হার্ভি কাইটেল

মার্কিন অভিনেতা

হার্ভি কাইটেল (ইংরেজি জন্ম ১৩ই মে ১৯৩৯)[১] হলেন একজন মার্কিন অভিনেতা ও প্রযোজক। তিনি একবার করে একাডেমি পুরস্কারগোল্ডেন গ্লোব পুরস্কারে মনোনীত হয়েছেন এবং একবার দাভিদ দি দনাতেল্লো জয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে থিও আঙ্গেলোপোলসের ইউলিসেস গেজ, মার্টিন স্কোরসেজির মিন স্ট্রিটস, ট্যাক্সি ড্রাইভারদ্য লাস্ট টেম্পটেশন অব ক্রাইস্ট; রিডলি স্কটের দ্য ডুয়েলিস্টসথেলমা অ্যান্ড লুইস; পিটার ইয়েটসের মাদার, জাগস অ্যান্ড স্পিড; কোয়েন্টিন টারান্টিনোর রিজারভয়ার ডগ্‌সপাল্প ফিকশন; জেন ক্যাম্পিয়নের দ্য পিয়ানো; অ্যাবেল ফেরারার ব্যাড লেফটেন্যান্ট; রবার্ট রদ্রিগ্রেজের ফ্রম ডাস্ক টিল ডন; জেমস ম্যানগোল্ডের কপ ল্যান্ড, ওয়েস অ্যান্ডারসনের মুনরাইজ কিংডম, দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেলআইল অব ডগস্‌; এবং পাওলো সরেন্টিনোর ইয়ুথআল পাচিনোএলেন বার্স্টিনের সাথে যৌথভাবে তিনি অ্যাক্টরস স্টুডিওর বর্তমান সভাপতি।[২]

হার্ভি কাইটেল
Harvey Keitel
২০১২ সালে ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবে কাইটেল
জন্ম (1939-05-13) ১৩ মে ১৯৩৯ (বয়স ৮৪)
জাতীয়তামার্কিন
পেশাঅভিনেতা, প্রযোজক
কর্মজীবন১৯৬৭-বর্তমান
দাম্পত্য সঙ্গীড্যাফনা ক্যাস্টনার (বি. ২০০১)
সঙ্গীলরেন ব্রাকো (১৯৮২-১৯৯৩)
সন্তান

প্রারম্ভিক জীবন সম্পাদনা

কাইটেল ১৯৩৯ সালের ১৩ই মে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা হ্যারি কাইটেল ও মাতা মিরিয়াম (ক্লেইন)। তারা দুজনেই আশকেনাজি ইহুদি। তার পিতা পোল্যান্ড ও মাতা রোমানিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Person details for Harvey Kutel"। familyserarch.org। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৮ 
  2. লিপটন, জেমস (১৮ অক্টোবর ২০০৭)। Inside InsideDutton। পৃষ্ঠা 14আইএসবিএন 9780525950356 
  3. শোমার, কারেন (৭ নভেম্বর ১৯৯৩)। "Harvey Keitel Tries A Little Tenderness"দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা

পূর্বসূরী
পল নিউম্যান
অ্যাক্টরস স্টুডিওর সভাপতি
১৯৯৪–বর্তমান
সাথে: আল পাচিনো
এলেন বার্স্টিন
উত্তরসূরী
-