আগস্ট
<< | আগস্ট | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ | ||||
২০২১ |
জানুয়ারি · | ফেব্রুয়ারি · | মার্চ · | এপ্রিল · | মে · | জুন · | জুলাই · | আগস্ট · | সেপ্টেম্বর · | অক্টোবর · | নভেম্বর · | ডিসেম্বর |
আগস্ট গ্রেগরীয় ক্যালেন্ডার বা খ্রিস্টীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের অষ্টম মাস। এ মাসে মোট ৩১ দিন।রোমান সম্রাট আগস্টাসের সন্মানে এই মাসের নাম করন করা হয় আগস্ট।
বিশেষ দিবসসমূহসম্পাদনা
- আন্তর্জাতিক যুব দিবস : ১২ আগস্ট
- স্বাধীনতা দিবস (পাকিস্তান) : ১৪ আগস্ট
- স্বাধীনতা দিবস (ভারত) : ১৫ আগস্ট
- জাতীয় শোক দিবস (বাংলাদেশ) : ১৫ আগস্ট
- আন্তর্জাতিক মানবতা দিবস : ১৯ আগস্ট
তথ্যসূত্রসম্পাদনা
বহিঃসংযোগসম্পাদনা
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
আগস্ট
জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট
"আগস্ট" এই মাস আমরা সকলেই একটু থেমে যায়, এটিকে আমরা অষ্টম মাস বলি,
সকল ভারতীয় দের এই মাসটি একটা আবেগ, উচ্ছ্বসিত, ও আনন্দর দিন, এই মাসেই আমরা এক স্বাধীনতার গন্ধ পাই, যেনো বিপ্লবীদের শরণাপন্ন করে থাকি এই মাসে,যেনো ক্ষুদিরাম আশে ফিরে, এই মাসে যেনো সকল বিপ্লব ফিরে আসে, এই মাস ছুয়ে যায় ভোলা নাথ এর মাস ধরে, এই মাসে সোমবার যেনো বাবা আসে ফিরে, পাশে যেনো মা তারা উঠে আসে, যেনো কৌশিক আমাবার্সা হয়ে মা সকল এর মঙ্গল করে, বাঙালি যেনো এক পুজোর গন্ধ পাই যেন মনে হয় এই তো র তো এক মাস তার পর দুর্গা পুজো, যেনো এক আবেগ, অনুভূতি, তাই 11 মাস পরে আগস্ট যেনো আবার ফিরে আসে, যেনো আগস্ট ক্ষুদিরাম হয়ে আসে, যেনো আগস্ট স্বাধীনতা নিয়ে আসো, যেনো আগস্ট বিপ্লবীদের কে নিয়ে আসো, যেনো আগস্ট পুজো নিয়ে এসো,
আগস্ট তুমি 12 মাসের ভিড়ে আবার ফিরে এসো, "আগস্টের আবেগ"