১ সেপ্টেম্বর
তারিখ
<< | সেপ্টেম্বর | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | |||||
২০২৪ |
১ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৪৪তম (অধিবর্ষে ২৪৫তম) দিন। বছর শেষ হতে আরো ১২১ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
সম্পাদনা- খ্রিস্টপূর্ব ৫৫০৯ - বাইজেন্টাইন সাম্রাজ্যের হিসেব মতে বিশ্ব সৃষ্টি হয়েছিল।
- ১১৭৪ - ইতালীর পিসা শহরে বিখ্যাত পিসার হেলান টাওয়ার নির্মাণ কাজ শুরু হয়।
- ১৬৪৪ - ফ্রান্সের রাজা চতুর্দশ লুইস ৭২ বছর বয়সে মৃত্যু বরণ করেণ।
- ১৮১৮ - কলকাতায় নতুন স্কুল স্থাপনের উদ্দেশ্যে দেশীয় ও ইউরোপীয় শিক্ষানুরাগীদের যৌথ উদ্যোগে গঠিত হয় ক্যালকাটা স্কুল সোসাইটি।
- ১৮৫৩ - উত্তমাশা অন্তরীন থেকে পৃথিবীর প্রথম ত্রিকোণ ডাকটিকিট ইস্যু করা হয়।
- ১৯০৫ - ব্রিটিশরাজ বঙ্গভঙ্গের নির্দেশ জারি করে।
- ১৯১৪ - রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গের নাম পরিবর্তন করে রাখা হয় পেট্রোগার্ড়।
- ১৯২৩ - জাপানের টোকিও ও ইয়াকোহামায় ভয়াবহ ভূমিকম্পে দুই লক্ষ লোক নিহত হয়।
- ১৯২৮ - আলবেনিয়া রাজ্যে পরিণত হয়।
- ১৯৩৯ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজি জার্মানি পোল্যান্ড আক্রমণ করে, যুদ্ধের সূচনা করে।
- ১৯৬১ - সাবেক ইউগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে ২৫টি দেশের প্রতিনিধিদের অংশ গ্রহণে জোট নিরপেক্ষ দেশগুলোর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়।
- ১৯৬৯ - বাদশাহ ইদ্রিসকে ক্ষমতাচ্যুত করে মুয়াম্মর গাদ্দাফি ক্ষমতায় আসেন।
- ১৯৭৮ - বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে “বাংলাদেশ জাতীয়তাবাদী দল” বা বিএনপি প্রতিষ্ঠার ঘোষণা দেন।
- ১৯৮৫ - ১৯১২ সালে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার।
- ১৯৯১ - উজবেকিস্তান সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করে।
- ১৯৯২ - জাকার্তায় দশম জোটনিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- ২০০৪ - রাশিয়ায় বেলসান স্কুলে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের অপহরণ করে।
জন্ম
সম্পাদনা- ১১৪৫ - ইবনে জুবায়ের, ছিলেন আল আন্দালুসের একজন ভূগোলবিদ, পর্যটক ও কবি। (মৃ. ১২১৭)
- ১৮৫৩ - আলেক্সেই ব্রুসিলভ, একজন রুশ জেনারেল এবং রণকৌশলবিদ। (মৃ. ১৯২৬)
- ১৮৫৬ - সার্গেই উইনোগার্ডস্কি, রুশ অণুজীব বিজ্ঞানী।
- ১৮৭৫ - এডগার রাইস বারোজ, একজন মার্কিন লেখক। (মৃ. ১৯৫০)
- ১৮৭৭ - ফ্রানসিস উইলিয়াম অ্যাস্টন, একজন ইংরেজ রসায়নবিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানী। তিনি রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। (মৃ. ১৯৪৫)
- ১৮৮৪ - হেনরি ফোরেল, সুইজারল্যান্ডীয় এন্টোমলজিস্ট।
- ১৮৯৬ - অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ গৌড়ীয় বৈষ্ণব ধর্মগুরু এবং ইসকন তথা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ, হরেকৃষ্ণ আন্দোলনের প্রতিষ্ঠাতা-আচার্য। (মৃ. ১৪/১১/১৯৭৭)
- ১৮৯৭ - পরিমল গোস্বামী বাঙালি সাহিত্যিকে। (মৃ. ২৭/০৬/১৯৭৬)
- ১৯০৮ - আমির ইলাহি, পাকিস্তানি ক্রিকেটার। (মৃ. ১৯৮০)
- ১৯১১ - দেবেশ দাশ বাঙালি কথাসাহিত্যিক । (মৃ. ১৯৯৮)
- ১৯১৪ - মৈত্রেয়ী দেবী সাহিত্য আকাদেমি পুরস্কারপ্রাপ্ত বাঙালি কবি, লেখক ও ঔপন্যাসিক। (মৃ. ০৪/০২/১৯৯০)
- ১৯১৮ - মুহাম্মদ আতাউল গণি ওসমানী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর সর্বাধিনায়ক। (মৃ. ১৯৮৪)
- ১৯২০ - রিচার্ড ফার্নসওয়ার্থ, মার্কিন অভিনেতা ও স্টান্ট। (মৃ. ২০০০)
