৬ আগস্ট
তারিখ
<< | আগস্ট | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ | ||||
২০২১ |
৬ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২১৮তম (অধিবর্ষে ২১৯তম) দিন। বছর শেষ হতে আরো ১৪৭ দিন বাকি রয়েছে।
ঘটনাবলীসম্পাদনা
- ১৮২৫ - ল্যাটিন আমেরিকার দেশ বলিভিয়া স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।
- ১৮৯০ - নিউ ইয়র্কে এক খুনির মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সর্বপ্রথম বৈদ্যুতিক চেয়ার ব্যবহৃত হয়।
- ১৯০৬ - বিপিনচন্দ্র পালের সম্পাদনায় বন্দে মাতরম্ (সংবাদপত্র) প্রথম প্রকাশিত হয়।
- ১৯১৪ - রাশিয়ার বিরুদ্ধে অস্ট্রিয়া যুদ্ধ ঘোষণা করে।
- ১৯১৪ - কলকাতা থেকে দৈনিক বসুমতী প্রথম প্রকাশিত হয়।
- ১৯২৪ - মিত্র ও সহযোগী শক্তির সাথে তুরস্কের লোজান চুক্তি (Traité de Lausanne) কার্যকরী হয়।
- ১৯৪৫ - মিত্র শক্তি আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরে পারোমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায়
- ১৯৬২ - যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীন হয় পশ্চিম ভারতীয় দ্বীপ জ্যামাইকা।
- ১৯৯১ - ষোল বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় ।
- ১৯৯৬ - ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা সংক্রান্ত ডামাটো আইন অনুমোদন লাভ করে।
জন্মসম্পাদনা
- ১৮০৯ - ইংরেজ কবি লর্ড আলফ্রেড টেনিসন।
- ১৮৬৫ - হান্নাহ চ্যাপলিন, ইংরেজ অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী এবং চার্লি চ্যাপলিনের মাতা। (মৃ. ১৯২৮)
- ১৮৮১ - নোবেলজয়ী [১৯৪৫] স্কটিশ জীবাণুতত্ত্ববিদ বিখ্যাত বিজ্ঞানী স্যার আলেকজান্ডার ফ্লেমিং।
- ১৮৮৪ - কার্তিকচন্দ্র দাশগুপ্ত বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক ।(মৃ.২৭/০২/১৯৬৫)
- ১৮৯৫ - নটসূর্য অহীন্দ্র চৌধুরী।
- ১৯১১ - নরম্যান গর্ডন, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। (মৃ. ২০১৪)
- ১৯১১ - লুসিল বল, মার্কিন অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী, মডেল, চলচ্চিত্র-স্টুডিও নির্বাহী ও প্রযোজক। (মৃ. ১৯৮৯)
- ১৯১৭ - রবার্ট মিচাম, মার্কিন অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, লেখক, কবি, সুরকার ও গায়ক। (মৃ. ১৯৯৭)
- ১৯২৮ - অ্যান্ডি ওয়ারহল, মার্কিন ভিজুয়াল আর্ট আন্দোলনের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ও চলচ্চিত্র পরিচালক। (মৃ. ১৯৮৭)
- ১৯২৯ - আবদুল গফুর হালী, বাংলাদেশী গীতিকার, সুরকার ও লোকশিল্পী। (মৃ. ২০১৬)
- ১৯৬২ - মিশেল ইয়ো, মালয়েশীয় অভিনেত্রী।
- ১৯৭০ - এম নাইট শ্যামালান, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার।
- ১৯৭৩ - ভেরা ফারমিগা, মার্কিন অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক, ও প্রযোজক।
- ১৯৮৪ - জেসি রাইডার, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার।
মৃত্যুসম্পাদনা
- ১৬৩৭ - ইংরেজ কবি ও নাট্যকার বেন জনসন।
- ১৬৬০ - দিয়েগো বেলাসকেস, স্পেনীয় চিত্রশিল্পী। (জ. ১৫৯৯)
- ১৯২৫ - ভারতের জাতীয়তাবাদী রাজনীতিবিদ স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।(জ.১০/১১/১৮৪৮)
- ১৯৪১ - নোবেলজয়ী [১৯১৩] কবি রবীন্দ্রনাথ ঠাকুর।
- ১৯৫৭ - নোবেলজয়ী [১৯৩২] মার্কিন রসায়নবিদ আরভিং ল্যাংম্যুয়ির।
- ১৯৫৯ - মোহাম্মদ হোসেন খসরু, ভারতীয় সঙ্গীতজ্ঞ। (জ. ১৯০৩)
- ১৯৭৩ - ফুলগেনসিও বাতিস্তা, কিউবার রাষ্ট্রপতি, একনায়ক ও সৈনিক নেতা। (জ. ১৯০১)
- ১৯৮১ - ভূপেশ গুপ্ত, বাঙালি, কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা এবং বিশিষ্ট সাংসদ। (জ.২০/১০/ ১৯১৪)
- ২০০২ - এড্সগার ডাইকস্ট্রা, ওলন্দাজ কম্পিউটার বিজ্ঞানী। (জ. ১৯৩০)
- ২০০৪ - সাংবাদিক, সাহিত্যিক সন্তোষ গুপ্ত।
ছুটি ও অন্যান্যসম্পাদনা
- হিরোশিমা দিবস
- রবীন্দ্রপ্রয়াণ দিবস
বহিঃসংযোগসম্পাদনা
উইকিমিডিয়া কমন্সে ৬ আগস্ট সংক্রান্ত মিডিয়া রয়েছে। |