জ্যাক নিকোলসন
জন জোসেফ "জ্যাক" নিকোলসন (জন্ম: ২২ এপ্রিল ১৯৩৭) হলেন একজন মার্কিন চলচ্চিত্র অভিনেতা। নিউরোটিক চরিত্রগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছেন।
জ্যাক নিকোলসন | |
---|---|
২০০১ সালে কান চলচ্চিত্র উৎসবে নিকোলসন | |
জন্ম | জন জোসেফ নিকোলসন ২২ এপ্রিল ১৯৩৭ , |
কর্মজীবন | ১৯৫৭-বর্তমান[১] |
দাম্পত্য সঙ্গী | স্যান্ড্রা নাইট (১৯৬২-৬৮) |
নিকোলসন মোট ১২ বার অস্কার মনোনয়ন লাভ করেছেন যার মধ্যে পুরস্কার পেয়েছেন তিন বার: দুই বার সেরা অভিনেতা এবং এক বার সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে। ওয়াল্টার ব্রেন্যান ও নিকোলসন যৌথভাবে পুরষদের মধ্যে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি বার অস্কার জিতেছেন। আর সামগ্রিকভাবে ক্যাথরিন হেপবার্নের (৪ বার) পরই তার স্থান। এছাড়াও তিনি মাত্র তিন জন মার্কিন অভিনেতার একজন যারা ১৯৬০-এর দশক থেকে শুরু করে প্রতি দশকেই অন্তত তিন বার করে অভিনয়ের জন্য অস্কার মনোনয়ন লাভ করেছেন। অন্য দুজন হলেন মাইকেল কেইন ও পল নিউম্যান। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ইজি রাইডার, ফাইভ ইজি পিসেস, চায়নাটাউন, ওয়ান ফ্লু ওভার দ্য কাকুস নেস্ট, দ্য প্যাসেঞ্জার, দ্য শাইনিং, টার্মস অফ এন্ডিউরমেন্ট, ব্যাটম্যান, আ ফিউ গুড মেন, অ্যাজ গুড অ্যাজ ইট গেট্স, অ্যাবাউট শ্মিট, সামথিংস গটা গিভ এবং দ্য ডিপার্টেড।
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "Jack Nicholson–Retirement Clarification: The Actor Is Retiring from Hitting on Women, Not Acting"। Vanity Fair। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৬।
বহিঃসংযোগ সম্পাদনা
- ইন্টারনেট মুভি ডেটাবেজে জ্যাক নিকোলসন (ইংরেজি)
- Rolling Stone Interview with Jack Nicholson ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ মার্চ ২০০৮ তারিখে
- Jack Nicholson - টিভি ডট কম
- Jack Nicholson Fansite
- The Jackulator 9000 Forums