জীবন ঘোষাল

ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও শহীদ

জীবন ঘোষাল অন্যনাম মাখনলাল (২৬ জুন ১৯১২ — ১ সেপ্টেম্বর ১৯৩০) ছিলেন ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব। ছাত্রাবস্থায় ১৮ এপ্রিল ১৯৩০ সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের কার্যক্রমে তিনি অংশগ্রহণ করেন। পরে তৎকালীন নোয়াখালী জেলার ফেনী রেল স্টেশনে ধরা পড়ে পুলিসহাজত থেকে পালিয়ে গিয়ে আত্মগোপন করেন। কলকাতার পুলিস কমিশনার চার্লস টেগার্ট সাহেব পরিচালিত পুলিশবাহিনীর সংগে চন্দননগরে এক সশস্ত্র সংঘর্ষে আহত হয়ে মারা যান।[][]

জীবন ঘোষাল
বীর বিপ্লবী জীবন ঘোষাল
জন্ম
মাখন লাল

২৬ শে জুন, ১৯১২
মৃত্যু১ সেপ্টেম্বর, ১৯৩০
চন্দননগর, কলকাতা, পশ্চিমবঙ্গ, ব্রিটিশ ভারত (বর্তমান ভারত)
জাতীয়তাব্রিটিশ ভারতীয়
নাগরিকত্বব্রিটিশ ভারত
পরিচিতির কারণচট্টগ্রামের অস্ত্রগার আক্রমণের ব্যক্তি
রাজনৈতিক দলঅনুশীলন সমিতি
আন্দোলনভারতের বিপ্লবী স্বাধীনতা আন্দোলন
পিতা-মাতা
  • যশোদা ঘোষাল (পিতা)

জন্ম ও শিক্ষাজীবন

সম্পাদনা

জীবন ঘোষালের জন্ম চট্টগ্রামের সদরঘাটে। তার পিতার নাম যশোদা ঘোষাল। তার প্রকৃত নাম ছিল মাখনলাল ঘোষাল।[][]

স্মৃতি

সম্পাদনা

পশ্চিমবঙ্গেহুগলী জেলাচন্দননগর শহরে গঙ্গার তীরে বোড়াইচন্ডীতলা শ্মশানে তার স্মৃতিতে একটি স্মারকস্তম্ভ আছে।

 
চট্টগ্রাম বিদ্রোহের তরুন জীবন ঘোষাল ওরফে মাখনলাল শহীদ হন চন্দননগরে। বোড়াইচন্ডীতলা ঘাটে তার স্মৃতিফলক।

জনপ্রিয় সংস্কৃতি

সম্পাদনা

২০১০ সালে জনপ্রিয় বলিউড চলচ্চিত্র চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন নিয়ে খেলে হাম জি জান সে শীর্ষক চলচ্চিত্রে জীবন ঘোষালের ভূমিকায় অভিনয় করেছেন সিমথ শেঠ।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. বসু, অঞ্জলি (নভেম্বর ২০১৩)। বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র, সম্পাদকগণ। সংসদ বাঙালি চরিতাভিধান (পঞ্চম সংস্করণ, দ্বিতীয় মুদ্রণ সংস্করণ)। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ২৪৬। আইএসবিএন 978-8179551356 
  2. ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, জেলে ত্রিশ বছর, পাক ভারতের স্বাধীনতা সংগ্রাম, ধ্রুপদ সাহিত্যাঙ্গন, ঢাকা, ঢাকা বইমেলা ২০০৪, পৃষ্ঠা ১৯৫।
  3. রায়, প্রকাশ (২০২১)। বিস্মৃত বিপ্লবী তৃতীয় খণ্ডচেন্নাই: নোশনপ্রেস চেন্নাই তামিলনাড়ু। পৃষ্ঠা ৯–১২। আইএসবিএন 978-1-63850-767-3