২০২০
বছর
২০২০ একটি সাধারণ বছর যেটি বুধবার দিয়ে শুরু হয়। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুযায়ী, এটি কমন এরা এবং আন্ন দমিনাই এর ২০২০তম বছর; ৩য় সহস্রাব্দের ২০তম বছর এবং ২১শ শতাব্দী; এবং ২০২০-এর দশকের প্রথম বছর।
সহস্রাব্দ: | ৩য় সহস্রাব্দ |
---|---|
শতাব্দী: | |
দশক: | |
বছর: |
গ্রেগরীয় বর্ষপঞ্জি | ২০২০ MMXX |
আব উর্বে কন্দিতা | ২৭৭৩ |
আর্মেনীয় বর্ষপঞ্জি | ১৪৬৯ ԹՎ ՌՆԿԹ |
অ্যাসিরীয় বর্ষপঞ্জি | ৬৭৭০ |
বাহাই বর্ষপঞ্জি | ১৭৬–১৭৭ |
বাংলা বর্ষপঞ্জি | ১৪২৬–১৪২৭ |
বেরবের বর্ষপঞ্জি | ২৯৭০ |
বুদ্ধ বর্ষপঞ্জি | ২৫৬৪ |
বর্মী বর্ষপঞ্জি | ১৩৮২ |
বাইজেন্টাইন বর্ষপঞ্জি | ৭৫২৮–৭৫২৯ |
চীনা বর্ষপঞ্জি | 己亥年 (পৃথিবীর শূকর) ৪৭১৬ বা ৪৬৫৬ — থেকে — 庚子年 (ধাতুর ইঁদুর) ৪৭১৭ বা ৪৬৫৭ |
কিবতীয় বর্ষপঞ্জি | ১৭৩৬–১৭৩৭ |
ডিস্কর্ডীয় বর্ষপঞ্জি | ৩১৮৬ |
ইথিওপীয় বর্ষপঞ্জি | ২০১২–২০১৩ |
হিব্রু বর্ষপঞ্জি | ৫৭৮০–৫৭৮১ |
হিন্দু বর্ষপঞ্জিসমূহ | |
- বিক্রম সংবৎ | ২০৭৬–২০৭৭ |
- শকা সংবৎ | ১৯৪১–১৯৪২ |
- কলি যুগ | ৫১২০–৫১২১ |
হলোসিন বর্ষপঞ্জি | ১২০২০ |
ইগবো বর্ষপঞ্জি | ১০২০–১০২১ |
ইরানি বর্ষপঞ্জি | ১৩৯৮–১৩৯৯ |
ইসলামি বর্ষপঞ্জি | ১৪৪১–১৪৪২ |
জুশ বর্ষপঞ্জি | ১০৯ |
জুলীয় বর্ষপঞ্জি | গ্রেগরীয় বিয়োগ ১৩ দিন |
কোরীয় বর্ষপঞ্জি | ৪৩৫৩ |
মিঙ্গু বর্ষপঞ্জি | প্রজা. চীন ১০৯ 民國১০৯年 |
থাই সৌর বর্ষপঞ্জি | ২৫৬৩ |
ইউনিক্স সময় | ১৫৭৭৮৩৬৮০০ – ১৬০৯৪৫৯১৯৯ |

উইকিমিডিয়া কমন্সে ২০২০ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
ঘটনাবলিসম্পাদনা
জুনসম্পাদনা
- ২১ জুন - বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ অনুষ্ঠিত। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও মধ্য আফ্রিকা থেকে দেখা যায়।
- ২৯ জুন - ঢাকার বুড়িগঙ্গা নদীতে মর্নিং বার্ড লঞ্চডুবির ঘটনায় অন্তত ৩৪ জন নিহত।[১]
জুলাইসম্পাদনা
- ১ জুলাই - আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদ থেকে শশাঙ্ক মনোহর পদত্যাগ করেন।[২]
- ২ জুলাই - বাংলাদেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেওয়া হয়।[৩]
আগস্টসম্পাদনা
- ৪ আগস্ট - লেবাননের রাজধানী বৈরুতে অসুরক্ষিতভাবে মজুদকৃত অ্যামোনিয়াম নাইট্রেট থেকে সৃষ্ট একাধিক বিস্ফোরণে অন্তত ১০০ জন নিহত হয়, সহস্রাধিক আহত হয় এবং বৈরুত বন্দর এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।[৪]
সেপ্টেম্বরসম্পাদনা
- ২৭ সেপ্টেম্বর - নাগর্নো-কারাবাখ অঞ্চলে আর্মেনিয়া ও আজারবাইজানের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে, যার ফলশ্রুতিতে আর্মেনিয়া, আজারবাইজান ও আর্টসখ প্রজাতন্ত্রে সামরিক শাসন জারি করে সেনা মোতায়েন করা হয়।[৫]
অক্টোবরসম্পাদনা
- ১৩ অক্টোবর - বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ জারি করা হয়।[৬]
ডিসেম্বরসম্পাদনা
- ৫ ডিসেম্বর - ভারতের অন্ধ্র প্রদেশের এলুরু শহরে একটি অজানা রোগের প্রাদুর্ভাব শুরু হয়, যাতে ৪৫০ এর অধিক লোক হাসপাতালে ভর্তি হন এবং একজন মারা যান।
মৃত্যুসম্পাদনা
জানুয়ারিসম্পাদনা
