৮ জুলাই
তারিখ
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
৮ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৮৯তম (অধিবর্ষে ১৯০তম) দিন। বছর শেষ হতে আরো ১৭৬ দিন বাকি রয়েছে।
পরিচ্ছেদসমূহ
ঘটনাবলীসম্পাদনা
- ১৯৭২ - প্রথম আরব মুসলিম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইরাক।
- ২০০৬ - দীর্ঘ ৪৪ বছর বন্ধ থাকার পর নাথুলা পাস সীমান্তপথটি ভারত চীনের সাথে বাণিজ্যের উদ্দেশ্যে খুলে দেয়।
জন্মসম্পাদনা
- ১৯১৪ - জ্যোতি বসু, ভারতীয় বাঙালি কমিউনিস্ট নেতা ও পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী।
- ১৯৪৯ - ইয়েদুগুরি সন্দিন্তি রাজশেখর রেড্ডি, ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী।
- ১৯৫১ - অ্যাঞ্জেলিকা হিউস্টন, মার্কিন অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক ও স্মৃতিকথাকার।
- ১৯৭২ - সৌরভ গঙ্গোপাধ্যায়, ভারতীয় ক্রিকেটার ও অধিনায়ক।
- ১৯৮১ - আনাস্তাসিয়া মিসকিনা, রুশ প্রমিলা টেনিস তারকা।
মৃত্যুসম্পাদনা
- ১৯৪৮ - ডেভ নোর্স, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। (জ. ১৯৭৮)
- ১৯৯৭ - আবু সাদাত মোহাম্মদ সায়েম, বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি। (জ. ১৯১৬)
- ২০০৬ - জুন অ্যালিসন, মার্কিন অভিনেত্রী, নৃত্যশিল্পী ও গায়িকা। (জ. ১৯১৭)
- ২০১১ - আমিনুল ইসলাম, বাংলাদেশী চিত্রশিল্পী। (জ. ১৯৩১)
ছুটি ও অন্যান্যসম্পাদনা
বহিঃসংযোগসম্পাদনা
উইকিমিডিয়া কমন্সে ৮ জুলাই সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- বিবিসি: এই দিনে[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |