জন ফ্রাঙ্কলিন এন্ডারস
চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরষ্কার বিজয়ী
জন ফ্রাঙ্কলিন এন্ডারস একজন মার্কিন বিজ্ঞানী। তাকে "আধুনিক প্রতিষেধকের জনক" বলা হয়। তিনি ১৯৫৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
জন ফ্রাঙ্কলিন এন্ডারস | |
---|---|
![]() | |
জন্ম | ওয়েস্ট হার্টফোর্ড, কানেকটিকাট | ১০ ফেব্রুয়ারি ১৮৯৭
মৃত্যু | ৮ সেপ্টেম্বর ১৯৮৫ ওয়াটারফোর্ড, কানেকটিকাট | (বয়স ৮৮)
জাতীয়তা | মার্কিন |
প্রাক্তন ছাত্র | হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ইয়েল বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | culturing poliovirus, isolating measlesvirus, developing measles vaccine |
উল্লেখযোগ্য পুরস্কার | চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার, ১৯৫৪ |
জীবনীসম্পাদনা
এন্ডারস কানেকটিকাটের ওয়েস্ট হার্টফোর্ডে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৩০ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
সম্মাননাসম্পাদনা
প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রীডম, ১৯৬৩