- ২ জানুয়ারি - ফজিলাতুন্নেসা বাপ্পী, বাংলাদেশি আইনজীবী, রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য। (জ. ১৯৭০)
- ৩ জানুয়ারি
- আবু মাহদি আল-মুহান্দিস - ইরাকি-ইরানি রাজনীতিবিদ ও সামরিক কমান্ডার। (জ. ১৯৫৪)[৭]
- কাসেম সোলেইমানি - ইরানি সেনা কর্মকর্তা। (জ. ১৯৫৭)[৮]
- ৫ জানুয়ারি - তাফাজ্জুল হক হবিগঞ্জী, বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও রাজনীতিবিদ
- ১০ জানুয়ারি - মোজাম্মেল হোসেন, বাংলাদেশি চিকিৎসক, রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য। (জ. ১৯৪০)
- ১১ জানুয়ারি
- আহমেদ আলী - বাংলাদেশি রাজনীতিবিদ। (জ. ১৯৩২)[৯]
- মুশাররাফ করিম, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী বাংলাদেশি সাহিত্যিক।[১০]
- ১৪ জানুয়ারি - কাজী সেকেন্দার আলী ডালিম, বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য। (জ. ১৯৪৫)
- ২৬ জানুয়ারি
- কোবি ব্রায়ান্ট - মার্কিন বাস্কেটবল খেলোয়াড়। (জ. ১৯৭৮)[১১]
- জন অ্যাল্টোবেলি - মার্কিন বেসবল কোচ। (জ. ১৯৬৩)[১২]
- ২৯ জানুয়ারি - আযহার আলী আনোয়ার শাহ, বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও শিক্ষাবিদ (জ.১৯৪৭)
মার্চসম্পাদনা
- ৩ মার্চ - আশরাফ সিদ্দিকী, বাংলাদেশি সাহিত্যিক, লোকগবেষক ও বাংলা একাডেমির মহাপরিচালক। (জ. ১৯২৭)
- ৮ মার্চ - মাক্স ফন সিডো - সুয়েডিয়-ফরাসি অভিনেতা। (জ. ১৯২৯)[১৩]
এপ্রিলসম্পাদনা
- ১৭ এপ্রিল - যুবায়ের আহমদ আনসারী, ইসলামি পণ্ডিত ও রাজনীতিবিদ। (জ. ১৯৬২)
- ২২ এপ্রিল
- শার্লি নাইট - মার্কিন অভিনেত্রী। (জ. ১৯২৬)[১৪]
- সা’দত হুসাইন - বাংলাদেশি আমলা এবং সরকারি কর্ম কমিশনের নবম চেয়ারম্যান। (জ. ১৯৪৬)[১৫]
- ২৮ এপ্রিল - জামিলুর রেজা চৌধুরী, বাংলাদেশি প্রকৌশলী, জাতীয় অধ্যাপক। (জ. ১৯৪৩)
মেসম্পাদনা
- ১০ মে
- আনোয়ারুল কবির তালুকদার, বাংলাদেশি রাজনীতিবিদ, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী, কোভিড-১৯। (জ. ১৯৪৪)
- হরিশঙ্কর বাসুদেবন, ভারতীয় ইতিহাসবিদ ও অধ্যাপক, কোভিড-১৯। (জ. ১৯৫২)
- ১৪ মে
- আনিসুজ্জামান, বাংলাদেশি শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক, কোভিড-১৯। (জ. ১৯৩৭)
- ড. খালিদ মাহমুদ, পাকিস্তানি বিচারক ও দেওবন্দি ইসলামি পণ্ডিত (জ. ১৯২৫)
- ২৪ মে - শাহ মুহাম্মদ তৈয়ব, বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব (জ. ১৯৪৩)
- ২৪ মে - মকবুল হোসেন, বাংলাদেশি রাজনীতিবিদ ও ঢাকা-৯ আসনের সাবেক এমপি, কোভিড-১৯। (জ. ১৯৫০)
- ৩১ মে - আবদুল মোনেম, বাংলাদেশি ব্যবসায়ী ও শিল্পপতি। (জ. ১৯৩৭)
জুনসম্পাদনা
- ১৩ জুন
- মোহাম্মদ নাসিম, বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী, কোভিড-১৯। (জ. ১৯৪৮)
- শেখ মোহাম্মদ আবদুল্লাহ, বাংলাদেশি রাজনীতিবিদ ও ধর্ম প্রতিমন্ত্রী, কোভিড-১৯। (জ. ১৯৪৫)
- সুলতান উদ্দিন ভূঁইয়া, বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য। (জ. ১৯৫৩)
- ১৪ জুন
- সাইফুল আজম - বাংলাদেশ, পাকিস্তান, জর্ডান ও ইরাক-এই চারটি দেশের বিমানবাহিনীতে দায়িত্ব পালনকারী বাংলাদেশি বৈমানিক ও রাজনীতিবিদ। (জ. ১৯৪১)
- সুশান্ত সিং রাজপুত, ভারতীয় অভিনেতা। (জ. ১৯৮৬)
- ১৫ জুন - বদর উদ্দিন আহমেদ কামরান, রাজনীতিবিদ, সিলেট সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র, কোভিড-১৯। (জ. ১৯৫৩)
- ১৯ জুন - রাম চাঁদ গোয়ালা, বাংলাদেশের প্রথম বাম-হাতি স্পিনার। (জ. ১৯৪১)
- ২০ জুন - কামাল লোহানী, বাংলাদেশি সাংবাদিক ও সাহিত্যজন, শিল্পকলা একাডেমীর সাবেক মহাপরিচালক, কোভিড-১৯। (জ. ১৯৩৪)
- ২৫ জুন - নিমাই ভট্টাচার্য, ভারতীয় বাঙালি লেখক ও সাংবাদিক। (জ. ১৯৩১)
- ২৯ জুন - আবদুল্লাহ আল মোহসিন চৌধুরী, বাংলাদেশ সরকারের সাবেক সচিব, কোভিড-১৯। (জ. ১৯৬৩)
জুলাইসম্পাদনা
- ১ জুলাই - লতিফুর রহমান, বাংলাদেশি শিল্পপতি ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান। (জ. ১৯৪৫)
- ৬ জুলাই - এন্ড্রু কিশোর, বাংলাদেশি সঙ্গীতশিল্পী। (জ. ১৯৫৫)
- ৯ জুলাই - সাহারা খাতুন, বাংলাদেশি আইনজীবী ও রাজনীতিবিদ, বাংলাদেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী। (জ. ১৯৪৩)
- ১১ জুলাই - এবিএম হোসেন, বাংলাদেশি ইতিহাসবিদ ও ইসলামি শিল্পকলা বিশেষজ্ঞ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম ইমেরিটাস অধ্যাপক। (জ. ১৯৩৪)
- ১৩ জুলাই - নুরুল ইসলাম বাবুল, বাংলাদেশি ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কোভিড-১৯। (জ. ১৯৪৬)
- ১৪ জুলাই - শাহজাহান সিরাজ, বাংলাদেশি রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা, সাবেক বন ও পরিবেশ মন্ত্রী। (জ. ১৯৪৩)
- ১৭ জুলাই - এমাজউদ্দিন আহমদ, বাংলাদেশি রাষ্ট্রবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। (জ. ১৯৩৩)
- ২৪ জুলাই - দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য। (জ. ১৯৩৪)
- ২৭ জুলাই - ইসরাফিল আলম, বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য, কোভিড-১৯। (জ. ১৯৬৬)
আগস্টসম্পাদনা
- ৯ আগস্ট - আলাউদ্দিন আলী, আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী বাংলাদেশি গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক। (জ. ১৯৫২)
সেপ্টেম্বরসম্পাদনা
- ১৮ সেপ্টেম্বর - শাহ আহমদ শফী, হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও দারুল উলুম হাটহাজারীর আচার্য।
- ২৭ সেপ্টেম্বর - মাহবুবে আলম, বাংলাদেশি আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল। (জ. ১৯৪৯)
অক্টোবরসম্পাদনা
- ৫ অক্টোবর - মনসুর উল করিম, একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশি চিত্রশিল্পী ও অধ্যাপক। (জ. ১৯৫০)
- ১৩ অক্টোবর - রশীদ হায়দার, একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী বাংলাদেশি লেখক, কথাসাহিত্যিক ও মুক্তিযুদ্ধ গবেষক, নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক। (জ. ১৯৪১)
নভেম্বরসম্পাদনা
- ১৫ নভেম্বর - সৌমিত্র চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি কিংবদন্তি অভিনেতা ও আবৃত্তিকার, কোভিড-১৯। (জ. ১৯৩৫)
- ২৫ নভেম্বর - দিয়েগো ম্যারাডোনা, আর্জেন্টিনীয় ফুটবল খেলোয়াড়। (জ. ১৯৬০)
- ২৭ নভেম্বর - আলী যাকের, বাংলাদেশী টেলিভিশন ও মঞ্চ অভিনেতা, কোভিড-১৯। (জ. ১৯৪৪)
ডিসেম্বরসম্পাদনা
- ৭ ডিসেম্বর – জারওয়ালি খান, পাকিস্তানি দেওবন্দি ইসলামি পণ্ডিত (জ. ১৯৫৩)
- ১৩ ডিসেম্বর – নূর হুসাইন কাসেমী, দেওবন্দি ইসলামি পণ্ডিত ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব। (জ. ১৯৪৫)
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "বুড়িগঙ্গায় ভেসে উঠল আরেক লাশ, মৃত বেড়ে ৩৪"। প্রথম আলো। ৩০ জুন ২০২০।
- ↑ "আইসিসি চেয়ারম্যানের পদ ছাড়লেন শশাঙ্ক মনোহর"। হিন্দুস্তান টাইমস। ১ জুলাই ২০২০। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২০।
- ↑ স্বপন, হারুন অর রশীদ (৩ জুলাই ২০২০)। "সরকারি পাটকল যুগের অবসান"। ডিডাব্লিউ। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২০।
- ↑ "Beirut blast: Explosion rocks city injuring many" [বৈরুত বিস্ফোরণ: প্রাণঘাতী বিস্ফোরণ শহর কাঁপালো]। বিবিসি (ইংরেজি ভাষায়)। ৪ আগস্ট ২০২০। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২০।
- ↑ "Azerbaijan's parliament approves martial law, curfews – president's aide"। Reuters। ২৭ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, অধ্যাদেশে রাষ্ট্রপতির সাক্ষর"। ঢাকা ট্রিবিউন। ১৩ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০২০।
- ↑ "নিহত মুহান্দিস ছিলেন মার্কিন-ইসরাইলের আতঙ্ক"। দৈনিক যুগান্তর। ৩ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২০।
- ↑ "বাগদাদে হামলা: ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানি মার্কিন হামলায় নিহত, বলছে পেন্টাগন"। বিবিসি বাংলা। ৩ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২০।
- ↑ "ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক আহমেদ আলী আর নেই"। কালের কণ্ঠ। ১১ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২০।
- ↑ "কবি মুশাররাফ করিমের ইন্তেকাল"। বাংলাদেশ প্রতিদিন। ১৩ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২০।
- ↑ "Kobe Bryant, daughter Gianna among nine dead in helicopter crash in Calabasas"। Los Angeles Times। ২৬ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২০।
- ↑ "Orange County baseball coach, his daughter and wife were in helicopter crash along with Kobe Bryant"। CNN। ২৭ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২০।
- ↑ সাদ, নার্ডিন (৯ মার্চ ২০২০)। "Max von Sydow, the Swedish star of Bergman films, 'The Greatest Story Ever Told' and 'The Exorcist,' has died"। লস অ্যাঞ্জেলেস টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২০।
- ↑ "Shirley Knight, Adventurous Actress and Two-Time Oscar Nominee, Dies at 83"। দ্য হলিউড রিপোর্টার (ইংরেজি ভাষায়)। ২২ এপ্রিল ২০২০। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২০।
- ↑ "সাবেক সচিব সা'দত হুসাইন নেই"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২২ এপ্রিল ২০২০। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২০।