শৈলেন মান্না
শৈলেন মান্না (সেপ্টেম্বর ১, ১৯২৪ - ফেব্রুয়ারি ২৭, ২০১২) ভারতের পশ্চিমবঙ্গের প্রাক্তন ফুটবল খেলোয়াড়।[১] ইনি ৪০-এর দশক থেকে ৬০-এর দশক পর্যন্ত মূলত কলকাতার মোহনবাগান ক্লাব ও পরে কিছুদিন ইস্ট বেঙ্গল ক্লাবে খেলেছেন। ১৯৪১ সালে হাওড়া ইউনিয়ন ক্লাবের হয়ে তার খেলোয়াড় জীবন হয় শুরু হয়। ১৯৪৮ সাল থেকে ১৯৫৪ সাল পর্যন্ত বাংলা (পশ্চিমবঙ্গ) ফুটবল দলের [২] এবং একসাথে ভারতের ফুটবল দলের অধিনায়ক ছিলেন। তার অধিনায়কত্বে ভারত ১৯৫১ সালের এশিয়াডে ফুটবলে স্বর্ণপদক পায় ৷ ১৯৪৮ সালে লন্ডন অলিম্পিক্সে ফ্রান্সের কাছে ভারতের ২-১ গোলে পরাজয়ের পর অনেকের কাছে তিনি নিন্দিত হন। ঐ খেলায় তিনি একটি পেনাল্টি মিস করেন। ১৯৬০ সালে ফুটবল থেকে অবসর নেন ৷[৩]
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | শৈলেন্দ্র নাথ মান্না | ||
মাঠে অবস্থান | রক্ষণাত্মক খেলোয়াড় | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ (গোল) | |
১৯৪৯-১৯৪২ ১৯৪২-১৯৬০ |
হাওড়া ইউনিয়ন, কলকাতা মোহন বাগান |
? (?) ? (?) | |
জাতীয় দল | |||
? – ? | ভারতের জাতীয় ফুটবল দলIভারত | ?(?) | |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
শৈলেন মান্না চাকরি করতেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে ৷ বিবাহ করেন কুমিল্লা (বাংলাদেশ) নিবাসী / বংশোদ্ভুত মহিলা ও সহকর্মী আভাকে। তিনি পদ্মশ্রী,বঙ্গবিভূষণ (২০১১), ভারতীয় ফুটবলরত্ন, মোহনবাগানরত্ন, ইত্যাদি নানা পুরস্কাবে ভুষিত হন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Indian Legendary Football Players Profile"। ১৪ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০২০।
- ↑ "Padmashree Sailendranath Manna"। ২৮ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০২০।
- ↑ "India's greatest footballer"। ১৭ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০২০।