রবার্ট মিচাম
রবার্ট চার্লস ডারমান মিচাম (ইংরেজি: Robert Charles Durman Mitchum; ৬ আগস্ট ১৯১৭ - ১ জুলাই ১৯৯৭)[১] ছিলেন একজন মার্কিন অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, লেখক, কবি, সুরকার ও গায়ক। তিনি কয়েকটি ধ্রুপদী নোয়া চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতির শিখরে আরোহণ করেন। তিনি ১৯৫০ ও ১৯৬০-এর দশকে খলনায়কদের অগ্রদূত ছিলেন। তিনি তার অভিনীত আউট অব দ্য পাস্ট (১৯৪৭), দ্য নাইট অব দ্য হান্টার (১৯৫৫) ও কেপ ফিয়ার (১৯৬২) চলচ্চিত্রের জন্য সর্বাধিক পরিচিত।[২] দ্য স্টোরি অব জি.আই. জো (১৯৪৫) ছবিতে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারে মনোনীত হন।
রবার্ট মিচাম | |
---|---|
Robert Mitchum | |
![]() ১৯৪৯ সালের জুলাইয়ে মিচাম | |
জন্ম | রবার্ট চার্লস ডারমান মিচাম ৬ আগস্ট ১৯১৭ ব্রিজপোর্ট, কানেটিকাট, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ১ জুলাই ১৯৯৭ সান্তা বারবারা, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৭৯)
সমাধি | ছাই প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে দেওয়া হয়েছে |
জাতীয়তা | মার্কিন |
পেশা | অভিনেতা, লেখক, সুরকার, গায়ক |
কর্মজীবন | ১৯৪২-১৯৯৭ |
দাম্পত্য সঙ্গী | ডরোথি স্পেন্স (বি. ১৯৪০; মৃ. ১৯৯৭) |
সন্তান | ৩ |
স্বাক্ষর | |
![]() |
মিচাম ১৯৯২ সালে গোল্ডেন গ্লোব সেসিল বি. ডামিল পুরস্কার অর্জন করেন। ১৯৯৯ সালে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের ধ্রুপদী মার্কিন চলচ্চিত্রের সেরা পুরুষ তারকা তালিকায় তিনি ২৩তম স্থান অধিকার করেন।[৩]
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "Robert Mitchum"। বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। ২৩ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৮।
- ↑ রস, গ্রায়েম (৪ আগস্ট ২০১৭)। "The reluctant movie star: 10 essential Robert Mitchum films"। দি ইন্ডিপেন্ডেন্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৮।
- ↑ "AFI's 100 Years...100 Stars"। এএফআই। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট। ১৩ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৮।
বহিঃসংযোগ সম্পাদনা
উইকিমিডিয়া কমন্সে রবার্ট মিচাম সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- ইন্টারনেট মুভি ডেটাবেজে রবার্ট মিচাম (ইংরেজি)
- টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে রবার্ট মিচাম (ইংরেজি)