১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০ ৩১  

১৩ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৯৪তম (অধিবর্ষে ১৯৫তম) দিন। বছর শেষ হতে আরো ১৭১ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

সম্পাদনা
  • ১৫৮৫ - স্যার রিচার্ড গ্রীনভিলের নেতৃত্বে ১০৮ জনের একটি ইংরেজ দল আমেরিকার নিউক্যালেডোনিয়ার রোয়ানোকে দ্বীপে উপনিবেশ স্থাপনের উদ্দেশ্যে পৌঁছায়।
  • ১৭১৩ - গ্রেট ব্রিটেন, ফ্রান্স ও নেদারল্যান্ডের মধ্যে শান্তি ও সৌভ্রাতৃত্ব চুক্তি স্বাক্ষর।
  • ১৭৭১ - বিখ্যাত বৃটিশ সমুদ্র ভ্রমনকারী জেমস কুক তিন বছর ধরে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ ভ্রমণ শেষ করেন।
  • ১৭৭২ - ক্যাপ্টেন জেমস কুক তার দ্বিতীয় অভিযান শুরু করেন।
  • ১৮৩০ - কলকাতার স্কটিশ চার্চ কলেজ স্থাপিত হয়।
  • ১৮৩২ - হেনরী স্কুলক্র্যাফট মিনেসোটায় মিসিসিপ নদীর উৎস আবিষ্কার করেন।
  • ১৮৫৮ - স্কটিশ সংস্কার আইন পাস হয়।
  • ১৮৭১ - পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো লন্ডনে বিড়াল প্রদর্শনী।
  • ১৮৭৮ - তুরস্ক থেকে বিচ্ছিন্ন হয়ে রোমানিয়া স্বাধীনতা ঘোষণা করে।
  • ১৮৮২ - রাশিয়ায় এক রেল দুর্ঘটনায় ২০০ জনের মৃত্যু হয়।
  • ১৮৯৮ - মার্কোনি রেডিওর প্যাটেন্ট পান।
  • ১৯০৫ - কলকাতা থেকে প্রকাশিত ‘শক্তিবান’ পত্রিকা ব্রিটিশ পণ্য বর্জনের আহ্বান জানায়।
  • ১৯২৯ - ভারতীয় বিপ্লবী যতীন্দ্র নাথ দাস জেলবন্দিদের অধিকারের দাবিতে আজকের দিনে ৬৩ দিনের অনশন শুরু করেন।
  • ১৯৩০ - উরুগুয়েতে বিশ্বকাপ ইতিহাসের প্রথম ম্যাচে ফ্রান্স মেক্সিকোকে ৪-১ গোলে হারায়।
  • ১৯৩১ - জার্মানীর একটি আর্থিক প্রতিষ্ঠান ডানাব্যাংক দেউলিয়া হয়ে যায়। ফলে জার্মানীর সব ব্যাংক বন্ধ হয় যা আবার ৫ আগস্ট খুলে।
  • ১৯৩৩ - নাৎসি পার্টি ছাড়া অন্যসব রাজনৈতিক দলকে জার্মানিতে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
  • ১৯৩৯ - ফ্রাঙ্ক সিনাত্রা চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন।
  • ১৯৬০ - জন এফ. কেনেডি লস এঞ্জেলসে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ডেমোক্রেট দলের নমিনেশন পান।
  • ১৯৬৬ - যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ বা ইসকন গঠিত হয়।
  • ১৯৭৩ - আফগানিস্তানকে প্রজাতন্ত্র ঘোষণা।
  • ১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মরক্কো
  • ১৯৭৭ - নিউইয়র্ক সিটি একটানা ১৪ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার নজিরবিহীন ঘটনা। এ সময় ভয়াবহ লুটপাট, খুন, ধর্ষণ সংঘটিত হয়।
  • ২০০৭ - নেপালের পশ্চিমাঞ্চলে দু’টি পৃথক ভূকিম্পে অন্তত ২৬ জন নিহত হয়।

মৃত্যু

সম্পাদনা

ছুটি ও অন্যান্য

সম্পাদনা
  • কাশ্মীর শহীদ দিবস (পাকিস্তান)।

বহিঃসংযোগ

সম্পাদনা