পল লিওনার্ড নিউম্যান (২৬ জানুয়ারি, ১৯২৫ – ২৬ সেপ্টেম্বর, ২০০৮)[১][২] একজন মার্কিন অভিনেতা,চলচ্চিত্র পরিচালক এবং পেশাদার রেসিংকার চালক। অসংখ্য পুরস্কার জয়ী পল নিউম্যান ১৯৮৬ সালে মার্টিন স্কোরসেজি'র দ্য কালার অফ মানি চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার , এছাড়াও আরো আটটি বিভাগে মনোনয়ন পান। নিউম্যান ৬বার গোল্ডেন গ্লোব পুরস্কার একবার করে বাফটা পুরস্কার, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার, কান চলচ্চিত্র উৎসব পুরস্কার এবং একবার এমি পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পুরস্কার জিতেন। এছাড়াও তিনি স্পোর্টস কার ক্লাব অফ আমেরিকার চালক হিসেবে বেশ কয়েকটি জাতীয় চ্যাম্পিয়নশীপ এবং তার দল অপেন হুইল কার-এ চ্যামপ কার বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পল নিউম্যান
দ্য প্রাইজ চলচ্চিত্রে নিউম্যান
জন্ম
পল লিওনার্ড নিউম্যান

(১৯২৫-০১-২৬)২৬ জানুয়ারি ১৯২৫
মৃত্যু২৬ সেপ্টেম্বর ২০০৮(2008-09-26) (বয়স ৮৩)
ওয়েস্টপোর্ট, কানেক্টিকাট, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যুর কারণফুসফুসের ক্যান্সার
শিক্ষাওহাইও বিশ্ববিদ্যালয়
কেনিয়ন কলেজ
ইয়েল বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেতা, পরিচালক
কর্মজীবন১৯৪৮–২০০৮
দাম্পত্য সঙ্গীজ্যাকি উইটি
(১৯৪৯–১৯৫৮; ডিভোর্স)
জোঅ্যান উডওয়ার্ড
(১৯৫৮–২০০৮)
সন্তানএ্যালান স্কট নিউম্যান (১৯৫০–১৯৭৮)
স্টিফেন নিউম্যান (১৯৫১)
সুসান ক্যান্ডাল নিউম্যান ( ১৯৫৩)
ইলিনর তেরেসা নিউম্যান (১৯৫৯ )
মেলিসা নিউম্যান (১৯৬১)
ক্ল্যার ওলিভিয়া নিউম্যান( ১৯৬৫)

নিউম্যান ১৯৫৮ সালে অভিনেত্রী জোঅ্যান উডওয়ার্ডকে বিয়ে করেন এবং মৃত্যুর আগপর্যন্ত তারা এক সাথেই ছিলেন। তিনি নিউম্যান'স অওন নামের একটা খাবার কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা ছিলেন, যার কর-উত্তর সকল লভ্যাংশ তিনি দাতব্য কাজে ব্যয় করেন।[৩] ২০১৪-এর হিসাব অনুযায়ী, এই অর্থসাহায্যের পরিমাণ ছিল প্রায় ৪০০ মিলিয়ন ইউএস ডলার[৩] তিনি সেফ ওয়াটার নেটওয়ার্ক নামে, প্রয়োজনীয় অঞ্চলে টেকসই পানি সমাধান বিকাশের লক্ষ্যে পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠানেরও সহ-প্রতিষ্ঠাতা ছিলেন।[৪] ১৯৮৮ সালে নিউম্যান সিরিয়াস ফান চিলড্রেন্‌স নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেন, যা বিশ্বব্যাপী সামার ক্যাম্পস কর্মসূচীর আওতায় প্রতিষ্ঠানের সূচনা থেকে গুরুতর অসুস্থ ২৯০,০৭৬ জন শিশুকে সেবা প্রদান করেছে।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Film Star Paul Newman dead at 83"Reuters.com। সেপ্টেম্বর ২৭, ২০০৮। 
  2. "Paul Newman dies at 83"Cable News Network। CNN.com। সেপ্টেম্বর ২৭, ২০০৮। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৭, ২০০৮ 
  3. "Newman's Own Foundation - More than $350 Million Donated Around the World"newmansownfoundation.org 
  4. Kaye, Leon। "How Safe Water Network's Partnership With Companies Benefits the World's Poor"www.triplepundit.com। Triple Pundit। ২৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৪ 
  5. "SeriousFun Network - A Global Community of Camps and Programs - SeriousFun Children's Network"seriousfunnetwork.org। ২২ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৫ 

আরও পড়ুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

গণমাধ্যম ক্ষেত্রের পদ
পূর্বসূরী
অ্যাক্টরস স্টুডিও-এর সভাপতি
১৯৮২–১৯৯৪
উত্তরসূরী
আল পাচিনো
এলেন বার্স্টিন
হার্ভি কাইটেল