টনি স্কট
টনি স্কট নামে পরিচিত অ্যান্টনি ডেভিড লেইটন স্কট (২১ জুন ১৯৪৪ - ১৯ আগস্ট ২০১২) ছিলেন একজন ইংরেজ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। তিনি মারপিঠধর্মী ও উত্তেজনাপূর্ণ চলচ্চিত্র নির্মাণের জন্য বিখ্যাত। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল টপ গান (১৯৮৬), বেভারলি হিলস কপ টু (১৯৮৭), ট্রু রোম্যান্স (১৯৯৩), ক্রিমসন টাইড (১৯৯৫), এনিমি অব দ্য স্টেট (১৯৯৮), স্পাই গেম (২০০১), দেজা ভু (২০০৬) ও আনস্টপেবল (২০১০)।
টনি স্কট | |
---|---|
Tony Scott | |
জন্ম | অ্যান্টনি ডেভিড লেইটন স্কট ২১ জুন ১৯৪৪ টাইনমাউথ, নর্দামবারল্যান্ড, ইংল্যান্ড |
মৃত্যু | ১৯ আগস্ট ২০১২ | (বয়স ৬৮)
মৃত্যুর কারণ | আত্মহত্যা |
সমাধি | হলিউড ফরেভার সেমেটারি, ক্যালিফোর্নিয়া |
নাগরিকত্ব | ব্রিটিশ |
মাতৃশিক্ষায়তন | রয়্যাল কলেজ অব আর্ট |
পেশা | চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক |
কর্মজীবন | ১৯৬৯–২০১২ |
দাম্পত্য সঙ্গী | গেরি বল্ডি (বি. ১৯৬৭; বিচ্ছেদ. ১৯৭৪) গ্লিনিস স্টনটন (বি. ১৯৮৬; বিচ্ছেদ. ৯১৮৭) ডোনা ডব্লিউ. উইলসন (বি. ১৯৯৪; মৃ. ২০১২) |
সন্তান | ২ |
পরিবার | রিডলি স্কট (ভাই) জেক স্কট (ভাতিজা) জর্ডান স্কট (ভাতিজি) লুক স্কট (ভাতিজা) |
স্কটের ছোট ভাই স্যার রিডলি স্কট একজন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। তারা দুজনেই লন্ডনের রয়্যাল কলেজ অব আর্ট থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে টনি ও রিডলি দুজনেই চলচ্চিত্রে ব্রিটিশদের সেরা অবদানের জন্য বাফটা পুরস্কার অর্জন করেন।[১] ২০১০ সালে চলচ্চিত্রে বিশ্বব্যাপী অবদানের জন্য বাফটা ব্রিটানিয়া অ্যাওয়ার্ডস লাভ করেন।[২] তিনি ২০১২ সালের ১৯শে আগস্ট ক্যালিফোর্নিয়ার সান পেদ্রোর ভিনসেন্ট টমাস ব্রিজ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন।[৩]
প্রারম্ভিক জীবন
সম্পাদনাস্কট ১৯৪৪ সালের ২১শে জুন উত্তর পূর্ব ইংল্যান্ডের নর্থামবারল্যান্ডের টাইনমাউথে জন্মগ্রহণ করেন।[৪] তার পিতা কর্নেল ফ্রান্সিস পার্সি স্কট ছিলেন একজন অভিজাত প্রকৌশলী এবং মাতা এলিজাবেথ (জন্মনাম: উইলিয়ামস)। তিনি তার পিতামাতার তিন সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ।[৫] তিনি গ্রেঞ্জারফিল্ড স্কুল, ওয়েস্ট হার্টলপুল কলেজ অব আর্টে পড়াশোনা করেন এবং সান্ডারল্যান্ড আর্ট স্কুল থেকে চারুকলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৬ বছর বয়সে তিনি তার বড় ভাই রিডলি স্কট পরিচালিত প্রথম চলচ্চিত্র বয় অ্যান্ড বাইসাইকেল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন।[৬]
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাবছর | চলচ্চিত্র | পরিচালক | প্রযোজক | রটেন টম্যাটোস রেটিং[৭] |
টীকা |
---|---|---|---|---|---|
১৯৮৩ | দ্য হাঙ্গার | হ্যাঁ | ৪৮% | ||
১৯৮৬ | টপ গান | হ্যাঁ | ৫৪% | ||
১৯৮৭ | বেভারলি হিলস কপ টু | হ্যাঁ | ৪৮% | ||
১৯৯০ | রিভেঞ্জ | হ্যাঁ | ৩৮% | ||
১৯৯০ | ডেজ অব থান্ডার | হ্যাঁ | ৩৮% | ||
১৯৯১ | দ্য লাস্ট বয় স্কাউট | হ্যাঁ | ৪৬% | ||
১৯৯৩ | ট্রু রোম্যান্স | হ্যাঁ | ৯২% | ||
১৯৯৪ | ট্রু লাইজ | হ্যাঁ | ৭২% | ||
১৯৯৫ | ক্রিমসন টাইড | হ্যাঁ | ৮৭% | ||
১৯৯৬ | দ্য ফ্যান | হ্যাঁ | ৩৪% | ||
১৯৯৮ | এনিমি অব দ্য স্টেট | হ্যাঁ | ৭১% | ||
২০০১ | স্পাই গেম | হ্যাঁ | ৬৬% | ||
২০০৪ | ম্যান অন ফায়ার | হ্যাঁ | হ্যাঁ | ৩৯% | |
২০০৫ | ডমিনো | হ্যাঁ | হ্যাঁ | ১৯% | |
২০০৬ | দেজা ভ্যু | হ্যাঁ | ৫৫% | ||
২০০৯ | দ্য টকিং অব পেলাম ওয়ান টু থ্রি | হ্যাঁ | হ্যাঁ | ৫১% | |
২০১০ | দি এ-টিম | হ্যাঁ | ৪৮% | ||
২০১০ | আনস্টপেবল | হ্যাঁ | হ্যাঁ | ৮৬% | |
২০১৩ | স্টকার | হ্যাঁ | ৭০% | মরণোত্তর মুক্তি |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Outstanding British Contribution To Cinema"। বাফটা। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৮।
- ↑ সুলিভান, মাইকেল (১৭ সেপ্টেম্বর ২০১০)। "BAFTA/LA to honor Scott Free Prods"। ভ্যারাইটি। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ সিলভারম্যান, স্টিভেন এম. (২০ আগস্ট ২০১২)। "Top Gun Director Tony Scott Leaps to Death from Bridge"। পিপল.কম। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৮।
- ↑ "Tony Scott: tragic illness behind Top Gun director's suicide" (২০ আগস্ট ২০১২)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৮।
- ↑ "How Winston helped save the nation"। দ্য স্কটসম্যান। ৬ জুলাই ২০০২। ২০ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৮।
- ↑ "Tony Scott"। দ্য ডেইলি টেলিগ্রাফ। লন্ডন। ২০ আগস্ট ২০১২। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৮।
- ↑ "Tony Scott"। রটেন টম্যাটোস (ইংরেজি ভাষায়)। ফ্যানড্যাঙ্গো। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- অলমুভিতে টনি স্কট
- ইন্টারনেট মুভি ডেটাবেজে টনি স্কট (ইংরেজি)
- বক্স অফিস মোজোতে টনি স্কট (ইংরেজি)
রটেন টম্যাটোসে টনি স্কট (ইংরেজি)