নিকোলাই নিকোলায়েভিচ ইউদেনিচ (রুশ: Никола́й Никола́евич Юде́нич ইংরেজি: Nikolai Nikolayevich Yudenich) (৩০ জুলাই, ১৮৬২ - ৫ অক্টোবর, ১৯৩৩) ছিলেন জার সৈন্যবাহিনীর জেনারেল। ১৯১৭ সালে ককেশীয় ফ্রন্টের অধিনায়ক ছিলেন। অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের পর প্রতিবিপ্লবী 'উত্তর-পশ্চিমী সরকারের' সদস্য, শ্বেতরক্ষী উত্তর-পশ্চিমী সৈন্যবাহিনীর সর্বাধিনায়ক। ১৯১৯ সালের নভেম্বরে লাল ফৌজের হাতে পেত্রগ্রাদের নিকট পরাজিত হয়ে এস্তোনিয়ায় পশ্চাদপসরণ করেন ও পরে ইংল্যান্ডে চলে যান।[১]

নিকোলাই নিকোলায়েভিচ ইউদেনিচ
Nikolai Nikolaevich Yudenich
General Nikolai Yudenich
স্থানীয় নাম
Никола́й Никола́евич Юде́нич
জন্ম(১৮৬২-০৭-৩০)৩০ জুলাই ১৮৬২
Moscow, রাশিয়া
মৃত্যু৫ অক্টোবর ১৯৩৩(1933-10-05) (বয়স ৭১)
Saint-Laurent-du-Var, France
আনুগত্য Russian Empire
সেবা/শাখাArmy
পদমর্যাদাGeneral
যুদ্ধ/সংগ্রাম

তথ্যসূত্র সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. ভ. ই. লেনিন, আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের ঐক্য প্রসঙ্গে; প্রগতি প্রকাশন, মস্কো; ১৯৭৩; পৃষ্ঠা-৪৪১।

বহিঃসংযোগ সম্পাদনা