২৬ সেপ্টেম্বর
তারিখ
<< | সেপ্টেম্বর | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ||||
২০২৫ |
২৬ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৬৯তম (অধিবর্ষে ২৭০তম) দিন। বছর শেষ হতে আরো ৯৬ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
সম্পাদনা- ১৫৮০ - স্যার ফ্রান্সিস ড্রেক তার সমুদ্র-পথে বিশ্ব-ভ্রমণ সমাপ্ত করে ইংল্যান্ডে ফিরে আসেন।
- ১৭৭৭ - ব্রিটিশ বাহিনী ফিলাডেলফিয়া ও পেনসিলভানিয়া দখল করে।
- ১৮৪১ - ব্রুনেইর সুলতান সারাওয়াকা দ্বীপ ব্রিটেনের কাছে ছেড়ে দেন।
- ১৮৮৭ - এমিল বার্লিনার নামে একজন জার্মান অভিবাসী আমেরিকায় প্রথম কথা বলা যন্ত্র [গ্রামোফোন] পেটেন্ট করেন।
- ১৯০৭ - নিউজিল্যান্ড বৃটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- ১৯৩২ - মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকর পুনা চুক্তিতে সম্মত হন।
- ১৯৪২ - ভারতে বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ(সিএসআইআর) প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫০ - জাতিসংঘ বাহিনী উত্তর কোরিয়ার কাছ থেকে সিউ পুনর্দখল করে।
- ১৯৫০ - ইন্দোনেশিয়া জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়।
- ১৯৫৯ - জাপানের হনসুতে দু দিনব্যাপী টাইফুনে সাড়ে চার হাজার লোকের প্রাণহানি ঘটে।
- ১৯৬০ - সিকাগোতে প্রথম টেলিভিশন বিতর্ক হয়েছিল দুজন প্রেসিডেন্ট প্রার্থী রিচার্ড নিক্সন ও জন এফ কেনেডির মধ্যে।
- ১৯৬০ - ফিদেল কাস্ত্রো ইউএসআর-এর প্রতি কিউবার সমর্থন জানান।
- ১৯৬২ - উত্তর ইয়েমেনের রাজতন্ত্রী ব্যবস্থাকে অকার্যকর ঘোষণা করা হয় ।
- ১৯৬৮ - সুইজারল্যান্ড জাতিসংঘে যোগদান করে।
- ১৯৭৩ - কনকর্ড বিমান রেকর্ড সময়ে কোথাও না-থেমে আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়।
- ১৯৮৭ - কলকাতায় পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি প্রতিষ্ঠিত হয়।
জন্ম
সম্পাদনা- ১৭৭৪ - জনি আপেলসীড, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন রোল মডেল পরিবেশবিদ।
- ১৮২০ - (১২ আশ্বিন, ১২২৭ বঙ্গাব্দ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উনিশ শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার।
- ১৮৭৬ - গোলাম ভিক নৈরাগ, ভারতীয় মুসলিম রাজনীতিবিদ ও কবি।
- ১৮৭৭ - এডমুন্ড গোয়েন, ইংরেজ অভিনেতা। (মৃ. ১৯৫৯)
- ১৮৮৮ - টি এস এলিয়ট, ইংরেজ কবি ও সাহিত্যিক।(মৃ.০৪/০১/১৯৬৫)
- ১৮৮৯ - মার্টিন হাইডেগার, জার্মান দার্শনিক।(মৃ.২৬/০৫/১৯৭৬)
- ১৯০৩ - বাঙালি চলচ্চিত্র পরিচালক, গীতিকার, সঙ্গীতকার,গল্পকার,ঔপন্যাসিক ও অভিনেতা হীরেন বসু(মৃ.১৮/০৬/১৯৮৭)
- ১৯১০ - পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার তেভাগা আন্দোলনের অন্যতম নেতা কংসারী হালদার
- ১৯২৩ - দেব আনন্দ, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক।
- ১৯২৬ - আবদুর রহমান বিশ্বাস, বাংলাদেশের রাষ্ট্রপতি।
- ১৯৩২ - মনমোহন সিং, ভারতীয় রাজনীতিবিদ ও ১৪শ প্রধানমন্ত্রী।
- ১৯৩৬ - উইনি ম্যান্ডেলা, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেত্রী ও জাতীয় কংগ্রেসের মহিলা শাখার প্রধান।
- ১৯৪৩ - ইয়ান চ্যাপেল, অস্ট্রেলিয় ক্রিকেটার ও সাবেক অধিনায়ক।
- ১৯৮১ - সেরিনা উইলিয়ামস, মার্কিন টেনিস খেলোয়াড়।
মৃত্যু
সম্পাদনা- ১৮৯৫ - যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী বা লাহিড়ী মহাশয় ভারতীয় যোগী ও গুরু। (জ.৩০/০৯/১৮২৮)
- ১৯৫৯ - সলোমন বন্দরনায়েক, শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী।
- ১৯৭৭ - বিশ্ব বন্দিত ভারতীয় নৃত্যশিল্পী ও নৃত্য পরিকল্পক উদয় শঙ্কর প্রয়াত হন। (জন্ম ০৮/১২/১৯০০)
- ১৯৮২ - প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী নীরদ মজুমদার (জ.১৯১৬)
- ১৯৮৯ - হেমন্ত মুখোপাধ্যায়, বাংলার খ্যাতিমান কণ্ঠসঙ্গীত শিল্পী,সুরকার,সঙ্গীত পরিচালক এবং প্রযোজক। তিনি হিন্দি সঙ্গীত জগতে হেমন্তকুমার নামে প্রসিদ্ধ। (জ.১৬/০৬/১৯২০)
- ১৯৯০ - আলবার্টো মোরাভিয়া, ইতালীর খ্যাতনামা উপন্যাসিক।
- ১৯৯৬ - সমরেন্দ্র কুমার মিত্র, ভারতে প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির কম্পিউটার নির্মাতা তথা কম্পিউটরের জনক। (জ.১৯১৬)
- ২০২২ - রণেশ মৈত্র, ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিস্ট। (জ. ০৪/১০/১৯৩৩)
ছুটি ও অন্যান্য
সম্পাদনা- ইউরোপীয় ইউনিয়ন ভূক্ত দেশগুলো ইউরোপীয়ান ভাষা দিবস পালন করে।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে ২৬ সেপ্টেম্বর সংক্রান্ত মিডিয়া রয়েছে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |