ভূপেশ গুপ্ত
ভূপেশ গুপ্ত (ইংরেজি: Bhupesh Gupta) (২০ অক্টোবর, ১৯১৪ - ৬ আগস্ট, ১৯৮১) ছিলেন কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা এবং বিশিষ্ট সাংসদ।[১]
ভূপেশ গুপ্ত | |
---|---|
জন্ম | ২০ অক্টোবর, ১৯১৪ |
মৃত্যু | ৬ আগস্ট, ১৯৮১ |
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) ভারত |
মাতৃশিক্ষায়তন | স্কটিশ চার্চ কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় |
পেশা | রাজনীতিবিদ |
পরিচিতির কারণ | ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ব্যক্তি |
রাজনৈতিক দল | ভারতের কমিউনিস্ট পার্টি, |
আন্দোলন | ভারতের স্বাধীনতা আন্দোলন, কৃষক আন্দোলন, |
পিতা-মাতা |
|
জন্ম ও শিক্ষাজীবন
সম্পাদনাভূপেশ গুপ্তের জন্ম বর্তমান কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায়।[১] তিনি বিখ্যাত স্কটিশ চার্চ কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।[২]
রাজনৈতিক জীবন
সম্পাদনাতার রাজনৈতিক জীবন শুরু হয় বিপ্লবী আন্দোলনের মাধ্যমে। ১৯৩০-৩১ সালে বিপ্লবী কার্যকলাপের জন্য ধৃত হয়ে ১৯৩৭ সাল পর্যন্ত বন্দিজীবন কাটান। অন্তরীণ অবস্থায় আই.এ. ও বি.এ. পাস করেন। মুক্তি পেয়ে লন্ডনে যান। সেখানে এল.এল.বি. ডিগ্রি পান এবং মিডল টেম্পল থেকে ব্যারিস্টার হয়ে ১৯৪১ সালে ভারতে ফিরে ভারতের কমিউনিস্ট পার্টির সারাক্ষণের কর্মী হন।[১]
দেশভাগের পরের জীবন
সম্পাদনাপশ্চিমবঙ্গে পার্টি নিষিদ্ধ হলে ১৯৪৮ সালে আত্মগোপন করে পার্টির কাজ করতে থাকেন। ১৯৫১ সালে গ্রেপ্তার হয়ে দমদম জেলে বন্দি অবস্থায় রাজ্যসভায় নির্বাচিত হন। কমিউনিস্ট পার্টির জাতীয় পরিষদের ও কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন। ১৯৫৭, ১৯৬০ ও ১৯৬৯ সালে মস্কোতে অনুষ্ঠিত কমিউনিস্ট এন্ড ওয়ার্কার্স পার্টিগুলির আন্তর্জাতিক অধিবেশনগুলির তিনটিতেই যোগ দেন। ১৯৬৬ সাল থেকে নিউ এজ পত্রিকার সম্পাদক এবং দৈনিক স্বাধীনতার সম্পাদকীয় বোর্ডের সদস্য ছিলেন। বাংলা ও ইংরেজিতে কয়েকটি পুস্তক রচনা করেছেন।[১]
মৃত্যু
সম্পাদনাভূপেশ গুপ্ত চিকিৎসার জন্য মস্কোতে যান এবং সেখানেই ৬ আগস্ট, ১৯৮১ তারিখে মৃত্যুবরণ করেন।[১]