কান চলচ্চিত্র উৎসব

পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব

কান চলচ্চিত্র উৎসব (ফরাসি: le Festival de Cannes) পৃথিবীর অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব।[][][] ২০০৩ সাল পর্যন্ত এটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নামে পালিত হত।[] দক্ষিণ ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত উৎসবে সকল ধারার নতুন চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত আমন্ত্রণের ভিত্তিতে প্রদর্শিত চলচ্চিত্র নিয়ে আয়োজিত উৎসবটি প্রতি বছর সাধারণত মে মাসে এটি পালিত হয়। পালে দে ফেস্তিভাল্‌স এ দে কোঁগ্র নামক ভবনটিতে মূল উৎসব অনুষ্ঠিত হয়।[] উৎসবটি ১৯৫১ সালে এফআইএপিএফ কর্তৃক স্বীকৃতি লাভ করে।[]

কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
অবস্থানকান, ফ্রান্স
প্রতিষ্ঠিত৩১ আগস্ট ১৯৩৯; ৮৫ বছর আগে (1939-08-31) (আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হিসেবে)
পুরস্কারপাল্ম দর, গ্রঁ প্রি
ভাষাআন্তর্জাতিক
ওয়েবসাইটwww.festival-cannes.com

ভেনিস চলচ্চিত্র উৎসববার্লিন চলচ্চিত্র উৎসবের সাথে কানকে "বড় তিন" ইউরোপীয় চলচ্চিত্র উৎসবের মর্যাদা দেওয়া হয়। এছাড়া ভেনিস, বার্লিন, টরন্টোসানড্যান্সের সাথে কানকে "বড় পাঁচ" আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মর্যাদা দেওয়া হয়।[][][][১০]

