বাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
এটি ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণাপত্রের পর থেকে বাংলাদেশের সকল রাষ্ট্রপতিদের সম্পূর্ণ তালিকা।[১]
রাষ্ট্রপতির সিল (বামে) ও রাষ্ট্রপতি ব্যবহৃত পতাকা (ডানে)
- উপরে বামে: শেখ মুজিবুর রহমান, অস্থায়ী বাংলাদেশ সরকারের অধীনে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ঘোষিত হন ১৭ এপ্রিল, ১৯৭১ সালে।
- উপরে ডানে: আবদুল হামিদ, বাংলাদেশের দীর্ঘতম রাষ্ট্রপতি, ১৪ মার্চ, ২০১৩ থেকে ২৪ এপ্রিল ২০২৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।[ক]
- নিচে বামে: হুসেইন মুহাম্মদ এরশাদ, বাংলাদেশের শেষ রাষ্ট্রপতি হিসাবে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন ১৫ অক্টোবর, ১৯৮৬ সালে, যার শাসনামল স্বৈরশাসন হিসাবেই পরিচিত।
- নিচে ডানে: জিয়াউর রহমান, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসাবে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন ৩ জুন, ১৯৭৮ সালে।
রাষ্ট্রপতিদের তালিকাসম্পাদনা
- রাজনৈতিক দল
- অন্যান্য দল
- অবস্থা
- ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
প্রতিকৃতি | নাম (জন্ম-মৃত্যু) |
নির্বাচিত | পদের মেয়াদকাল | দল | |||
---|---|---|---|---|---|---|---|
পদ গ্রহণ | পদ পরিত্যাগ | মেয়াদকাল | |||||
শেখ মুজিবুর রহমান (১৯২০-১৯৭৫)[খ] |
— | ১৭ এপ্রিল ১৯৭১ | ১২ জানুয়ারি ১৯৭২ | ২৭০ দিন | বাংলাদেশ আওয়ামী লীগ | ||
সৈয়দ নজরুল ইসলাম (১৯২৫-১৯৭৫)[গ] |
— | ১৭ এপ্রিল ১৯৭১ | ১২ জানুয়ারি ১৯৭২ | ২৭০ দিন | বাংলাদেশ আওয়ামী লীগ | ||
আবু সাঈদ চৌধুরী (১৯২১–১৯৮৭) |
— | ১২ জানুয়ারি ১৯৭২ | ২৪ ডিসেম্বর ১৯৭৩ | ১ বছর, ৩৪৬ দিন | বাংলাদেশ আওয়ামী লীগ | ||
মোহাম্মদউল্লাহ (১৯২১–১৯৯৯) |
— | ২৪ ডিসেম্বর ১৯৭৩ | ২৭ জানুয়ারি ১৯৭৪ | ১ বছর, ৩২ দিন | বাংলাদেশ আওয়ামী লীগ | ||
১৯৭৪ | ২৭ জানুয়ারি ১৯৭৪ | ২৫ জানুয়ারি ১৯৭৫ | |||||
শেখ মুজিবুর রহমান (১৯২০-১৯৭৫) |
— | ২৫ জানুয়ারি ১৯৭৫ | ১৫ আগস্ট ১৯৭৫ (সামরিক অভ্যুত্থানে নিহত) |
২০২ দিন | বাকশাল | ||
খন্দকার মোশতাক আহমেদ (১৯১৮–১৯৯৬) |
— | ১৫ আগস্ট ১৯৭৫ | ৬ নভেম্বর ১৯৭৫ (পদচ্যুত) |
৮৩ দিন | বাংলাদেশ আওয়ামী লীগ | ||
আবু সাদাত মোহাম্মদ সায়েম (১৯১৬–১৯৯৭)[ঘ] |
— | ৬ নভেম্বর ১৯৭৫ | ২১ এপ্রিল ১৯৭৭ | ১ বছর, ১৬৬ দিন | বাংলাদেশ আওয়ামী লীগ | ||
জিয়াউর রহমান (১৯৩৬–১৯৮১)[ঙ] |
১৯৭৭[চ] ১৯৭৮[ছ] |
২১ এপ্রিল ১৯৭৭ | ৩০ মে ১৯৮১ (হত্যাকাণ্ড) |
৪ বছর, ৩৯ দিন | সামরিক / বাংলাদেশ জাতীয়তাবাদী দল | ||
আবদুস সাত্তার (১৯০৬–১৯৮৫) |
— | ৩০ মে ১৯৮১ | ২০ নভেম্বর ১৯৮১ | ২৯৮ দিন | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | ||
১৯৮১[ছ] | ২০ নভেম্বর ১৯৮১ | ২৪ মার্চ ১৯৮২ (পদচ্যুত) | |||||
পদ খালি (২৪ – ২৭ মার্চ ১৯৮২)[জ] | |||||||
