এএফআইয়ের ১০০ বছর...১০০ তারকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
এএফআইয়ের ১০০ বছর...১০০ তারকা হল এএফআইয়ের ১০০ বছর... ধারাবাহিক-এর একটি অংশ, যেখানে মার্কিন চলচ্চিত্র ইতিহাসের শীর্ষ ২৫ পুরুষ ও নারী পর্দা কিংবদন্তির নাম তালিকাবদ্ধ করা হয়েছে। ১৯৯৯ সালের ১৫ই জুন আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট সিবিএস টেলিভিশনের এক বিশেষ অনুষ্ঠানে এই তালিকা প্রকাশ করে। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন শার্লি টেম্পল।
১৯৯৮ | 100 Movies |
---|---|
১৯৯৯ | ১০০ তারকা |
২০০০ | 100 Laughs |
২০০১ | 100 Thrills |
২০০২ | 100 Passions |
২০০৩ | 100 Heroes & Villains |
২০০৪ | 100 Songs |
২০০৫ | 100 Movie Quotes |
২০০৫ | 25 Scores |
২০০৬ | 100 Cheers |
২০০৬ | ২৫ সঙ্গীতধর্মী |
২০০৭ | 100 Movies (Updated) |
২০০৮ | এএফআইয়ের ১০ শীর্ষ ১০ |
সকল অভিনেতা ও অভিনেত্রীগণ হলিউড চলচ্চিত্র শিল্পের সোনালি যুগে অভিনয় করেছেন। পঞ্চাশ জনের মধ্যে নয়জন এই তালিকা প্রকাশের সময় জীবিত ছিলেন। তারা হলেন এলিজাবেথ টেইলর, কার্ক ডগলাস, ক্যাথরিন হেপবার্ন, গ্রেগরি পেক, মার্লোন ব্র্যান্ডো, লরেন বাকল, শার্লি টেম্পল, সোফিয়া লরেন ও সিডনি পোয়াটিয়ে।[১] ২০১৮ সাল পর্যন্ত এই তালিকায় অন্তর্ভুক্ত জীবিত অভিনয়শিল্পীরা হলেন কার্ক ডগলাস, লরান বাকল ও সিডনি পোয়েটিয়ে।
৫০জন সেরা পর্দার কিংবদন্তির তালিকা: শীর্ষ ২৫ পুরুষ এবং শীর্ষ ২৫ নারী তারকা
সম্পাদনানং | পুরুষ কিংবদন্তি | নারী কিংবদন্তি | ||
---|---|---|---|---|
১ | হামফ্রি বোগার্ট (১৮৯৯–১৯৫৭) |
ক্যাথরিন হেপবার্ন (১৯০৭–২০০৩) |
||
২ | ক্যারি গ্র্যান্ট (১৯০৪–১৯৮৬) |
বেটি ডেভিস (১৯০৮–১৯৮৯) |
||
৩ | জেমস স্টুয়ার্ট (১৯০৮–১৯৯৭) |
অড্রি হেপবার্ন (১৯২৯–১৯৯৩) |
||
৪ | মার্লোন ব্রান্ডো (১৯২৪–২০০৪) |
ইংরিদ বারিমান (১৯১৫–১৯৮২) |
||
৫ | ফ্রেড অ্যাস্টেয়ার (১৮৯৯–১৯৮৭) |
গ্রেটা গার্বো (১৯০৫–১৯৯০) |
||
৬ | হেনরি ফন্ডা (১৯০৫–১৯৮২) |
মেরিলিন মনরো (১৯২৬–১৯৬২) |
||
৭ | ক্লার্ক গ্যাবল (১৯০১–১৯৬০) |
এলিজাবেথ টেইলর (১৯৩২–২০১১) |
||
৮ | জেমস ক্যাগনি (১৮৯৯–১৯৮৬) |
জুডি গারল্যান্ড (১৯২২–১৯৬৯) |
||
৯ | স্পেন্সার ট্রেসি (১৯০০–১৯৬৭) |
মারলেনে ডিট্রিশ (১৯০১–১৯৯২) |
||
১০ | চার্লি চ্যাপলিন (১৮৮৯–১৯৭৭) |
জোন ক্রফোর্ড (১৯০৫–১৯৭৭) |
||
১১ | গ্যারি কুপার (১৯০১–১৯৬১) |
বারবারা স্ট্যানউইক (১৯০৭–১৯৯০) |
||
১২ | গ্রেগরি পেক (১৯১৬–২০০৩) |
ক্লডেট কোলবার্ট (১৯০৩–১৯৯৬) |
||
১৩ | জন ওয়েন (১৯০৭–১৯৭৯) |
গ্রেস কেলি (১৯২৯–১৯৮২) |
||
১৪ | লরন্স অলিভিয়ে (১৯০৭–১৯৮৯) |
জিঞ্জার রজার্স (১৯১১–১৯৯৫) |
||
১৫ | জিন কেলি (১৯১২–১৯৯৬) |
মে ওয়েস্ট (১৮৯৩–১৯৮০) |
||
১৬ | অরসন ওয়েলস (১৯১৫–১৯৮৫) |
ভিভিয়েন লেই (১৯১৩–১৯৬৭) |
||
১৭ | কার্ক ডগলাস (জন্ম ১৯১৬) |
লিলিয়ান গিশ (১৮৯৩–১৯৯৩) |
||
১৮ | জেমস ডিন (১৯৩১–১৯৫৫) |
শার্লি টেম্পল (১৯২৮–২০১৪) |
||
১৯ | বার্ট ল্যাঙ্কেস্টার (১৯১৩–১৯৯৪) |
রিটা হেওয়ার্থ (১৯১৮–১৯৮৭) |
||
২০ | মার্ক্স ভ্রাতৃত্রয় শিকো (১৮৮৭–১৯৬১) হার্পো (১৮৮৮–১৯৬৪) গ্রোচো (১৮৯০–১৯৭৭) |
লরেন বাকল (১৯২৪–২০১৪) |
||
২১ | বাস্টার কিটন (১৮৯৫–১৯৬৬) |
সোফিয়া লরেন (জন্ম ১৯৩৪) |
||
২২ | সিডনি পোয়াটিয়ে (জন্ম ১৯২৭) |
জিন হার্লো (১৯১১–১৯৩৭) |
||
২৩ | রবার্ট মিচাম (১৯১৭–১৯৯৭) |
ক্যারল লমবার্ড (১৯০৮–১৯৪২) |
||
২৪ | এডওয়ার্ড জি. রবিনসন (১৮৯৩–১৯৭৩) |
ম্যারি পিকফোর্ড (১৮৯২–১৯৭৯) |
||
২৫ | উইলিয়াম হোল্ডেন (১৯১৮–১৯৮১) |
আভা গার্ডনার (১৯২২–১৯৯০) |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ AFI's 100 Years... 100 Stars: America's Greatest Screen Legends (1999), সংগ্রহের তারিখ ২০১৭-০৮-১৬
বহিঃসংযোগ
সম্পাদনা- "AFI Recognizes the 50 Greatest American Screen Legends" (সংবাদ বিজ্ঞপ্তি)। American Film Institute। জুন ১৬, ১৯৯৯। জানুয়ারি ১৩, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ৩১, ২০১৩।
- List of the 500 nominated star legends
- List of the 50 winning legends