০১৪ - আমেরিকান অভিনেত্রী, গায়ক, ড্যান্সার ও কূটনীতিক শার্লি মন্দির মৃত্যুবরণ করেন
- ২০১৫ - জার্মান কার্ডিনাল ও ধর্মতত্ত্ববিদ কার্ল জোসেফ বেকার মৃত্যুবরণ করেন।
- ২০১৬ -অরবিন্দ মুখোপাধ্যায়, ভারতের বাঙালি চলচ্চিত্র পরিচালক ।(জ.১৮/০৬/১৯১৮)
- ২০২১ - তুহিনকান্তি ঘোষ, ভারতীয় বাঙালি সাংবাদিক।
ছুটি ও অন্যান্য
সম্পাদনা- বিশ্ব ডাল দিবস
বহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |