৩০ জুলাই
তারিখ
<< | জুলাই | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ | |||
২০২৪ |
৩০ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২১১তম (অধিবর্ষে ২১২তম) দিন। বছর শেষ হতে আরো ১৫৪ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
সম্পাদনা- ৭৬২ - আব্বাসীয় খলিফা আল-মনসুর কর্তৃক বাগদাদ শহরের প্রতিষ্ঠা।
- ১৫০২ - ক্রিস্টোফার কলম্বাস তার ৪র্থ সমুদ্র যাত্রায় হন্ডুরাসের উপকূলবর্তী গুয়ানায়া দ্বীপে অবতরণ করেন।
- ১৬০২ - মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় হল্যান্ডের রাজনৈতিক প্রভাব ও উপনিবেশিক তৎপরতা শুরু হয়।
- ১৬২৯ - ইতালির নেপলস শহরে ভূমিকম্পে ১০ হাজার লোকের প্রাণহানি।
- ১৬৫৬ - পোলিশদের পরাজয়ের মধ্য দিয়ে ওয়ারশ যুদ্ধের অবসান হয়।
- ১৯১৪ - প্রথম বিশ্বযুদ্ধ শুরু।
- ১৯৩৫ - বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইনের বই প্রথম প্রকাশিত হয়।
- ১৯৪৮ - লিভারপুলে বিশ্বের প্রথম বন্দর রাডার কেন্দ্র স্থাপিত হয়।
- ১৯৫৭ - ভারতে রপ্তানিতে সহায়তা প্রদানের জন্য ইসিজিসি লিমিটেড (পূর্বতন এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন লি) গঠিত হয়।
- ১৯৬৯ - মার্কিন নভোখেয়া মেরিনার ৬-এর মাধ্যমে পরীক্ষামূলকভাবে মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে ছবি পাঠানো হয়।
- ১৯৮০ - পূর্ব অষ্ট্রেলিয়ার দ্বীপ দেশ ভানুয়াটো স্বাধীনতা লাভ করে।
- ১৯৯৮ - জাপানে কাইজো ওবুচি নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
জন্ম
সম্পাদনা- ১৮১৮ - এমিলি ব্রন্টি, ইংরেজ ঔপন্যাসিক ও কবি। (মৃ. ১৮৪৮)
- ১৮৫৫ - জার্মান শিল্পপতি সিমেন্স কম্পানির প্রতিষ্ঠাতা জর্জ ভিলহেম ফন সিমেন্স।
- ১৮৬২ - নিকোলাই ইউদেনিচ, রাশিয়ান জেনারেল। (মৃ. ১৯৩৩)
- ১৮৬৩ - হেনরি ফোর্ড, মার্কিন ব্যবসায়ী এবং বহু উৎপাদন পদ্ধতিতে ব্যবহৃত বিন্যাসকরণ সজ্জার জনক।। (মৃ. ০৭/০৪/১৯৪৭)
- ১৮৭৪ - বিলি মেরেডিথ, ব্রিটিশ ফুটবলার।
- ১৮৮২ - বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসু ভারতের স্বাধীনতা আন্দোলনের এক বিপ্লবী-শহীদ।(মৃ.২২/১১/১৯০৮)
- ১৮৮৬ - মুথুলক্ষ্মী রেড্ডী, ভারতীয় চিকিৎসক ও সমাজ সংস্কারক। (মৃ.১৯৬৮)
- ১৮৮৭ - কাজী মোতাহার হোসেন, বাংলাদেশী পরিসংখ্যানবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক ও শিক্ষাবিদ।
- ১৮৯৩ - ফাতেমা জিন্নাহ, পাকিস্তানি দন্তচিকিৎসক, জীবনীলেখক, রাজনীতিবিদ ও পাকিস্তানের নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠাতাদের অন্যতম একজন। (মৃ. ১৯৬৭)
- ১৮৯৮ - হেনরি মুর, ইংরেজ শিল্পী। (মৃ. ১৯৮৬)
- ১৯২৮ - সুলোচনা লাটকর, মারাঠি ও হিন্দি সিনেমার অভিনেত্রী। (মৃ.২০২৩)
- ১৯৪৫ - পাত্রিক মোদিয়ানো, ফরাসি ঔপন্যাসিক।
- ১৯৪৭ - ফ্রাঁসোয়াজ বারে সিনৌসি, ফরাসি ভাইরোলজিস্ট।
- ১৯৪৭ - আর্নল্ড শোয়ার্জনেগার, অস্ট্রিয়ান-আমেরিকান বডিবিল্ডার, অভিনেতা, মডেল, ব্যবসায়ী এবং রাজনীতিবিদ।
- ১৯৪৮ - জঁ রেনো, মরোক্কো ও ফরাসি অভিনেতা।
- ১৯৫৫ - ববিতা, বাংলাদেশী অভিনেত্রী।
- ১৯৬০ - রিচার্ড লিংকলেটার, মার্কিন চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার।
- ১৯৬১ - লরেন্স ফিশবার্ন, মার্কিন অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার।
- ১৯৬৪ - ইয়ুর্গেন ক্লিন্সমান, জার্মান ফুটবলার ও ফুটবল কোচ।
- ১৯৬৫ - টিম মানটন, ইংলিশ ক্রিকেটার।
- ১৯৬৯ - এরল স্টুয়ার্ট, সাবেক দক্ষিণ আন্তর্জাতিক ক্রিকেটার ও রাগবি ইউনিয়ন খেলোয়াড়।
- ১৯৭০ - ক্রিস্টোফার নোলান, ইংরেজ-মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার।
- ১৯৭৩ - সোনু নিগম জনপ্রিয় ভারতীয় সঙ্গীতশিল্পী।
- ১৯৭৪ - হিলারি সোয়াঙ্ক, মার্কিন অভিনেত্রী।
- ১৯৭৫ - তাজিন আহমেদ, বাংলাদেশী অভিনেত্রী, সাংবাদিক ও উপস্থাপক। (মৃ. ২০১৮)
- ১৯৮২ - জেমস অ্যান্ডারসন, ইংরেজ ক্রিকেটার।
- ১৯৯২ - ফাবিয়ানো কারুয়ানা, ইতালীয়-মার্কিন দাবাড়ু।
- ১৯৯৫ - ইরভিং লোজানো, মেক্সিকান ফুটবলার।
- ১৯৯৬ - সাবরিনা পড়শী, বাংলাদেশী সঙ্গীতশিল্পী।
মৃত্যু
সম্পাদনা- ১৭৭১ - টমাস গ্রে, ইংরেজ কবি।
- ১৮৯৮ - অটো ফন বিসমার্ক, জার্মান সাম্রাজ্যের স্থপতি ও প্রথম জার্মান চ্যান্সেলর। (জ. ১৮১৫)
- ১৯৪৭ - জর্জ চ্যালেনর, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার। (জ. ১৮৮৮)
- ১৯৫৬ - যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি, বাঙালি পণ্ডিত ও বাঙলা শব্দকোষ প্রণেতা।(জ.২০/১০/১৮৫৯)
- ১৯৮০ - গোপাল ঘোষ, বাঙালি চারুশিল্পী। (জ.০৫/১২/১৯১৩)
- ১৯৮৪ - মরিস ট্রেমলেট, ইংরেজ ক্রিকেটার। (জ. ১৯২৩)
- ১৯৮৭ - বিভূতিভূষণ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালী ঔপন্যাসিক ও ছোট গল্পকার। (জ.২৪/১০/১৮৯৪)
- ১৯৯৫ - নির্মাল্য আচার্য, বিশিষ্ট চিন্তাশীল প্রাবন্ধিক ও 'এক্ষণ' সাহিত্য পত্রিকার সম্পাদক। (জ.১৯৩৬)
- ২০০৪ - হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি রাজনীতিবিদ, ইতিহাসবিদ ও শিক্ষাবিদ। (জ.১৯০৭)
- ২০০৭ - ইংমার বারিমান, সুইডিশ মঞ্চ ও চলচ্চিত্র নির্দেশক। (জ. ১৯১৮)
- ২০০৭ - মিকেলাঞ্জেলো আন্তোনিওনি, ইতালীয় আধুনিকতাবাদী চলচ্চিত্র পরিচালক। (জ. ১৯১২)
- ২০২০ - সোনম শেরিং লেপচা ভারতের লেপচা সংস্কৃতির ধারক,বাহক ও সংরক্ষক।(জ.০৩/০১/১৯২৮)
ছুটি ও অন্যান্য
সম্পাদনা- স্বাধীনতা দিবস, ভানাতু প্রজাতন্ত্র।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে ৩০ জুলাই সংক্রান্ত মিডিয়া রয়েছে।