বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন, ১৯৯৬

১৯৯৬ সালের বাংলাদেশী রাষ্ট্রপতি নির্বাচনটি জুলাই ২৩, ১৯৯৬ সালে অনুষ্ঠিত হয়েছিল। শাহাবুদ্দিন আহমেদ ক্ষমতাসীন দল দ্বারা মনোনীত হয়ে নির্বাচিত হয়েছিলেন। [][] তার শপথ গ্রহণের অনুষ্ঠানটি ৯ই অক্টোবর, ১৯৯৬ সালে অনুষ্ঠিত হয়েছিল। তার পাঁচ বছরের মেয়াদ শেষ হয়ে গেলে তিনি তার স্থলে একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে পদে অধিষ্ঠিত করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Special Remembrance: Justice Shahabuddin Ahmed"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৮ 
  2. "Political developments and political violence" (পিডিএফ)www.justice.gov (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৮ 
  3. কাজী এবাদুল হক এবং হেলাল উদ্দিন আহমদ (২০১২)। "আহমদ, বিচারপতি শাহাবুদ্দিন"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743