২৯ আগস্ট
তারিখ
<< | আগস্ট | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
২০২৪ |
২৯ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৪১তম (অধিবর্ষে ২৪২তম) দিন। বছর শেষ হতে আরো ১২৪ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
সম্পাদনা- ১৮২৫- পর্তুগাল ব্রাজিলের স্বাধীনতা স্বীকার করে নেয়।
- ১৮৩১- মাইকেল ফ্যারাডে তড়িৎচুম্বকীয় আবেশ আবিষ্কার করেন।
- ১৮৩৫ - অস্ট্রেলিয়ার মেলবোর্ন নগর স্থাপিত হয়।
- ১৮৪২ - নানকিন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে অ্যাংলো-চীন যুদ্ধ শেষ হয়। চুক্তির শর্ত অনুসারে হংকং ভূখণ্ড ব্রিটেনকে লিজ দেওয়া হয়।
- ১৯৪৭- ভীমরাও রামজি আম্বেডকরকে ভারতীয় সংবিধান খসড়া সমিতির সভাপতি করা হয়।
- ১৯৫৩ - সোভিয়েত ইউনিয়ন হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটায়।
- ১৯৫৬ - খাদ্যের দাবিতে ঢাকায় ‘ভুখা মিছিল’ হয়।
- ১৯৯১ - সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির কার্যক্রম নিষিদ্ধ করে সংসদ প্রস্তাব গৃহীত হয়।
জন্ম
সম্পাদনা- ৫৭০ - মুহাম্মাদ, ইসলামের কেন্দ্রীয় ব্যক্তিত্ব এবং ইসলামি বিশ্বাস অনুযায়ী আল্লাহ কর্তৃক প্রেরিত সর্বশেষ নবী।
- ১৬৩২ - জন লক, ইংরেজ দার্শনিক, অর্থনীতিবিদ, চিন্তাবিদ, এবং রাজনৈতিক ভাষ্যকার। (মৃ. ১৭০৪)
- ১৭৮০ - জঁ-ওগুস্ত-দোমিনিক আঁগ্র, ফরাসি নব্যধ্রুপদী চিত্রকর। (মৃ. ১৮৬৭)
- ১৮৬২ - মোরিস মাতরলাঁক, নোবেলজয়ী বেলজীয় নাট্যকার, কবি এবং প্রবন্ধকার। (মৃ. ১৯৪৯)
- ১৯০৪ - ভারনার ফ্রোসমান, নোবেলজয়ী জার্মান চিকিৎসক।
- ১৯০৫ - ধ্যানচাঁদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় হকি খেলোয়াড়। (মৃ. ০৩/১২/১৯৭৯)
- ১৯০৮ - ভেরিয়ার এলউইন, ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় নৃতত্ত্ববিদ, নৃতাত্ত্বিক এবং উপজাতীয় কর্মী। (মৃ. ১৯৬৪)
- ১৯১৫ - ইনগ্রিড বার্গম্যান, সুইডিশ চলচ্চিত্রাভিনেত্রী।
- ১৯২৩ - রিচার্ড স্যামুয়েল অ্যাটনবারা, ইংরেজ চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং উদ্যোক্তা। (মৃ. ২৪/০৮/২০১৪)
- ১৯৩৮ - এলিয়ট গোল্ড, মার্কিন অভিনেতা।
- ১৯৪৩ - আর্থার বি. ম্যাকডোনাল্ড, নোবেলজয়ী কানাডীয় জ্যোতিঃপদার্থবিজ্ঞানী।
- ১৯৪৬ - বব বিমন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ট্র্যাক এন্ড ফিল্ড অ্যাথলেট।
- ১৯৫৮ - মাইকেল জ্যাকসন, মার্কিন গায়ক, গীতিকার এবং ড্যান্সার। (মৃ. ২৫/০৬/২০০৯)
মৃত্যু
সম্পাদনা- ১৫৩৩ - আতাওয়ালপা, ইনকা সাম্রাজ্যের ১৩তম ও শেষ স্বাধীন সম্রাট ছিলেন। (জ. ১৪৯৭)
- ১৬০৪ - হামিদা বানু বেগম, মোগল সম্রাজ্ঞী। (জ. ১৫২৭)
- ১৯০৪ - পঞ্চম মুরাদ, অটোমান সুলতান। (জ. ১৮৪০)
- ১৯১১ - মীর মাহবুব আলী খান, হায়দ্রাবাদের ষষ্ঠ নিজাম। (জ. ১৮৬৬)
- ১৯৬০ - হাজ্জা মাজালি, জর্ডানের প্রধানমন্ত্রী।
- ১৯৬৬ - সাইয়েদ কুতুব, মিশরীয় ইসলামী চিন্তাবিদ এবং বিপ্লবী রাজনৈতিক সংগঠক। (জ. ১৯০৬)
- ১৯৭৬ - (১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) কাজী নজরুল ইসলাম, বাঙালি লেখক, সাহিত্যিক, বিদ্রোহী কবি ও বাংলাদেশের জাতীয় কবি।[১] (জ.২৫ মে ১৮৯৯;১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ)
- ১৯৮২ - ইনগ্রিড বার্গম্যান, সুইডিশ চলচ্চিত্রাভিনেত্রী।
- ১৯৮৭ - লি মারভিন, আমেরিকান অভিনেতা। (জ. ১৯২৪)
- ১৯৯২ - ফেলিক্স গোয়াতারি, ফরাসি মনোচিকিৎসক, দার্শনিক, সঙ্কেতবিজ্ঞানী ও সক্রিয়তাবাদী। (জ. ১৯৩০)
- ১৯৯৪ - তুষারকান্তি ঘোষ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি সাংবাদিক।(জ.১৮৯৮)
- ১৯৯৭ - কংসারী হালদার, পশ্চিমবঙ্গের তেভাগা আন্দোলনের নেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব। (জ. ২৬/০৯/১৯১০)
- ১৯৯৯ - মোহনানন্দ ব্রহ্মচারী, ভারতীয় বাঙালি ধর্মগুরু ও যোগী পুরুষ। (জ.১৯০৪)
- ২০১৮ - জেমস মারলিস, ব্রিটিশ অর্থনীতিবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। (জ.১৯৩৬)
- ২০২১ - বুদ্ধদেব গুহ, প্রখ্যাত বাঙালি সাহিত্যিক। (জ. ২৯/০৬/১৯৩৬)
- ২০২১ - এড অ্যাজনার, মার্কিন অভিনেতা ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ডের সভাপতি। (জ. ১৯২৯)
- ২০২১ - জাক রগ, বেলজিয়ামের ক্রীড়া অধিকর্তা। (জ. ১৯৪২)
- ২০২৪ - আবদুল গফুর মজিদ নূরানী, ভারতীয় আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ ও লেখক। (জ.১৯৩০)
ছুটি ও অন্যান্য
সম্পাদনা- জাতীয় ক্রীড়া দিবস (ভারত)
- মিশরীয় বর্ষপঞ্জিকা: প্রথম দিন থথ।
- পারমাণবিক পরীক্ষা বিরোধী আন্তর্জাতিক দিবস ৷
- খনি শ্রমিক দিবস (ইউক্রেন)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ সংসদ বাঙালি চরিতাভিধান, সম্পাদনাঃ সুবোধচন্দ্র সেনগুপ্ত এবং অঞ্জলি বসু, ১ম খণ্ড, সংশোধিত পঞ্চম সংস্করণ, সাহিত্য সংসদ, ২০১০, কলকাতা
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে ২৯ আগস্ট সংক্রান্ত মিডিয়া রয়েছে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |