বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন, ২০০২

পূর্ববর্তী রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পরে ২০০২ সালের ৫ সেপ্টেম্বর বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।[১] অপর দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ার পরে নির্বাচন কমিশন ইয়াজউদ্দিন আহম্মেদকে রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করে।[২] ইয়াজউদ্দিন আহম্মেদ ২০০২ সালের ৬ সেপ্টেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. হেলাল উদ্দিন আহমেদ (২০১২)। "আহম্মেদ, ইয়াজউদ্দিন"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  2. "Announcement of the name of President - Britannica"www.britannica.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৭ 

বহিঃসংযোগ সম্পাদনা