স্যার রিডলি স্কট (ইংরেজি: Ridley Scott; জন্ম: ৩০ নভেম্বর ১৯৩৭) একজন ইংরেজ চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক। তার পরিচালিত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে বিজ্ঞান কল্পকাহিনী ভীতিপ্রদ অ্যালিয়েন (১৯৭৯), নব্য-নোয়ারধর্মী ব্লেড রানার (১৯৮২), পথ রোমাঞ্চকর থেলমা অ্যান্ড লুইস (১৯৯১), ঐতিহাসিক নাট্যধর্মী গ্ল্যাডিয়েটর, যুদ্ধভিত্তিক ব্ল্যাক হক ডাউন (২০০১), ঐতিহাসক মারপিটধর্মী কিংডম অফ হেভেন (২০০৫), অপরাধধর্মী অ্যামেরিকান গ্যাংস্টার (২০০৭) এবং বিজ্ঞান কল্পকাহিনী দ্য মার্শিয়ান (২০১৫)।


রিডলি স্কট
NASA Journey to Mars and “The Martian” (201508180030HQ).jpg
জন্ম (1937-11-30) ৩০ নভেম্বর ১৯৩৭ (বয়স ৮৫)
অন্যান্য নামরিড
আর-স্কট
পেশাচলচ্চিত্র পরিচালকপ্রযোজক
কর্মজীবন১৯৬৫ - বর্তমান
দাম্পত্য সঙ্গীফেলিসিটি হেইউড
(বি. ১৯৬৪; বিচ্ছেদ. ১৯৭৫)

স্যান্ডি ওয়াটসন
(বি. ১৯৭৯; বিচ্ছেদ. ১৯৮৯)

জিয়ান্নিনা ফাসিও (বি. ২০১৫)
সন্তান
আত্মীয়টনি স্কট (ভাই)

স্কট তিনবার শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন, মনোনীত চলচ্চিত্রগুলো হল থেলমা অ্যান্ড লুইস, গ্ল্যাডিয়েটরব্ল্যাক হক ডাউনগ্ল্যাডিয়েটর চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করে এবং ২০১৫ সালের দ্য মার্শিয়ান চলচ্চিত্রের জন্য তিনি আরেকটি মনোনয়ন লাভ করেন। ১৯৯৫ সালে রিডলি এবং তার ভাই টনি চলচ্চিত্রে সেরা ব্রিটিশ অবদানকারী হিসেবে বাফটা অর্জন করেন।[১] ২০০৩ সালে ব্রিটিশ চলচ্চিত্র শিল্পে তার অবদানের জন্য তিনি নাইট উপাধিতে ভূষিত হন।[২] ২০০৪ সালে বিবিসির জরিপে স্কট ব্রিটিশ সংস্কৃতিতে সেরা প্রভাবশালী ব্যক্তিবর্গের তালিকায় ১০ম স্থান অধিকার করেন।[৩] ২০১৫ সালে তিনি লন্ডনের রয়্যাল কলেজ অব আর্ট থেকে সম্মানসূচক ডক্টরেট লাভ করেন এবং ২০১৮ সালে আজীবন অবদানের জন্য বাফটা ফেলোশিপ অর্জন করেন।[৪]

চলচ্চিত্রসমূহসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Outstanding British Contribution To Cinema"। বাফটা। ১২ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২১ 
  2. "Queen knights Gladiator director"বিবিসি নিউজ। ৮ জুলাই ২০০৩। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২১ 
  3. "iPod's low-profile creator tops cultural chart"দি ইন্ডিপেন্ডেন্ট। ১৮ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২১ 
  4. "Sir Ridley Scott gets top Bafta honour"বিবিসি নিউজ। ৩১ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২১ 

বহিঃসংযোগসম্পাদনা