আনুষ্ঠানিকতা

সম্পাদনা

কান চলচ্চিত্র উৎসব বিভিন্ন ভাগে অনুষ্ঠিত হয়:[১১] ==

  • দাপ্তরিক বাছাই – উৎসবের প্রধান কর্মসূচী
    • প্রতিযোগিতায় – পাল্ম দর-এর জন্য ২০টি চলচ্চিত্র প্রতিযোগিতা করে। চলচ্চিত্রগুলো থিয়েটার লুমিয়েরে প্রদর্শিত হয়।
    • আঁ সেরতাঁ র‍্যগার – বিভিন্ন দেশের সংস্কৃতি নিয়ে মৌলিক ও ভিন্নধর্মী কাজ সাল দ্যব্যুসিতে প্রদর্শিত হয়।
    • প্রতিযোগিতার বাইরে – এই চলচ্চিত্রগুলোও থিয়েটার লুমিয়েতে প্রদর্শিত হয়, কিন্তু সেগুলো মূল পুরস্কারের জন্য প্রতিযোগিতা করে না।
    • মধ্যরাতের প্রদর্শনী - এই চলচ্চিত্রগুলো থিয়েটার লুমিয়েরে মধ্যরাতে গালা প্রদর্শনীর জন্য বাছাই করা হয়, কিন্তু সেগুলো মূল পুরস্কারের জন্য প্রতিযোগিতা করে না।
    • কান উদ্বোধনী প্রদর্শনী - এই চলচ্চিত্রগুলো সাল দ্যব্যুসিতে প্রদর্শনের জন্য বাছাই করা হয়, , কিন্তু সেগুলো মূল পুরস্কারের জন্য প্রতিযোগিতা করে না।
    • বিশেষ প্রদর্শনী – সিলেকশন কমিটি নির্দিষ্ট কিছু বিষয়ের উপর নির্ভর করে এই চলচ্চিত্রগুলো নির্ধারণ করে।
    • সিনেফনডেশন – বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র স্কুলের শিক্ষার্থীদের তৈরি ১৫টি স্বল্পদৈর্ঘ্য ও মধ্যম দীর্ঘ চলচ্চিত্র সালে বুনুয়েল-এ প্রদর্শিত হয়।
    • স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র – প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো বুনুয়েল ও ডেবাসিতে প্রদর্শিত হয়।
    • কান ক্লাসিক - এতে চলচ্চিত্রের ঐতিহ্যকে উৎযাপন করা হয়, যার লক্ষ্য হল একেবারে নতুন বা পুনরুদ্ধার করা প্রিন্টের উপস্থাপনের মাধ্যমে অতীতের কাজগুলোকে তুলে ধরা।
    • সিনেমা দ্য লা প্লাজ - ক্লাসিক চলচ্চিত্র ও বাছাইকৃত নতুন চলচ্চিত্রগুলো জনসাধারণের জন্য মাসে বিচে প্রদর্শনী হয়, যার পূর্বে চলচ্চিত্রের সঙ্গীতের প্রতি উৎসর্গকৃত একটি অনুষ্ঠান হয়ে থাকে।
  • প্যারালাল বিভাগ - প্রতিযোগিতার বাইরের কর্মসূচী
    • ইন্টারন্যাশনাল ক্রিটিকস' উইক - ১৯৬২ সালে থেকে প্রদান করা হচ্ছে, এটি নতুন প্রতিভা আবিষ্কার এবং বিশ্বজুড়ে পরিচালকদের প্রথম ও দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের উপর দৃষ্টি নিবদ্ধ করে।
    • ডিরেক্টরস' ফোর্টনাইট – ১৯৬৯ সাল থেকে প্রদান করা হচ্ছে, এটি আভঁ-গার্দ সৃষ্টিকর্মগুলো তুলে ধরে, এমনকি এটি এমন একটি ক্ষেত্র তৈরি করেছে, যার মাধ্যমে কান উৎসব নিয়মিতভাবে তার মর্যাদাপূর্ণ লেখক-পরিচালকদের খুঁজে পাবে।
    • আসোসিয়াশিঁও দ্যু সিনেমা ইন্দেপেন্দঁ পুর সা দিফ্যুসিওঁ (এসিআইডি) - স্বাধীন চলচ্চিত্রসমূহ প্রেক্ষাগৃহে পরিবেশনার জন্য চলচ্চিত্র পরিচালকদের সংগঠন
    • তু লেস সিনেমাস দু মন্ড – বিশ্বের বিভিন্ন দেশের জীবনমুখী ও ভিন্নধর্মী চলচ্চিত্রের প্রদর্শনী। উৎসব চলাকালীন প্রতিদিন একটি দেশকে তার স্বতন্ত্র সংস্কৃতি, পরিচয় ও সাম্প্রতিক চলচ্চিত্রের প্রদর্শনীর জন্য আমন্ত্রণ জানানো হয়
    • কামেরা দর – ডিরেক্টরস' ফোর্টনাইট ও ইন্টারন্যাশনাল ক্রিটিকস' উইক থেকে শ্রেষ্ঠ অভিষেক চলচ্চিত্রের পুরস্কার
  • কর্মসূচী
    • মার্শে দু ফিল্ম – বাণিজ্যিক চলচ্চিত্রের প্রদর্শনী
    • মাস্টারক্লাস – বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র পরিচালকদের চলচ্চিত্রের প্রদর্শনী
    • সম্মান – আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন শিল্পীকে সম্মান ও ট্রফি প্রদানের পর তার একটি চলচ্চিত্রের প্রদর্শনী
    • প্রযোজকদের যোগাযোগ – আন্তর্জাতিক সহ-প্রযোজনা সংস্থার সাথে যোগাযোগ লাভের সুযোগ
    • প্রদর্শনী – প্রতি বছর একজন শিল্পী বা একটি চলচ্চিত্রের অংশবিশেষ বা চলচ্চিত্রের প্রধান বিষয় প্রদর্শনীর প্রধান আলোচ্য বিষয় হয়ে ওঠে।
    • ৬০ম বার্ষিকী – ২০০৭ সালে আয়োজিত অনুষ্ঠান ছিল এই উৎসবের ৬০ম বার্ষিকী

প্রতিটি কর্মসূচী শুরুর পূর্বে উৎসবের পরিচালনা পর্ষদ জুরি নিয়োগ করে। তাদের দায়িত্ব হল কোন চলচ্চিত্র কান পুরস্কার পাবে তা নির্ধারণ করা। আন্তর্জাতিক শিল্পীদের জুরি হিসেবে নিয়োগ দেওয়া হয় তাদের কাজ ও তাদের কাজের প্রতি অন্যদের শ্রদ্ধার ভিত্তিতে।[১২]

  • পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র – একজন সভাপতিসহ বিভিন্ন চলচ্চিত্র ও শিল্পকলার ব্যক্তিত্বদের নিয়ে গঠিত এই জুরি বোর্ড প্রতিযোগিতায় কে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য পুরস্কার পারে তা নির্ধারণ করে।
  • সিনেফনডেশন ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র – একজন সভাপতিসহ চারজন চলচ্চিত্র ব্যক্তিত্বের সমন্বয়ে গঠিত এই জুরি বোর্ড একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার ও সিনেফনডেশনের জন্য তিনটি শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্ধারণ করে।
  • উন সার্টেইন রিগার্ড – একজন সভাপতিসহ সাংবাদিক, চলচ্চিত্রের শিক্ষার্থী ও পেশাজীবীদের নিয়ে গঠিত এই জুরি বোর্ড উন সার্টেইন রিগার্ড পুরস্কারের জন্য একটি চলচ্চিত্র নির্ধারণ করে এবং আরও দুটি চলচ্চিত্রকে বিশেষ সম্মাননা দিয়ে পারে।
  • ক্যামেরা ডি'অর – একজন সভাপতিসহ চলচ্চিত্র পরিচালক, কলাকুশলী, এবং ফরাসি ও আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচকদের নিয়ে গঠিত এই বোর্ড যে কোন বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কারের জন্য সুপারিশ করে।

পুরস্কার

সম্পাদনা
 
কান চলচ্চিত্র উৎসব ১৯৭৯-এ অ্যাপোকালিপ্স নাউ চলচ্চিত্রের জন্য প্রাপ্ত পাম ডি'অর
 
২০১৪ সালে আদেল এগ্জা‌রকপুলোস এবং লিয়া সেদুও হলো প্রথম অভিনয় সদস্য যারা আবদুল্লাতিফ কাশিশ পরিচালিতব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার (২০১৩)সিনেমাতে পাম ডি'অর পুরস্কার পায়।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ডার্গিস, ম্যানোলা। "Cannes International Film Festival"দ্য নিউ ইয়র্ক টাইমস 
  2. লিম, ডেনিস (১৫ মে ২০১২)। "They'll Always Have Cannes"দ্য নিউ ইয়র্ক টাইমস 
  3. উলজি, ম্যাট। "In Pictures: Chic Cannes Hideaways"ফোর্বস 
  4. অ্যাডলাখা, পিটার ডিব্রুজ; গ্লাইবারম্যান, ওয়েন; লজ, কিয়াং; জেসিকা, এলফাডল; মুরতাদা, সিদ্ধান্ত (২৫ মে ২০২৫)। "Best of Cannes: Critics Pick 17 Must-See Movies From the 2025 Festival"ভ্যারাইটি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৫ 
  5. "Presentation of the Palais"palaisdesfestivals.com। ২০ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৫ 
  6. মোয়েরান, ব্রায়ান; জেসপার, স্ট্রান্ডগার্ড পেডারসন (২০১১)। Negotiating Values in the Creative Industries: Fairs, Festivals and Competitive Eventsকেমব্রিজ: কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা ১৭৩। আইএসবিএন 978-1-107-00450-4। ৮ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৫ 
  7. রক্সবরা, স্কট (১৬ ফেব্রুয়ারি ২০২০)। "Berlin Rebooted: Festival Shuffles Lineup, Aims for Recharged Market"দ্য হলিউড রিপোর্টার। ৮ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৫ 
  8. অ্যান্ডারসন, অ্যারিস্টন (২৪ জুলাই ২০১৪)। "Venice: David Gordon Green's 'Manglehorn,' Abel Ferrara's 'Pasolini' in Competition Lineup"দ্য হলিউড রিপোর্টার। ১৮ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৫ 
  9. "Addio, Lido: Last Postcards from the Venice Film Festival"টাইম। ২০ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৫ 
  10. চ্যান, এফ. (১ জুন ২০১১)। "The international film festival and the making of a national cinema"। স্ক্রিন৫২ (২): ২৫৩–২৬০। ডিওআই:10.1093/screen/hjr012 
  11. "Cannes Festival website" 
  12. "Cannes juries"। Cannes Festival website। ২৭ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৬ 
  13. "Pixar pooch picks Up Cannes prize"। BBC News। ২২ মে ২০০৯। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৬ 
  14. "Transgender activist Pascale Ourbih on Cannes gay prize jury"। On Top Magazine। ১০ মে ২০১০। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৬ 

বহিঃসংযোগ

সম্পাদনা