- ১৯২৩ - হাবিব তানভীর, প্রখ্যাত ভারতীয় উর্দু, হিন্দি নাট্যকার, নাট্যকার পরিচালক, কবি ও অভিনেতা। (মৃ. ২০০৮)
- ১৯২৪ - শৈলেন মান্না, ভারতের পশ্চিমবঙ্গের প্রাক্তন খ্যাতিমান ফুটবল খেলোয়াড়। (মৃ. ২৭/০২/২০১২)
- ১৯৩৫ - ড.সরোজ ঘোষ, বাঙালী সংগ্রহালয় সংস্থাপক ও বিজ্ঞানকে জনসাধারণ্যে লোকায়িত করণের অন্যতম ব্যক্তিত্ব।
- ১৯৩৫ - মুস্তফা মনোয়ার, বাংলাদেশি চিত্রশিল্পী।
- ১৯৩৯ - লিলি টমলিন, মার্কিন অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী, লেখিকা, গায়িকা ও প্রযোজক।
- ১৯৪০ - আনি এরনো, একজন ফরাসি লেখিকা ও সাহিত্যের অধ্যাপিকা।
- ১৯৪৫ - আব্দরাব্বুহ মানসুর হাদি, একজন ইয়েমেনি রাজনীতিবিদ ও ইয়েমেন সেনাবাহিনীর প্রাক্তন ফিল্ড মার্শাল।
- ১৯৪৭ - প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক মিহির সেনগুপ্ত। (মৃ. ২০২২)
- ১৯৬২ - রুড গুলিট, ডাচ ফুটবলার ও ম্যানেজার।
- ১৯৬২ - কফিল আহমেদ, বাংলাদেশী কবি, গায়ক এবং চিত্রশিল্পী।
- ১৯৬৫ - নচিকেতা চক্রবর্তী, ভারতীয় গায়ক, গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক।
- ১৯৭১ - হাকান শুকুর, তুর্কি ফুটবলার যিনি স্ট্রাইকার অবস্থানে খেলেন।
- ১৯৯০ - টম ব্লান্ডেল, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার।
- ১৯৯২ - ক্রিস্তিয়ানো বিরাগি, একজন ইতালীয় পেশাদার ফুটবল খেলোয়াড়।
- ১৯৯৬ - জেনডেয়া, একজন মার্কিন অভিনেত্রী, গায়িকা এবং নৃত্য শিল্পী।
- ১৯৯৭ - জংকুক, কোরিয়ান গায়ক (BTS)।
মৃত্যু
সম্পাদনা- ৮৭০ - ইমাম বুখারী, একজন আলেম ও বিখ্যাত হাদিসবেত্তা। (জ. ৮১০)
- ১১৫৯ - পোপ চতুর্থ অ্যাড্রেইন
- ১৫৫৭ - জ্যাকস কার্টিয়ার, ফরাসি অভিযাত্রী। তাকে কানাডার অন্যতম আবিস্কারক মনে করা হয়। (জ. ১৪৯১)
- ১৫৭৪ - গুরু অমর দাস তৃতীয়, শিখধর্মের দশ গুরুর তৃতীয় গুরু। (জ. ১৪৭৯)
- ১৫৮১ - গুরু অমর দাস চতুর্থ, ছিলেন শিখধর্মের দশ শিখ গুরুর চতুর্থ গুরু। (জ. ১৫৩৪)
- ১৬৪৪ - ফ্রান্সের রাজা চতুর্দশ লুইস (৭২ বছর বয়স)।
- ১৬৪৮ - মারাঁ মের্সেন, ফরাসি একজন ফরাসি ধর্মযাজক, দার্শনিক, গণিতবিদ ও সঙ্গীতজ্ঞ। (জ. ১৫৮৮)
- ১৬৮৭ - হেনরি মুর, ইংরেজ দার্শনিক।
- ১৭১৫ - চতুর্দশ লুই, ফ্রান্সের রাজা। (জ. ১৬৩৮)
- ১৯০৪ - আলফ্রেড রিচার্ডস, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। (জ. ১৮৬৭)
- ১৯৩০ - জীবন ঘোষাল, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
- ১৯৭০ - ফ্রঁসোয়া মোরিয়াক, একজন ফরাসি ঔপন্যাসিক, নাট্যকার, কবি, সাহিত্য সমালোচক ও সাংবাদিক, নোবেল পুরস্কার বিজয়ী। (জ. ১৮৮৫)
- ১৯৭৫ - প্রখ্যাত ভারতীয় বাঙালি কণ্ঠ শিল্পী সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তী। (জ.১৯০৯)
- ১৯৮১ - অ্যান হার্ডিং, মার্কিন মঞ্চ, চলচ্চিত্র, বেতার ও টেলিভিশন অভিনেত্রী। (জ. ১৯০২)
- ১৯৮২ - হার্সেল কুরি মার্কিন গণিতবিদ।
- ১৯৮৮ - লুইস ওয়াল্টার আলভারেজ, একজন স্পেনীয় বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী। (জ. ১৯১১)
- ২০০৪ - মুফতি আহমেদ কুফতার, সিরিয়ার গ্র্যান্ড মুফতি। (জ. ১৯১৫)
- ২০১৫ - ডিন জোন্স, একজন মার্কিন অভিনেতা। (জ. ১৯৩১)
ছুটি ও অন্যান্য
সম্পাদনা- জ্ঞান দিবস (রাশিয়া)
- বিদ্রোহ দিবস (লিবিয়া)
- শিক্ষক দিবস (সিংগাপুর)
- স্বাধীনতা দিবস (উজবেকিস্তান)
- সংবিধান দিবস (স্লোভাকিয়া)
- ইস্টার্ন অর্থোডক্স চার্চে এই দিনে বছর শুরু হয়।
- পুলিশ দিবস (পশ্চিমবঙ্গ)
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে ১ সেপ্টেম্বর সংক্রান্ত মিডিয়া রয়েছে।
বিবিসি: এই দিনে (ইংরেজি)