আ ফ ম আহসানউদ্দিন চৌধুরী (১৯১৫–২০০১) |
— | ২৭ মার্চ ১৯৮২ | ১০ ডিসেম্বর ১৯৮৩ | ১ বছর, ২৫৮ দিন | নির্দলীয় | ||
হুসেইন মুহাম্মদ এরশাদ (১৯৩০–২০১৯)[ঝ] |
১৯৮৫[চ] ১৯৮৬[ছ] |
১১ ডিসেম্বর ১৯৮৩ | ৬ ডিসেম্বর ১৯৯০ | ৬ বছর, ৩৬০ দিন | সামরিক / জাতীয় পার্টি | ||
শাহাবুদ্দিন আহমেদ (১৯৩০-২০২২) |
— | ৬ ডিসেম্বর ১৯৯০ | ১০ অক্টোবর ১৯৯১ | ৩০৮ দিন | নির্দলীয় | ||
আবদুর রহমান বিশ্বাস (১৯২৬–২০১৭) |
১৯৯১ | ১০ অক্টোবর ১৯৯১ | ৯ অক্টোবর ১৯৯৬ | ৪ বছর, ৩৬৫ দিন | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | ||
শাহাবুদ্দিন আহমেদ (১৯৩০-২০২২) |
১৯৯৬ | ৯ অক্টোবর ১৯৯৬ | ১৪ নভেম্বর ২০০১ | ৫ বছর, ৩৬ দিন | নির্দলীয় | ||
একিউএম বদরুদ্দোজা চৌধুরী (জন্ম ১৯৩২) |
২০০১ | ১৪ নভেম্বর ২০০১ | ২১ জুন ২০০২ | ২১৯ দিন | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | ||
জমির উদ্দিন সরকার (জন্ম ১৯৩১) |
— | ২১ জুন ২০০২ | ৬ সেপ্টেম্বর ২০০২ | ৭৭ দিন | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | ||
ইয়াজউদ্দিন আহম্মেদ (১৯৩১–২০১২) |
২০০২ | ৬ সেপ্টেম্বর ২০০২ | ১২ ফেব্রুয়ারি ২০০৯ | ৬ বছর, ১৫৯ দিন | নির্দলীয় | ||
জিল্লুর রহমান (১৯২৯–২০১৩) |
২০০৯ | ১২ ফেব্রুয়ারি ২০০৯ | ২০ মার্চ ২০১৩ (পদে থাকা অবস্থায় মৃত্যু) |
৪ বছর, ৩৬ দিন | বাংলাদেশ আওয়ামী লীগ | ||
আবদুল হামিদ (জন্ম ১৯৪৪)[ঞ] |
— | ১৪ মার্চ ২০১৩ | ২৪ এপ্রিল ২০১৩ | ১০ বছর, ৪১ দিন | বাংলাদেশ আওয়ামী লীগ | ||
২০১৩ | ২৪ এপ্রিল ২০১৩ | ২৪ এপ্রিল ২০১৮ | |||||
২০১৮ | ২৪ এপ্রিল ২০১৮ | ২৪ এপ্রিল ২০২৩ | |||||
মোহাম্মদ সাহাবুদ্দিন (জন্ম: ১৯৪৯) |
২০২৩ | ২৪ এপ্রিল ২০২৩ | বর্তমান | ৩৪ দিন | বাংলাদেশ আওয়ামী লীগ |
টীকাসম্পাদনা
- ↑ নির্বাচিত হন ২৪ এপ্রিল, ২০১৩
- ↑ জানুয়ারি ১৯৭২ পর্যন্ত পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন।
- ↑ শেখ মুজিবুর রহমানের হয়ে দায়িত্ব পালন
- ↑ প্রধান সামরিক আইন প্রশাসকও ছিলেন (২৪ আগস্ট ১৯৭৫ – ৪ নভেম্বর ১৯৭৫ এবং ৭ নভেম্বর ১৯৭৫ – ২৯ নভেম্বর ১৯৭৬)।
- ↑ প্রধান সামরিক আইন প্রশাসকও ছিলেন (২৯ নভেম্বর ১৯৭৬ – ৬ এপ্রিল ১৯৭৯)।
- ↑ ক খ গণভোট।
- ↑ ক খ গ প্রত্যক্ষ নির্বাচন।
- ↑ এই সময়ে সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মুহাম্মদ এরশাদ প্রধান সামরিক আইন প্রশাসক ও 'দে ফাক্তো' রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
- ↑ ৩০ মার্চ ১৯৮৪ পর্যন্ত প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন
- ↑ ২০ মার্চ ২০১৩ পর্যন্ত জিল্লুর রহমানের হয়ে দায়িত্ব পালন করেন
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "সাবেক রাষ্ট্রপতিগণ"। রাষ্ট্রপতির কার্যালয়-বঙ্গভবন। ৪ সেপ্টেম্বর ২০১৮। ৩০ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১।