২৬ জানুয়ারি
তারিখ
<< | জানুয়ারি | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
৩১ | ||||||
২০২১ |
আমার বাংলাদেশে
ঘটনাবলীসম্পাদনা
- ১৫০০ - ভিসেন্ড পিনৎসল ব্রাজিল আবিষ্কার করেন।
- ১৫৩১ - পর্তুগালে লিসবন শহরে ভূমিকম্প আঘাত করে। তাতে প্রায় এক হাজার লোক মারা যায়।
- ১৫৬৫ - বিজয়নগর সাম্রাজ্য ও দাক্ষিণাত্যের সুলতানি রাজ্যের মধ্যে তালিকোটার যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধের ফলে ভারতের সর্বশেষ হিন্দু রাজত্ব বিজয়নগরের পতন ত্বরান্বিত হয়েছিল।
- ১৬৯৯ - কার্লোউইজ সন্ধি অনুসারে তুরস্ক এবং অস্ট্রিয়া, পোল্যান্ড, ভিনিস ও রাশিয়ার মধ্যে সংঘটিত মহাযুদ্ধের অবসান হয়।
- ১৮৪১ - হংকং ব্রিটিশ সার্বভৌম ভূখণ্ডে পরিণত হয়।
- ১৭৮৮ - গভনর্র আর্থার ফিলিপ অস্ট্রেলিয়ার সিডনি প্রতিষ্ঠা করেন।
- ১৮৪১ - হংকং ব্রিটিশ সার্বভৌম ভূখণ্ডে পরিণত হয়।
- ১৯১৮ - ইউক্রেন স্বাধীনতা ঘোষণা করে।
- ১৯৩০ - ভারতীয় জাতীয় কংগ্রেস ২৬ জানুয়ারি তারিখটিকে স্বাধীনতা দিবস বা পূর্ণ স্বরাজ দিবস হিসেবে ঘোষণা করে।
- ১৯৫০ - ভারতের সংবিধান কার্যকর হয়। রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এই তারিখটি ভারতে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়।
- ১৯৫২ - ঢাকার পল্টন ময়দানে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেন।
- ১৯৬১ - মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি, জেনেট এফ ট্রাভলকে মার্কিন রাষ্ট্রপতির প্রথম মহিলা চিকিৎসক হিসেবে নিয়োগ দেন।
- ১৯৬৫ - হিন্দি ভারতের কেন্দ্রীয় সরকারের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পায়।
- ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সাইপ্রাস।
- ১৯৮২ - তালিবাবাদে বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপিত হয়।
- ১৯৮৬ - ইসরায়েল ও মিসরের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হয়।
- ১৯৯১ - সোমালিয়ার ক্ষমতা হতে সাঈদ বারীকে অপসারন। আলী মাহাদী এর জয়লাভ।
- ২০০১ - বিধ্বংসী ভূমিকম্পে গুজরাতে প্রায় ২০ হাজারো মানুষ প্রাণ হারায়।
- ২০০৪ - রাষ্ট্রপতি হামিদ কারজাই আফগানিস্তানের নতুন সংবিধানে স্বাক্ষর করেন।
জন্মসম্পাদনা
- ১৭৭৮ - ইতালিয় কবি উগো ফোসকোলো জন্মগ্রহণ করেন।
- ১৮৪৪ -গুরুদাস বন্দ্যোপাধ্যায়,কলকাতা হাই কোর্টের ভারতীয় বাঙালি বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য। (মৃ.০২/১২/১৯১৮)
- ১৯১১ - নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ পোলকার্প কুশের জন্মগ্রহণ করেন।
- ১৮৫০ - এডওয়ার্ড বেলামি, মার্কিন লেখক ও সমাজতন্ত্রী
- ১৮৭৮ - ডেভ নোর্স, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
- ১৮৮৪ - এডওয়ার্ড স্যাপির, মার্কিন ভাষাবিজ্ঞানী।
- ১৯১৮ - রুমানীয় নেতা নিকালোই চসেস্কু জন্মগ্রহণ করেন।
- ১৯৬৩ – পর্তুগিজ ফুটবল ম্যানেজার ও সাবেক ফুটবল খেলোয়াড় হোসে মোরিনহো জন্মগ্রহণ করেন।
মৃত্যুসম্পাদনা
- ১৮২৩ - ইংরেজ চিকিৎসক এবং গুটি বসন্তের টিকার আবিষ্কারক এডওয়ার্ড জেনার পরলোকগমন করেন।
- ১৯৪১ - নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান ঘটে।
- ১৯৬৯ - বাঙালি ধর্ম সংস্কারক অনুকূলচন্দ্র ঠাকুর পরলোকগমন করেন।
- ২০১৪ - হোসে এমিলিও পাচেকো, মেক্সিকান কবি, উপন্যাসিক, নাট্যকার, ছোটগল্পকার, অনুবাদক ও প্রাবন্ধিক।
- ২০১৫ - 'দ্য কমন ম্যান'এর স্রষ্টা প্রখ্যাত ভারতীয় কার্টুনিস্ট আর কে লক্ষ্মণ প্রয়াত হন।
- ২০১৬ - সাহেবজাদা ইয়াকুব খান, পূর্ব পাকিস্তানের গভর্নর।
- ২০১৮ - সুপ্রিয়া দেবী, প্রবাদপ্রতীম ভারতীয় হিন্দু বাঙালি অভিনেত্রী। মৃত্যু স্থান- কলকাতা
ছুটি ও অন্যান্যসম্পাদনা
- আন্তর্জাতিক কাস্টমস দিবস (আন্তর্জাতিক)
- প্রজাতন্ত্র দিবস (ভারত)
- মুক্তি দিবস (উগান্ডা)
- অস্ট্রেলিয়া দিবস (অস্ট্রেলিয়া)
বহিঃসংযোগসম্পাদনা
উইকিমিডিয়া কমন্সে ২৬ জানুয়ারি সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |