গোল্ডেন গ্লোব সেসিল বি. ডামিল পুরস্কার
সেসিল বি. ডামিল পুরস্কার "বিশ্ব চলচ্চিত্রে অসাধারণ অবদানের" জন্য হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন কর্তৃক প্রদত্ত একটি সম্মানিত গোল্ডেন গ্লোব পুরস্কার। প্রথম এই পুরস্কার প্রদান করা হয় ২১ ফেব্রুয়ারি, ১৯৫২ ৯ম গোল্ডেন গ্লোব পুরস্কার অনুষ্ঠানে এবং প্রথম গ্রহীতা ছিলেন সেসিল বি. ডামিল। প্রতি বছর হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন বোর্ড অফ ডিরেক্টরেরা সম্মানিত বিজয়ীদের নির্বাচন করে। ১৯৭৬ ও ২০০৮ সালের কোন পুরস্কার প্রদান করা হয় নি। জুডি গারল্যান্ড প্রথম নারী হিসেবে এই পুরস্কার লাভ করেন। ৩৯ বছর বয়সে তিনি এই পুরস্কার লাভ করেন এবং তিনিই সর্বকনিষ্ঠ বিজয়ী। স্যামুয়েল গোল্ডউইন ৯৩ বছর বয়সে এই পুরস্কার লাভ করেন এবং তিনি বয়োজ্যেষ্ঠ বিজয়ী। ১৯৮২ সালে সিডনি পোয়াটিয়ে প্রথম আফ্রো-আমেরিকান হিসেবে এই পুরস্কার লাভ করেন।[১]
সেসিল বি ডামিল পুরস্কার | |
---|---|
![]() সেসিল বি ডামিল পুরস্কারের প্রতিমূর্তি | |
বিবরণ | "বিশ্ব চলচ্চিত্রে অসাধারণ অবদানের" জন্য সম্মানিত গোল্ডেন গ্লোব পুরস্কার |
দেশ | যুক্তরাষ্ট্র |
পুরস্কারদাতা | হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন |
প্রথম পুরস্কৃত | ২১ ফেব্রুয়ারি, ১৯৫২ |
বর্তমানে আধৃত | টম হ্যাঙ্কস |
ওয়েবসাইট | GoldenGlobes.org |
সম্মানিত বিজয়ীরাসম্পাদনা
পাদটীকাসম্পাদনা
*২০০৭ সালের আমেরিকার রাইটার্স গিল্ড ধর্মঘট-এর কারণে ২০০৮ সালের অনুষ্ঠান বাতিল করা হয়; হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন ২০০৯ সালের সাথে একত্রে এই বছরের পুরস্কার প্রদান করে।[২]
**উডি অ্যালেনের পুরস্কার গ্রহণ করেন ডায়ান কিটন।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "The Cecil B. DeMille Award"। GoldenGlobes.org। সেপ্টেম্বর ২৪, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ৯, ২০১১।
- ↑ "Spielberg Globe honour 'deferred'"। বিবিসি নিউজ। জানুয়ারি ৯, ২০০৮।
বহিঃসংযোগসম্পাদনা
- Official Golden Globes website ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ আগস্ট ২০১৫ তারিখে